Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
কন্যা definitions
Bangla-Tangla Dictionary
কন্যা – daughter
Samsad Bengali-English Dictionary
কন্যা [ kanyā ] n a daughter; a virgin; a marriage able girl; a bride; (astrol.) the Virgo. ~কর্তাn. (in a wedding) the chief man amongst the bride's people. ~কালn. maidenhood. ~গ্রহণn. act of taking a girl as wife; act of receiving a girl in marriage in one's family. ~দানn. act of giving away a girl esp. a daughter in marriage; the ceremony of committing the bride into the hands of the bride groom. ~দায়n. the responsibility of arranging for the marriage of one's daughter; the state of being burdened with a marriageable daughter for whom a husband has not yet been found. ~দায়গ্রস্তa. of one who is yet to marry off his daughter, burdened with the responsibility of arranging for the marriage of one's daughter. ~পক্ষn. (in a wedding) the bride's people or party. ~প্রণিধিn. a girl guide. ~যাত্রীn. a wed ding-guest invited by the bride's people. ~রাশিn. (astrol.) the Virgo. ~সম্প্রদান same as কন্যাদান ।
Samsad Bangla Abhidhan
কন্যা [ kanyā ] বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ~কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ~কাল বি. নারীর অবিবাহিত কাল। ~দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ~দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ~পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ~পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ~প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ~যাত্র, ~যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ~রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)।