Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
কাঠগড়া definitions
Bangla-Tangla Dictionary
কাঠগড়া – dock (the place for a defendant in a court)
Samsad Bengali-English Dictionary
কাঠ [ kāṭha ] n wood; timber; firewood; (fig.) skeleton (রোগে দেহের কাঠ বেরিয়ে পড়েছে). ☐ a. motionless like a log (ভয়ে কাঠ হওয়া); stiffened (মরে কাঠ হওয়া); juiceless, sapless (শুকিয়ে কাঠ); dumb founded. ~কয়লাn. charcoal. কাঠ কাঠa. hard and dry and rough. ~কুড়ানিn. an extremely poor woman who lives by collecting twigs and leaves of trees to be burnt as firewood. ~খোলাn. a frying pot in which sand is not used. ~গড়াn. a small wooden enclosure, a box, a dock (সাক্ষীর বা আসামির কাঠগড়া). ~গোলাn. a timberyard. ~গোলাপn. a variety of scentless wild rose, the sweet-brier, the eglantine. ~ঠোকরাn. the woodpecker. ~পিঁপড়েn. a variety of large and black ant living on trees. ~ফড়িংn. a variety of very thin grasshopper. ~ফাটাa. scorching, blazing, burning. কাঠফাটা রোদ scorching rays of the sun. ~বমিn. dry vomit. ~বিড়াল , (coll.) ~বেড়াল , (coll.) ~বেরালn. the squirrel. fem. ~বিড়ালী , (coll.) ~বেড়ালী । ~মল্লিকাn. a variety of very sweet-scented wild flower belonging to the species of the jasmine. ~রা var. of কাটরা । ~রিয়া var. of কাঠুরিয়া । কাঠে কাঠেadv. & a. exactly fitting to all grooves or points (কাঠে কাঠে মেলা); exactly coinciding; evenly matched; diamond cuts diamond, when Greek meets Greek (কাঠে কাঠে লড়াই). কাঠেরa. of wood, made of wood, wooden. অনেক কাঠখড় পোড়ানো to work laboriously (for), to toil hard, to make every endeavour. কাঠের মিস্তিরিn. a carpenter.
Samsad Bangla Abhidhan
কাঠ [ kāṭha ] বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। ☐ বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ~কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ~কুড়ানি, ~কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ~খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ~খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ~গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ~গোলা বি. কাঠের আড়ত। ~গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ~ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ~ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ~পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ~ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ~বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ~বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ~বিড়ালী। ~মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)।