Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
কার্য definitions
Bangla-Tangla Dictionary
কার্য – work
Samsad Bengali-English Dictionary
কার্য [ kārya ] n (for.) a work, an action; a deed; a duty; a task; a job; an occupation; use, service; ceremony, rite (শ্রাদ্ধকার্য); profession, function; a purpose, an object, a motive (কোন কার্যে এসেছ); effect, good result, benefit (এতে কোনো কার্য দর্শাবে না). ~করa. effective; feasible; serviceable. femকার্যকরী । কার্যকরী সমিতিn. working committee. ~করতাn. effectiveness; feasibility; serviceability. ~কলাপn. acts and deeds, doings, actions. কারণ ভাব n. causality. ~কারণসম্বন্ধn. causal connection or relation. ~কারিতা same as কার্যকারিতা । ~কারী same as কার্যকর ।fem. কার্যকারিণী । ~কালn. the period during which a work is done; working period, working hours; the period or term of service. ~কুশলa. expert; skilful, adroit; clever. ~ক্রমn. a programme. ~ক্রমেadv. in course of business. ~ক্ষমa. competent; capable or fit for work. ~ক্ষেত্রn. the field of action; the sphere of activities. ~গতিকেadv. on business; by way of business; in course of business. ~চ্যুতa. removed from office, dismissed (from service); cashiered. ~চ্যুতিn. removal from office, dismissal (from service); cashierment. ~ঞ্চাগেadv. to begin with (used often unnecessarily, in the beginning of the reading matter of a letter or legal deed). ~তadv. actually, indeed; as a matter of fact. ~দক্ষ same as কার্যকুশল । ~ধারাn. same as কার্যপদ্ধতি । ~নির্বাহn. execution of a work. ~নির্বাহী, ~নির্বাহকa. executing, executive; working (কার্যনির্বাহক সভাপতি). ~নিয়মn. rules of business. ~নির্বাহী সমিতিn. an executive committee. ~পঞ্জিn. the calendar. ~পদ্ধতি, ~প্রণালীn. the mode or process of work, procedure, modus operandi. ~পরম্পরাn. a regular succession of work. ~বশতadv. for the sake of work or business; on business. ~বাহn. proceedings. ~বিবরণ, ~বিবরণীn. the report of a work or proceedings. ~বৃত্তn. minutes (of a meeting). ~ব্যপদেশে same as কার্যগতিকে and কার্যবশত । ~ভারn. the charge of a task; the burden or pressure of work. ~সমাধাn. completion of work. ~সম্পাদনn. performance or completion of work. ~সিদ্ধিn. accomplishment of a work or task; realization of an end. ~স্থানn. a place of work or business. কার্যাকার্যn. what ought to be done and what ought not to be done; proper and improper work. কার্যাকার্য বিচারn. discrimination between proper and improper work or between right and wrong. কার্যাধ্যক্ষn. a superintendent, a supervisor, an overseer, a manager. কার্যানুরোধে same as কার্যবশত । কার্যান্তরn. another work; a different work. কার্যার্থ same as কার্যবশত । কার্যারম্ভn. the beginning of a work; commencement of work or working hours; inauguration of an institution or firm or any similar establishment. কার্যালয়n. an office. কার্যোদ্ধার same as কার্যসিদ্ধি ।
Samsad Bangla Abhidhan
কার্য [ kārya ] বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। ☐ বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ~কর, ~কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ~করী, ~কারিণী। ~করতা, ~কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ~কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ~কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ~কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ~কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ~ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ~ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ~গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ~ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ~ত (বর্জি.) ~তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ~পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ~বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ~বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ~সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে।