কাঁধ definitions

Bangla-Tangla Dictionary
কাঁধ – shoulder
Samsad Bengali-English Dictionary
কাঁধ [ kān̐dha ] n the shoulder; the neck. কাঁধ ঝাঁকানো v. to shrug, to shrug one's shoulder. কাঁধ দেওয়া, কাঁধ লাগানো v. to volunteer to shoulder a burden; to come forward to assist or cooperate. কাঁধ বদলানো v. to transfer a burden to another's shoulder or to one's other shoulder when feeling fatigued. কাঁধে করা, কাঁধে নেওয়া v. to place and carry upon one's shoulder, to bear upon one's shoulder, to shoulder. কাঁধের হাড় n. the scapula. কার কাঁধে দশটা মাধা who has the rashness to risk his head ? who'll dare? কাঁধাকাঁধি n. state of being carried or borne on shoulders of more than one person at a time. ☐ adv. being borne upon the shoulders of more than one person at a time; side by side, cheek by jowl.
Samsad Bangla Abhidhan
কাঁধ [ kān̐dha ] বি. স্কন্ধ; ঘাড়, শরীরের যে-অংশের সঙ্গে দুই হাত যুক্ত থাকে। [সং. স্কন্ধ]। কাঁধ দেওয়া ক্রি. বি. বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে অপরের কাঁধে পালাক্রমে বোঝা দেওয়া। কাঁধে কাঁধে মিলানো ক্রি. বি. পরস্পরের সহায়তায় কাজে অগ্রসর হওয়া; পরস্পরের সঙ্গে সহযোগিতা করা। কাঁধা-কাঁধি বি. পরস্পরের কাঁধে বহন করা। ☐ ক্রি-বিণ. একজনের কাঁধের উপরে বা পাশে একজন, তার কাঁধের উপরে বা পাশে আর একজন, এইভাবে (কাঁধাকাঁধি দাঁড়াও); একবার এর কাঁধে এবং আরেকবার অন্যজনের কাঁধে এইভাবে (কাঁধাকাঁধি বয়ে নিয়ে যাওয়া)। কাঁধে নেওয়া ক্রি. বি. (আল.) দায়িত্ব গ্রহণ করা।

Processing time: 0.39 s