কাঁটা definitions

Bangla-Tangla Dictionary
কাঁটা – fish bone, thorn, anything pointy and sharp
Samsad Bengali-English Dictionary
কাঁটা [ kān̐ṭā ] n a thorn, a prickle; any longish thing or instrument with a pointed end or ends (চুলের কাঁটা); a pointer (কম্পাসের কাঁটা, দাঁড়িপাল্লার কাঁটা); a fork (used in eating meals); a hand (ঘড়ির কাঁটা); a fishbone; gooseflesh (শীতে বা ভয়ে কাঁটা দেওয়া). কাঁটা দিয়ে কাঁটা তোলা v. (fig.) to set a thief to catch a thief. গায়ে কাঁটা দেওয়া to have gooseflesh; to have shivering, to shiver. পথের কাঁটা (fig.) an obstacle or snag. পথে কাঁটা দেওয়া (fig.) v. to prevent. ~তার n. barbed wire. ~নটে n. a variety of spinach. ~বন n. a hedge full of prickly shrubs. ~ময় a. thorny. কাঁটায় কাঁটায় adv. punctually; just at.
Samsad Bangla Abhidhan
কাঁটা [ kān̐ṭā ] বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাৎ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাৎ fork এবং চামচ বা ছুরি। ~ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ~ঝোপ, ~বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ~তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ~নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা।

Processing time: 0.44 s