কাচা definitions

Bangla-Tangla Dictionary
কাচা – to wash something
Samsad Bengali-English Dictionary
কাচা [ kācā ] v to wash by rinsing and thrashing (as clothes etc.). ☐ a. thus washed. কাচানো v. to cause to wash by rinsing and thrashing; to get thus washed. ☐ a. thus washed.
Samsad Bangla Abhidhan
কাচা1 [ kācā1 ] বি. মাতা বা পিতার মৃত্যুতে অশৌচকালে উত্তরীয়রূপে পরিধেয় বস্ত্রখণ্ড (কাচা গলায় দেওয়া)। [বাং. কাছা (সং. কচ্ছ)]। কাচা2 [ kācā2 ] ক্রি. (বস্ত্রাদি) আছড়ে বা কচলে ধোয়া। ☐ বি. ধৌতকরণ, কাপড়চোপড় ধুয়ে পরিষ্কার করা। ☐ বিণ. ধোয়া হয়েছে এমন, ধুয়ে পরিষ্কার করা হয়েছে এমন (কাচা কাপড়)। [বাং. √ কাচ্]। ~নো ক্রি. ধোয়ানো। ☐ বি. অন্যের দ্বারা ধৌতকরণ। ☐ বিণ. অন্যের দ্বারা ধৌত।

Processing time: 0.41 s