কাঠি definitions

Bangla-Tangla Dictionary
কাঠি – tiny stick (as in matchstick), troublemaking (+ দেওয়া, +করা = to cause trouble, to annoy)
Samsad Bengali-English Dictionary
কাঠি [ kāṭhi ] n a small chip of wood, bamboo, metal etc. (used as a match-stick, toothpick etc.) কাঠি-কাঠি a. composed of very thin bones; very thin. কাঠি দেওয়া v. (vul.) to try to irritate or harm or foil, to baffle or frustrate.
Samsad Bangla Abhidhan
কাঠি2 [ kāṭhi2 ] বি. 1 কাঠ, বাঁশ, ধাতু ইত্যাদির লম্বা ও সরু টুকরো (দেশলাইয়ের কাঠি, চাবিকাঠি); 2 ক্ষুদ্র সরু শলাকা (ঝাঁটার কাঠি, খড়কে কাঠি)। [সং. কাষ্ঠিকা]। কাঠি-কাঠি বিণ. অত্যন্ত সরু বা কৃশ (কাঠিকাঠি হাত-পা)। জিয়ন-কাঠি, মরণ-কাঠি বি. এমনকিছু বা এমন কাঠির মতো জিনিস যার শক্তিতে নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে আসে বা প্রাণবন্তের প্রাণনাশ হয়। কাঠি দেওয়া ক্রি. বি. বাধার সৃষ্টি করা, বাগড়া দেওয়া।

Processing time: 0.38 s