কর্মচারীদের definitions

Bangla-Tangla Dictionary
plural objective/genitive of কর্মচারী: কর্মচারী – employee
Samsad Bengali-English Dictionary
plural objective/genitive of কর্মচারী: কর্ম [ karma ] n a work, an action, a deed, an activity; a duty, a task; use, service (এ ঘড়ি কোনো কর্মের নয়); ceremony, a rite (ক্রিয়াকর্ম, শ্রাদ্ধকর্ম); profession; function; a purpose (কোন কর্মে এসেছ); effect, good result (এতে কর্ম হবে না) (gr.) an object. ~কর্তা n. a supervisor or manager of an affair. ~কর্তৃবাচ্য n. (gr.) the quasi-passive voice. ~কাণ্ড n. a part of the Vedas dealing with rituals; actions; functions; ceremonies. ~কারক n. a doer, a worker, a performer; (gr.) the objective or accusative case. ~কারী a. of one who does or works or performs. ☐ n. a doer, a worker, a performer. ~কুণ্ঠ a. averse to work, unwilling to work, lazy. ~কুশল a. efficient, expert; adroit. ~ক্লান্ত a. tired with work, fatigued. ~ক্ষম a. capable of working; able; active. ~ক্ষমতা n. ability to work; working power. ~ক্ষেত্র n. a field or sphere of activity; a place of work. ~খালি n. situation vacant. ~চারী n. an employee; an officer. ~চ্যুত a. dis missed or removed from service; cashiered. ~চ্যুতি n. dismissal or removal from service; cashierment. ~জীবন n. the period of life during which a person works, active part of one's life; service life; practical life. ~জ্ঞ a. conversant with religious rites and duties. ~ a. active; hard-working; industrious. ~ণ্য a. capable of working; able; active; serviceable. ~ত্যাগ n. act of giving up a job, resignation; act of leaving or abandoing a work; retirement from service. কর্ম ত্যাগ করা v. to give up a job, to resign; (rare) to retire from service. ~দক্ষ a. efficient, expert; adroit. ~দোষ crime or sin of evil-doing or wrong-doing; a sin; misfortune (esp. which is caused by one's evil doing or wrong-doing in this life or in a previous life). ~ধারা n. same as কর্মপ্রণালী । ~নাশা a. & n. one who or that which spoils or bungles a work or works. ~নিয়োগ কেন্দ্র n. employment exchange. ~নিষ্ঠ a. devoted to one's work; dutiful; industrious. ~নিষ্ঠা n. devotion to work. ~নীতি n. policy of action. ~পঞ্জি, ~পঞ্জী n. a case-book. ~পথ n. path or field of work; line of action; active life. ~পদ্ধতি, ~প্রণালী n. method or system of working. ~পন্থা n. course of action. ~ফল n. consequences of one's actions (esp. of a previous life) that governs one's weal or woe. ~বশত adv. on business. ~বাচ্য n. (gr.) the passive voice. ~বাদ n. the doctrine that action is the chief end of life or that for the final liberation of one's soul one has to resort to action (and not to thought or meditation alone), the doctrine of action. ~বাদী a. preaching or obeying or inspired by the doctrine of action. ☐ n. one who preaches or obeys the doctrine of action. ~বিধি n. rules of action. ~বিপাক n. consequences (now usu. evil ones) of one's action (esp. those governing one's weal or woe). ~বীর n. an untiring worker; an uncommonly active person; a performer of great deeds; a great worker. ~ভূমি n. the scene or field of one's action; the earthly life. ~ভোগ n. enjoyment of pleasures or (more generally) suffering from the unpleasant con sequences of one's actions; fruitless suffering or labour. ~ময় a. full of actions; extremely active. ~যোগ n. the system of purifying one's soul by means of action. ~যোগী a. & n. one who practises this system; (fig.) one who works most sincerely; one who works sincerely and relentlessly. ~রত a. engaged in work. ~শালা n. a workshop; a smithy; an atelier; a studio; a place of work or business. ~শীল a. possessing active habits; engaged in work; active; devoted to work. ~শীলতা n. active habits; engagement in work; fullness of activity; devotion to work. ~সচিব n. a (chief) executive officer; a secretary. ~সাক্ষী n. any of the natural elements who witness all actions; a witness of an act. ~সাধন n. execution of a work or task, performance or accomplishment of a deed. কর্ম সাধন করা v. to execute a work or task, to perform or accomplish a deed. ~সাপেক্ষ a. depending on work or action. ~সিদ্ধি n. success in or accomplishment of an undertaking. ~সূচি n. programme of work; programme to be undertaken. ~সূত্র a. the bond of action; the course of business. ~সূত্রে adv. on business or in course of business. ~স্থল, ~স্থান same as কর্মক্ষেত্র । যেমন কর্ম তেমন ফল as you brew so you drink, as you sow so you reap. ~হীন a. devoid of work; with no work on hand; without employment.
Samsad Bangla Abhidhan
plural objective/genitive of কর্মচারী: কর্ম [ karma ] (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিৎসকের কর্ম, কর্মস্থল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। ~কর্তা (-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। ~কর্তৃ-বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। ~কাণ্ড বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ। ~কারী (-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। ~কুশল বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। ~ক্ষম বি. কাজের জায়গা। ~চারী (-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে। ~ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ। ~ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী। ~ত্যাগ বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া। ~দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট। ~নাশা বিণ. কাজ পণ্ড করে এমন। ☐ বি. নদীবিশেষ। ~নিষ্ঠ বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ। ~ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)। ~বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। ~বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে। ~বাদী (-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন। ~বিপাক বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ। ~বিরতি বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work. ~বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উৎসর্গীকৃত জীবন যার। ~ভূমি বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার। ~ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম। ~মুখী বিণ. কর্ম অর্থাৎ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)। ~যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। ~যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী। ~শালা বি. কর্মস্থান; কারখানা। ~শীল বিণ. কার্যসাধনে তৎপর, কর্মে নিষ্ঠা আছে এমন। ~সচিব বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী। ~সাক্ষী (-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাৎ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি। ~সিদ্ধি বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ। ~সূত্র বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি। ~সূত্রে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ। ~স্থল বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস।

Processing time: 1.28 s