কল definitions

Bangla-Tangla Dictionary
কল
1. call [English]
2. water tap, small device (eg, mouse trap), workshop, mill
Samsad Bengali-English Dictionary
কল1 [ kala1 ] n a sprout. কল হওয়া বা গজানো v. to germinate, to sprout. কল2 [ kala2 ] n a call. কল দেওয়া v. to call in (as a doctor). কলে যাওয়া v. to attend a call. কল3 [ kala3 ] n a machine; an engine; a device, a contrivance, an artifice; a lock (বাক্সের কল); (of a gun) a trigger or lock; a factory, a mill; a workshop, a means, a way (পরিত্রাণের কল জানা); a trap (ইঁদুরকল); a tactic, a stratagem. ~কাঠি নাড়া v. to pull the string or wire, to exert hidden influence. ~কৌশল n. a device. কল খাটানো v. to set a trap; to have recourse to a ploy or artifice. কল টেপা v. to advise or instigate secretly; to pull the wires, to intrigue. কল পাতা v. to set a trap. কলে-কৌশলে adv. by hook or crook; tactfully. কলে তৈরি a. mill made; machine-made. কলের গাড়ি a steam-engine; a railway train; an auto mobile. কলের গান a gramophone. কলের জল tap-water. কলের জাহাজ a steamship, a steamer. কলের পুতুল a spring-doll, a marionette, a puppet; (fig.) a person who acts just as one directs him. কলের মানুষ (fig.) a person who acts just as one directs him, a puppet; a person without free will or personality. কলের মজুর a mill-hand. কল4 [ kala4 ] n a low sweet and indistinct sound, a sweet murmur; warble (of birds); babble (of streams). ☐ a. (of sound) sweet low and indistinct. ~কণ্ঠ a. making a sweet low and indistinct sound; sweetly murmuring; warbling; babbling; sweet-voiced, sweet-toned; (fig.) composing sweet poems (কলকণ্ঠ কবি). fem. কলকণ্ঠী । ~কল, ~কলানি n. repeated sweet murmur or babble or warble, (usu. coll.) rapid loud talk. ~কল করা, ~কলানো v. to murmur or babble or warble sweetly or repeatedly; (usu. coll.) to talk rapidly and loudly. ~ঘোষ n. the cuckoo. ~তান n. a sweet note. ~ধ্বনি, ~নাদ same as কল4 (n.). ~নাদী a. making a low sweet and indistinct sound, murmuring or babbling or warbling sweetly. fem. কলনাদিনী । ~রব, ~রোল n. confused loud noise as made by a multitude of people shouting and talking at a time, an uproar, a hullabaloo, tumult. ~স্বন, ~স্বর n. a low sweet and indistinct sound or voice, a sweet murmur or babble. ☐ a. murmuring or babbling sweetly. fem. কলস্বনা । ~হংস n. the swan, the gander (fem. the goose); a small aquatic bird akin to the sand piper. fem. কলহংসী । ~হাস, ~হাস্য n. a gentle articulate smile with a sweet cackling noise. n. fem. ~হাসিনী one who smiles gently with a sweet cackling noise. ~হাস্য করা v. to laugh cacklingly.
Samsad Bangla Abhidhan
কল1 [ kala1 ] বি. অঙ্কুর, বীজ থেকে জাত উদ্ভিদের প্রথম অবস্থা। [সং. কলল]। কল2 [ kala2 ] বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ~কব্জা বি. যন্ত্রপাতি। ~কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উৎপাদনের স্থান, মিল ( mill), ফ্যাক্টরি। ~ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল 1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক. কল3 [ kala3 ] বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। ☐ বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ~কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। ☐ বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ~কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ~কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ~কলানি বি. কলকল শব্দ। ~কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ~কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ~তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ~নাদ বি. মধুর ধ্বনি। ~নাদিনী। ~রব, ~রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ~স্বন, ~স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। ☐ বিণ. ওইরকম শব্দকারী। ~স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ~হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ~হংসী। ~হাস, ~হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ~হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। কলতান [ kalatāna ] দ্র কল3 ঢেঁকি [ ḍhēn̐ki ] বি. 1 ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; 2 (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। কল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। শাক বি. ভোজ্য শাকবিশেষ। শাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্থাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা।

Processing time: 0.44 s