কাকতালীয় definitions

Bangla-Tangla Dictionary
কাকতালীয় – serendipitous [derivation: কাক + তাল + ঈয়]
Samsad Bengali-English Dictionary
কাক [ kāka ] n the crow. fem. কাকী the female crow. ~চক্ষু a. as transparent as a crow's eyes, (cp.) crystal-clear. ~জোৎস্না n. dim or faint moonlight. ~তন্দ্রা, ~নিদ্রা n. wary nap or slumber. ~তাড়ুয়া n. the scarecrow. ~তালীয় a. (of two or more incidents) coincidental and seemingly related to one another as cause and effect; coincidental; successive but not causally connected. কাকতালীয় ন্যায় post hoc ergo propter hoc (after it, so be cause of it—a fallacious reasoning). ~পক্ষ n. a lovelock. ~পদ n. quotation marks (" "); a caret (^). ~পুচ্ছ n. the cuckoo. ~ফল n. the margosa-tree, the nim. ~বন্ধ্যা n. a woman who becomes pregnant but once. ~ভেজা n. & v. get ting or to get completely drenched (usu. in rainwater). ~ভোর n. very early morning. ~শীর্ষ n. a species of flower tree yielding flowers looking like ducks. ~স্নান n. brief and careless bath. কাকের ছা বকের ছা extremely bad and illegible handwriting.
Samsad Bangla Abhidhan
কাক2 [ kāka2 ] বি. 1 বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ; 2 এক কড়ার চার ভাগের এক ভাগ। [সং. √ কৈ (শব্দ করা) + ক]। স্ত্রী. কাকী। ~চক্ষু বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ। ~জ্যোৎস্না বি. অস্বচ্ছ, অল্প জ্যোৎস্না। ~তন্দ্রা, ~নিদ্রা বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা। ~তালীয় বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাৎ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)। ~পক্ষ বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি। ~পদ বি. 1 উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (' '); 2 লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্থান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); 3 ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্থানসূচক চিহ্নবিশেষ (>), caret. ~পুচ্ছ বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাৎ কোকিল। ~ফল বি. নিমফল; নিমগাছ। ~বন্ধ্যা যে নারী একবার মাত্র গর্ভধারণ করেছে। ~ভূশণ্ডি বি. ভূশণ্ডি দ্র। ~শীর্ষ বি. বকফুলের গাছ। কাক-কোকিলের সমান দর (প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা। ~স্নান বি. কাকের স্নানের মতো অপরিচ্ছন্ন ও তাড়াহুড়ো করে কোনোরকমে সম্পন্ন স্নান। কাকের ছা বকের ছা অত্যন্ত কুৎসিত হস্তাক্ষর।

Processing time: 0.4 s