কান্তি definitions

Bangla-Tangla Dictionary
কান্তি – charisma, radiance, beauty
Samsad Bengali-English Dictionary
কান্তি [ kānti ] n grace; charm; beauty; splendour; brightness; radiance. কান্তিক, ~লোহা same as কান্তলোহা । ~বিদ্যা n. aesthetics. ~মান a. graceful; charming; beautiful; splendid; bright; radiant. fem. ~মতী ।
Samsad Bangla Abhidhan
কান্ত [ kānta ] বি. 1 স্বামী; 2 (সূর্য, চন্দ্র ও অয়স শব্দের পর) মণি বা পাথর (সূর্যকান্ত, অয়স্কান্ত)। ☐ বিণ. 1 কমনীয়; মনোহর; 2 প্রিয়। [সং. √ কম্ + ত]। কান্তা বি. (স্ত্রী.) 1 প্রিয়া; 2 সুন্দরী রমণী; 3 স্ত্রী, পত্নী। ~লৌহ, কান্তায়স, কান্তিক, কান্তি-লৌহ বি. 1 অয়স্কান্ত মণি; 2 চুম্বক পাথর; 3 বিশুদ্ধ লোহা, refined iron; 4 ইস্পাত; 5 পেটা লোহা; ঢালাই লোহা। বি. কান্তি লাবণ্য, সৌন্দর্য, দীপ্তি, শোভা। কান্তি দ্র। কান্তি [ kānti ] বি. সৌন্দর্য, শোভা; দীপ্তি। [সং. √ কম্ + তি]। ~বিদ্যা বি. সৌন্দর্যবিজ্ঞান, সৌন্দর্যতত্ত্ব; নন্দনতত্ত্ব, aesthetics (বি. প.)। ~ময়, ~মান (-মৎ)বিণ. কান্তিযুক্ত, সুন্দর, দীপ্তিমান। বিণ. (স্ত্রী.) ~ময়ী, ~মতী

Processing time: 0.39 s