Off by 4 letters:
কালা definitions

Bangla-Tangla Dictionary
কালা – deaf
Samsad Bengali-English Dictionary
কালা1 [ kālā1 ] a deaf; hard of hearing. কালা2 [ kālā2 ] a black; defaced, soiled, dirty, in disrepute, stigmatized (কালা মুখ). ☐ n. an appellation of Krishna (কৃষ্ণ). ~কানুন a black act. ~বাজার the black market. ~মুখ a. shamefaced; brazen-faced. ☐ n. a shamefaced man; a brazen-face; a shameful face. ~মুখো a. shamefaced; brazen-faced. ☐ n. a shamefaced man; a brazen-face; a man of soiled reputation. fem. কালামুখী ।
Samsad Bangla Abhidhan
কালা1 [ kālā1 ] বিণ. বধির, শ্রবণশক্তিরহিত; কানে শুনতে পায় না এমন। [সং. কল্ল]। কালা2 [ kālā2 ] বি. শ্রীকৃষ্ণ। ☐ বিণ. 1 কৃষ্ণবর্ণ; 2 কলঙ্কিত (এই কালা মুখ আর দেখাতে চাই না)। [সং. কাল3]। কালা কানুন বি. প্রজাস্বার্থবিরোধী অন্যায় আইন, black act. ~চাঁদ বি. শ্রীকৃষ্ণ। কালাচাঁদ [ kālācān̐da ] দ্র কালা2
কালো definitions

Bangla-Tangla Dictionary
কালো – black
Samsad Bengali-English Dictionary
কালো [ kālō ] n the black colour. ☐ a. black. কালো করা v. to make black, to blacken; to make dark, to darken; to pollute; to defame. কালো হওয়া v. to become black; to blacken; to become dark, to darken; to become polluted or to be defamed. কালো পতাকা n. a black flag (usually shown to somebody, as a mark of pro test or disapproval). ~বাজার the black market. ~বাজারি n. a black marketeer.
Samsad Bangla Abhidhan
কাল3, কালো [ kāla3, kālō ] বি. কৃষ্ণবর্ণ, কালো রং। ☐ বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের। [সং. কৃ + √ অল্ + অ]। কালো-কিষ্টি, কাল-কিষ্টি বিণ. অত্যন্ত কালো, মলিন ও কুৎসিত। কাল-গঙ্গা বি. কালিন্দী, যমুনা। কাল-চিটা, কাল-চিটে বি. বিণ. কালো দাগ; কালচে। কালচে বিণ. কৃষ্ণাভ তবে গাঢ় কালো নয় এমন। কাল-শশী বি. কৃষ্ণপক্ষের চাঁদ। কাল-শিরা, কাল-শিটা, কাল-শিটে বি. আঘাতের ফলে রক্ত জমে উৎপন্ন কালো দাগ। কাল-নাগ, কাল-সর্প, কাল-সাপ বি. কৃষ্ণসর্প, কেউটে সাপ। কালো [ kālō ] বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [< সং. কাল3]। ~টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ~বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ~বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ।
কোপা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of কোপানো: কোপানো – to hack
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of কোপানো: কোপানো [ kōpānō ] v to chop or strike with a sharp cutting implement as a sword; to dig with a spade. ☐ a. thus struck or chopped or dug.
Samsad Bangla Abhidhan
কুপা2, কোপা [ kupā2, kōpā ] ক্রি. 1 তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; 2 মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। ~নো ক্রি. কুপা বা কোপা অর্থে। ☐ বিণ. বি. উক্ত অর্থে। কোপা, কোপানো [ kōpā, kōpānō ] যথাক্রমে কুপা2 ও কুপানো -র চলিত রূপ। 2nd person intimate present imperative tense of কোপানো: কুপা2, কোপা [ kupā2, kōpā ] ক্রি. 1 তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; 2 মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। ~নো ক্রি. কুপা বা কোপা অর্থে। ☐ বিণ. বি. উক্ত অর্থে।
Off by 5 letters:
কবালা definitions

Samsad Bengali-English Dictionary
কবালা [ kabālā ] n a deed of sale or transfer, a conveyance, a bill of sale. কবালা করে দেওয়া v. to sell or convey by a deed.
Samsad Bangla Abhidhan
কবালা, কোবালা [ kabālā, kōbālā ] বি. বিক্রয়পত্র, জমি ইত্যাদি বিক্রয়ের দলিল। [আ. ক'বালা]।
কলপ definitions

Samsad Bengali-English Dictionary
কলপ [ kalapa ] n a dye for grey hair; starch.
Samsad Bangla Abhidhan
কলপ [ kalapa ] বি. 1 পাকা চুল কালো করবার রং; 2 মাড় (শাড়ির পাড়ে কলপ দেওয়া)। [আ. কলফ্]।
কলা definitions

