Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
কতই definitions
Bangla-Tangla Dictionary
emphatic of কত:কত – how much, a lot
Samsad Bengali-English Dictionary
emphatic of কত:কত [ kata ] a how much, how many; much, many. ☐ adv. to a great extent, much. ☐ n. a great number or amount (কত এল, কত গেল). ☐ pro. how much or how many of it or them. কত করে at what price (কত করে কিনলে); with much solicitation or entreaty (কত করে বললাম); after or with a great effort (কত করে পাশ করেছি). ~কa. some; somewhat. ☐ adv. to some extent; partially. ☐ pro. some of it or them. ☐ n. some people (দেশের কতক অর্ধাশনে থাকে). কতক কতক to a certain extent; some what; partially. কতকটাa. some. ☐ adv. partially; somewhat. ☐ pro. some of it. ☐ n. some amount. কতক পরিমাণেadv. to some extent; partially. ~কালadv. how long; for a long time (কতকাল বসে আছি). ☐ n. a long time. কত কী, কত কিছু various; various things; various and unknown (things); a large number of (things.) ~ক্ষণadv. how long; for a long time. ☐ n. a long time. ~দিনadv. how many days; for many days; for a long time. ☐ n. many days; a long time. কত নাadv. countlessly; immeasurably. ~বারadv. how many times; many times. ~মতোa. of numerous and various kinds. ☐ adv. in numerous and various ways. ~শতa. countless. ~হুঁa. (poet. & obs.) numerous and various.
Samsad Bangla Abhidhan
emphatic of কত:কত1 [ kata1 ] বি. কলমের মুখ, কচ; নিব। [আ. কৎ]। ~কাটা বিণ. কলমের মতো ছুঁচলো ও তেরছাভাবে কাটা।emphatic of কত:কত2 [ kata2 ] বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ☐ ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। ☐ সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ~ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ☐ ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। ☐ সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। ☐ বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ~কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ☐ ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ~ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ☐ ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ~টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। ☐ সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ~দূর বি. কিছু দূর; অনেক দূর। ☐ ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ~বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ~মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ~শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ~হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)।