কষ্ট definitions

Bangla-Tangla Dictionary
কষ্ট – sorrow, grief, pain, painstaking effort
Samsad Bengali-English Dictionary
কষ্ট [ kaṣṭa ] n grief, sorrow; trouble, difficulty; pain, suffering; labour, hard effort, toil (কষ্টার্জিত); hardship; want, privation. কষ্ট করা v. to labour hard, to endeavour laboriously, to toil; to take trouble, to take pains; to undergo hardships; to suffer. কষ্ট দেওয়া v. to give trouble, to put to difficulty; to put to inconvenience; to oppress, to cause suffering (to), to distress; to pain; to grieve. কষ্ট পাওয়া v. to get into trouble, to be in difficulty; to suffer (from); to be oppressed or distressed; to feel pain; to grieve (for, at); to be moved with pity or sympathy. ~কর a. difficult, hard; troublesome; laborious, toilsome; painful; distressing; oppressive, vexatious. ~কল্পনা n. a far-fetched or forced or laboured concept or thought. ~কল্পিত a. far-fetched, forced. ~দায়ক same as কষ্টকর । ~ভোগ n. suffering. কষ্টভোগ করা v. to suffer. ~সহ, ~সহিষ্ণু a. painstaking; able to undergo hardships, inured to hardships. ~সাধ্য same as কষ্টকর ।
Samsad Bangla Abhidhan
কষ্ট [ kaṣṭa ] বি. 1 দুঃখ, ক্লেশ, যন্ত্রণা (কষ্টকর, কষ্টদায়ক); 2 পরিশ্রম, আয়াস, মেহনত (কষ্টার্জিত ধন); 3 অনটন (কষ্টে আছে)। [সং. √ কষ্ + ত]। ~কর বিণ. যন্ত্রণাদায়ক। কষ্ট করা ক্রি. বি. পরিশ্রম করা, মেহনত করা; ক্লেশ স্বীকার করা; দুঃখ বা যন্ত্রণা ভোগ করা। ~কল্পনা বি. সহজসাধ্য বা স্বাভাবিক নয় এমন কল্পনা। ~কল্পিত বিণ. কষ্ট করে, কল্পনা করা হয়েছে এমন। ~জীবী (-জীবিন্) বিণ. বহু কষ্টে দুঃখ ভোগ করে বেঁচে থাকে বা জীবিকা অর্জন করে এমন। ~লভ্য বিণ. কষ্ট করে লাভ করতে হয় এমন। ~দায়ক বিণ. কষ্টকর, যাতে কষ্ট বা যন্ত্রণা ভোগ হয় এমন। ~সহ, ~সহিষ্ণু বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন। ~সাধ্য বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর। কষ্টার্জিত বিণ. বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন।

Processing time: 0.4 s