Bangla-Tangla Dictionary
কলা
1. the fine arts
2. banana
Samsad Bengali-English Dictionary
কলা1 [ kalā1 ] n the plantain, the banana; (coll.) nothing, a mare's nest (তুমি আমার কলা করবে) কলা করা v. (coll.) to be able to do nothing or to be able to do no harm. কলা খাওয়া v. (lit.) to eat a banana; (coll.) to fail in an attempt. ~গাছ n. a banana tree. কলা দেখানো v. (lit.) to show a plantain; to raise and show one's thumb defiantly or disdainfully; to deceive, to cheat, to befool, to hoodwink; to bite the thumb, to defy. কলাপোড়া খাওয়া v. (lit.) to eat a burnt banana; (coll.) to fail or be disappointed utterly. কলাবউ, কলাবৌ n. a young banana-plant dressed as a married lady and conceived as a female deity worshipped by Hindus; (loos.) wife of God Ganesha (গণেশ); (euph.) a woman with a long veil or an awkwardly bashful woman. কলার কাঁদি a cluster of plantains. কলার খোলা the curved bark of a banana-tree. কলার ছড়া a bunch of bananas, a row of plantains. কলার বাসনা the dried-up bark of a banana-tree. কলা2 [ kalā2 ] n one-sixteenth part of the moon, a lunar digit; (astro.) any of the minutest divisions of the zodiac, (of the circumference of a circle) a minute; a measure of time (=8 seconds); a very small point of time, a moment; a whit, a bit; (anat.) a tissue; an art; a fine art; the sixty-four varieties of fine arts taken collectively; efficiency in fine arts; skill, adroitness; tact. ~কার n. an artist; an artisan. ~কুশল a. versed in all the sixty-four varieties of fine arts; skilled in fine arts. ~কৌশল n. artistic skill; artifice. ~তন্ত্র n. (anat.) the tissue system. ~ধর, ~নিধি n. an appellation of Shiva (শিব); the moon. ~বৎ a. & n. one who is versed in the classical vocal music. fem. কলাবতী । ~বিদ্যা n. arts; fine arts. ~বিভাগ n. the department of arts (e. g. in a university). ~ভবন n. a building or room for the culture of arts and crafts; a picture gallery; an opera-house; a studio. ~ভৃৎ n. an appellation of Shiva (শিব); the moon; an artist; an artiste. ~স্থান n. histology.
Samsad Bangla Abhidhan
কলা1 [ kalā1 ] বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ~কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাৎ নৃত্যগীতাদিতে দক্ষ। ~ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ~নিধি বি. চন্দ্র। ~বৎ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ~বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ~বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ~ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্থান। ~ভৃৎ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। কলা2 [ kalā2 ] বি. 1 (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উৎপন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; 2 (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)। [সং. কদলী]। কলা খাওয়া ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা দেখানো ক্রি. বি ফাঁকি দেওয়া। কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া) ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা। ~বউ, ~বধূ, ~বৌ বি. 1 দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; 2 কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; 3 নবপত্রিকা; 4 নবদুর্গা; 5 (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; 6 (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ। কলাবৎ [ kalābat ] দ্র কলা1 চারু [ cāru ] বিণ. 1 সুন্দর, মনোরম, সুদর্শন (চারুনেত্র); 2 ললিত, সুকুমার (চারুকলা)। [সং. √চর্ + উ]। ~কলা কলা1 দ্র। বি. ~তা। ~শীলা বিণ. (স্ত্রী.) সৎস্বভাবা।
কাঁপা definitions

Bangla-Tangla Dictionary
কাঁপা – to tremble

2nd person intimate present imperative tense of কাঁপানো:
কাঁপানো – to cause to tremble

Samsad Bengali-English Dictionary
কাঁপা [ kām̐pā ] v to tremble; to shudder; to shiver; to shake; to quake; to quiver; to vibrate; to palpitate (হৃদয় কাঁপা). কাঁপানো v. to set trembling, to send trembling, to tremble; to cause to shudder, to shiver; to shake; to quake; to cause to quiver; to vibrate; to set palpitating, to palpitate. ☐ a. tremulour (কাঁপানো স্বর). কেঁপে ওঠা v. to start (as in fear); to be startled. 2nd person intimate present imperative tense of কাঁপানো: কাঁপা [ kām̐pā ] v to tremble; to shudder; to shiver; to shake; to quake; to quiver; to vibrate; to palpitate (হৃদয় কাঁপা). কাঁপানো v. to set trembling, to send trembling, to tremble; to cause to shudder, to shiver; to shake; to quake; to cause to quiver; to vibrate; to set palpitating, to palpitate. ☐ a. tremulour (কাঁপানো স্বর). কেঁপে ওঠা v. to start (as in fear); to be startled.
Samsad Bangla Abhidhan
কাঁপই, কাঁপয়ে [ kām̐pi, kām̐paẏē ] ক্রি. (ব্রজ.) কাঁপে। [কাঁপা দ্র]। কাঁপা [ kām̐pā ] ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। ☐ বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ~নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)। 2nd person intimate present imperative tense of কাঁপানো: কাঁপা [ kām̐pā ] ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। ☐ বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ~নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)।
কাজলা definitions

