কাতর definitions

Bangla-Tangla Dictionary
কাতর – distraught

genitive of কাত:
কাত – slanted, prostrate

Samsad Bengali-English Dictionary
কাতর [ kātara ] a distressed, afflicted; aggrieved, stricken with grief, sorrowful; intent, extremely solicitous (কাতর প্রাণের ডাক); grudging, reluctant (ব্যয়কাতর, পরিশ্রম করতে কাতর). ~কণ্ঠ n. a sad voice, a plaintive tone. ☐ a. speaking in a doleful voice. ~তা n. distress, affliction; aggrieved state; solicitude; rancour; reluctance. ~হৃদয় n. an afflicted or aggrieved heart; an extremely sensitive or feeling heart. ☐ a. having such a heart. ~স্বর same as কাতরকণ্ঠ । genitive of কাত: কাত [ kāta ] n side (কোন কাতে). ☐ a. slanted or slanting; titled or tilting; laid or lying on one side; knocked to the ground, floored, defeated, taken aback, fatigued; bedridden (এক চড়ে কাত, ভয়ে কাত, খাটুনির চোটে কাত, রোগে কাত). কাত করা v. to slant; to tilt; to lean; to lay or turn on one side; to knock to the ground, to floor; to defeat, to cause to be taken aback, to fatigue, to put to bed. কাত হওয়া v. to slant; to tilt; to lean; to lie or turn on one side; to be thrown to the ground, to be floored, to be vanquished, to be taken aback, to be fatigued, to be bedridden.
Samsad Bangla Abhidhan
কাতর [ kātara ] বি. 1 আর্ত; কষ্টে বা দুঃখে অভিভূত; 2 ব্যাকুল (কাতর প্রাণের প্রার্থনা); 3 কুণ্ঠিত (অর্থব্যয়ে কাতর; তু. অকাতরে অর্থব্যয়); 4 ভীত (ভয়ে কাতর)। [সং. কু (-ঈষৎ) + তৃ + অ]। স্ত্রী. কাতরা1। বি. ~তা, (বিরল) কাতর্যকাতরা2 ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা। কাতরানো ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা। কাতরানি বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ। কাতরোক্তি বি. কাতরতাপূর্ণ বাক্য। genitive of কাত: কাত, কাৎ [ kāta, kāt ] বি. পাশ, পার্শ্ব (কোন কাতে শুয়েছে?)। ☐ বিণ. 1 আড়, একপেশে (থালাটাকে কাত করে রাখো); 2 ভূপতিত, পর্যুদস্ত (এক চড়ে কাত, ভয়ে কাত)। [দেশি]। কেতিয়ে পড়া, কেতিয়ে যাওয়া ক্রি. বি. নেতিয়ে পড়া; পর্যুদস্ত হওয়া (যে ভয়েই কেতিয়ে পড়েছে)।

Processing time: 0.4 s