Samsad Bengali-English Dictionary
কাজলা1 [ kājalā1 ] a. fem as black as collyrium. কাজলা2, কাজলি [ kājalā2, kājali ] n a reddish variety of sugarcane.
Samsad Bangla Abhidhan
কাজল [ kājala ] বি. চোখে প্রসাধনী হিসাবে লাগাবার কালো কালিবিশেষ, অঞ্জন। ☐ কাজলের মতো কালো বা কাজলযুক্ত (কাজল আঁখি, কাজল মেঘ)। [সং. কজ্জ্বল > প্রা. কজ্জল]। ~লতা বি. কাজল তৈরি করবার ও রাখবার পাত্রবিশেষ। 1 (স্ত্রী.) বিণ. কাজলবর্ণা, উজ্জ্বল শ্যামবর্ণা। কাজলা2 বি. আখবিশেষ বা তার গাছ।
কাতলা definitions

Samsad Bengali-English Dictionary
কাতলা [ kātalā ] n a variety of fresh-water flat fish, Catla buchamani; (sacras.) an extremely wealthy or influential or important man.
Samsad Bangla Abhidhan
কাতলা1 [ kātalā1 ] বি. করাত দিয়ে চেরাই করা কাঠের চিরের মুখে যে কাঠের টুকরো গুঁজে দেওয়া হয়, wedge; কাজলা। [দেশি]। কাতলা2, কাতল, কাত্লা [ kātalā2, kātala, kātlā ] বি. রুই মাছের মতো আকৃতিবিশিষ্ট বড় আঁশযুক্ত মাছবিশেষ, যার দেহের অনুপাতে মাথা বড় হয়। [দেশি]।
কাপ definitions

Bangla-Tangla Dictionary
কাপ – cup [English]
Samsad Bengali-English Dictionary
কাপ1 [ kāpa1 ] n a cup. কাপ2 [ kāpa2 ] n one of a section of the Brahmans (ব্রাহ্মণ); dissimulation, pretence, feigning. ☐ a. dissimulating, disguised; pretending, feigning; hypocritical; funny, mirth-provoking. কাপ করা v. to pretend, to feign.
Samsad Bangla Abhidhan
কাপ1 [ kāpa1 ] বি. পেয়ালা। [ইং. cup]। কাপ2 [ kāpa2 ] বি. 1 বারেন্দ্র ব্রাহ্মণের শ্রেণিবিশেষ, ভঙ্গকুলীন; 2 ছলনা, ভান (মোটেই অসুখ হয়নি, কাপ করে পড়ে আছে)। ☐ বিণ. ছদ্মবেশী, কপটী; কৌতুককারী ('ঐ এল শিব বুড়া কাপ': ভা. চ.)। [সং. কপট]।
কাপাস definitions

Samsad Bengali-English Dictionary
কাপাস [ kāpāsa ] n cotton. কাপাস গাছ n. the cotton-plant. See also কার্পাস ।
Samsad Bangla Abhidhan
কাপাস [ kāpāsa ] বি. তুলাবিশেষ, কাপাস গাছের বীজ থেকে পাওয়া তুলা। [সং. কার্পাস]।
কামলা definitions

Samsad Bengali-English Dictionary
কামলা [ kāmalā ] n jaundice.
Samsad Bangla Abhidhan
কামলা [ kāmalā ] বি. রোগবিশেষ, কাঁওলা, ন্যাবা রোগ, জণ্ডিস। [সং. কামল + আ]।
কাল definitions

Bangla-Tangla Dictionary
কাল – today, yesterday, era, time, ruin
Samsad Bengali-English Dictionary
কাল1 [ kāla1 ] n. & adv next day; tomorrow; last day; yesterday. কাল2 [ kāla2 ] a (dial.) very cold. ☐ n. too much coldness. কাল3 [ kāla3 ] n time, period (নিশাকাল, শাসনকাল); season (বর্ষাকাল); proper time; time, age (একাল); leisure (কালাভাব); any of the stages of human life (শৈশবকাল, যৌবনকাল, পৌঢ়কাল, বৃদ্ধকাল); lifetime, span of life, time of existence (কাল পূর্ণ হওয়া); Yama (যম) the god of death; death (কালের কবল); ruination, ruin, the cause of ruin (মোকদ্দমাই তার কাল হল); (gr.) the tense (অতীত কাল = the past tense, বর্তমান কাল = the present tense, ভবিষ্যৎ কাল = the future tense). কাল কাটানো v. to pass time. কাল হওয়া n. to meet with one's death, to die; to be the ruin of.
Samsad Bangla Abhidhan
কাল1 [ kāla1 ] বিণ. (আঞ্চ.) অত্যন্ত ঠাণ্ডা, হিমশীতল (হাত-পা কাল হয়ে গেছে)। ☐ বি. শৈত্য। [দেশি]। কাল2 [ kāla2 ] বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্থা অর্থাৎ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ~কর্ণী বি. অলক্ষ্মী। ~কূট বি. মারাত্মক বিষবিশেষ। ~ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ~ক্ষেপ, ~ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ~গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ~ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ~ঘুম, ~নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ~চক্র বি. চক্রবৎ অবিরাম ভ্রমণশীল সময়। ~জ্ঞ বিণ. কালবিৎ, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। ☐ বি. দৈরজ্ঞ। ~জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ~ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ~পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ~বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ~বৈশাখী (কথ্য.) ~বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ~ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ~ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ~যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ~রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ~শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ~স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ~হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিৎ, কখনোসখনো। কাল3, কালো [ kāla3, kālō ] বি. কৃষ্ণবর্ণ, কালো রং। ☐ বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের। [সং. কৃ + √ অল্ + অ]। কালো-কিষ্টি, কাল-কিষ্টি বিণ. অত্যন্ত কালো, মলিন ও কুৎসিত। কাল-গঙ্গা বি. কালিন্দী, যমুনা। কাল-চিটা, কাল-চিটে বি. বিণ. কালো দাগ; কালচে। কালচে বিণ. কৃষ্ণাভ তবে গাঢ় কালো নয় এমন। কাল-শশী বি. কৃষ্ণপক্ষের চাঁদ। কাল-শিরা, কাল-শিটা, কাল-শিটে বি. আঘাতের ফলে রক্ত জমে উৎপন্ন কালো দাগ। কাল-নাগ, কাল-সর্প, কাল-সাপ বি. কৃষ্ণসর্প, কেউটে সাপ। কাল4 [ kāla4 ] বি. ক্রি-বিণ, 1 আগামীকাল, পরদিন; 2 গতকাল, পূর্বদিন। [সং. কল্য]। ~কে বি. ক্রি-বিণ. (কথ্য) কাল (আজ নয়, কালকে যাব)। কালি বি. ক্রি-বিণ. (প্রধানত কাব্যে) কাল। ~কার, ~কের, কালি-কার বিণ. আগামীকালের বা গতকালের পরদিনের বা পূর্বদিনের। কালবেলা [ kālabēlā ] দ্র কাল2 কালে, কালে কালে, কালেভদ্রে [ kālē, kālē kālē, kālēbhadrē ] দ্র কাল2 কালেভদ্রে [ kālēbhadrē ] দ্র কাল2 কালোবাজার [ kālōbājāra ] দ্র কাল3
কালনা definitions

Bangla-Tangla Dictionary
কালনা – Kalna, a city in the Bardhaman District of West Bengal [http://en.wikipedia.org/wiki/Kalna,_India]
কালাই definitions

Bangla-Tangla Dictionary
কালাই – a subgroup of legumes
কালাম definitions

Bangla-Tangla Dictionary
কালাম – Kalam [name]
কালোজাম definitions

Samsad Bengali-English Dictionary
কালোজাম [ kālōjāma ] n a kind of small juicy fruit akin to blackberry; a kind of sweet meat made from curd or posset.
কালোয়াত definitions

Samsad Bengali-English Dictionary
কালোয়াত [ kālōẏāta ] n a man proficient in Indian classical music. কালোয়াতি n. proficiency in the Indian classical music; (sarcas.) act of parading one's superior knowledge or skill in classical music. কালোয়াতি করা v. (sarcas.) to parade one's superior knowledge or skill in anything. কালোয়াতি a. pertaining to Indian classical music or musicians.
Samsad Bangla Abhidhan
কালোয়াত [ kālōẏāta ] বি. উচ্চাঙ্গসংগীতে পারদর্শী ব্যক্তি। কালোয়াতি বি. 1 উচ্চাঙ্গ বা মার্গ সংগীতে দক্ষতা বা পারদর্শিতা; 2 কালোয়াতের পেশা; 3 (ব্যঙ্গে) ওস্তাদি। ☐ বিণ. 1 কালোয়াতসম্বন্ধীয়; 2 উচ্চাঙ্গসংগীতসম্বন্ধীয়। [সং. কলাবৎ]।
কালোয়ার definitions

Samsad Bangla Abhidhan
কালোয়ার [ kālōẏāra ] বি. মদ প্রস্তুতকারক বা মদ্য-ব্যবসায়ী। [হি. কলবার]।
কোড definitions

Bangla-Tangla Dictionary
কোড – code [English]

Processing time: 0.66 s