Off by 3 letters:
যা definitions

Bangla-Tangla Dictionary
যা – which, what, that

2nd person intimate present imperative tense of যাওয়া:
যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

Samsad Bengali-English Dictionary
যা2 [ yā2 ] pro. relat what, which, that (যা গেছে তা যাক). যা-কিছু pro. whatever; some thing; everything. যা থাকে বরাতে come what may. যা-হোক however; anything (যা হোক একটা কিছু). 2nd person intimate present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাৎ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি। যা-তা [ yā-tā ] দ্র যা2 2nd person intimate present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
যাজক definitions

Samsad Bengali-English Dictionary
যাজক [ yājaka ] n a priest; a clergyman, a cleric. ~তন্ত্র n. hierocracy. ~তা, ~বৃত্তি n. priestship, priesthood; clericity. যাজক সম্প্রদায় n. the priestly or clerical order, the priesthood, the clergy.
Samsad Bangla Abhidhan
যাজন [ yājana ] বি. 1 যজ্ঞ বা পূজা করানো; 2 পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. 1 পৌরোহিত্যসম্বন্ধীয়; 2 যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়।
যাজন definitions

Samsad Bengali-English Dictionary
যাজন [ yājana ] n act of conducting a religious service in the capacity of a priest or clergyman. যাজন করা v. to conduct a religious service (as by a priest). ~বৃত্তি n. the profession of the priest or the clergy, priestship, priesthood, clericity; a stipend or allowance given to a priest or clergyman, (cp.) a benefice. যাজনিক a. priestly, clerical; ecclesiastical.
Samsad Bangla Abhidhan
যাজন [ yājana ] বি. 1 যজ্ঞ বা পূজা করানো; 2 পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. 1 পৌরোহিত্যসম্বন্ধীয়; 2 যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়।
যাজি definitions

Samsad Bangla Abhidhan
যাজন [ yājana ] বি. 1 যজ্ঞ বা পূজা করানো; 2 পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. 1 পৌরোহিত্যসম্বন্ধীয়; 2 যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়।
যাজী definitions

Samsad Bangla Abhidhan
যাজন [ yājana ] বি. 1 যজ্ঞ বা পূজা করানো; 2 পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. 1 পৌরোহিত্যসম্বন্ধীয়; 2 যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়।
Off by 4 letters:
আওয়াজ definitions

Bangla-Tangla Dictionary
আওয়াজ – sound, voice
Samsad Bengali-English Dictionary
আওয়াজ [ āōẏāja ] n sound; noise; voice.
Samsad Bangla Abhidhan
আওয়াজ [ āōẏāja ] বি. শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan. [ফা. আওয়াজ]। আওয়াজ তোলা ক্রি. বি. কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া। আওয়াজ দেওয়া ক্রি. বি. 1 ধ্বনি বা স্লোগান উচ্চারণ করা; 2 বিদ্রুপাত্মক ধ্বনি উচ্চারণ করা; 3 সাড়া দেওয়া (এত ডাকছি, তবু আওয়াজ দাও না কেন?)।
এওজ definitions

Samsad Bengali-English Dictionary
এওজ, এওয়াজ [ ēōja, ēōẏāja ] a exchange, barter. এওজি, এওয়াজি, এউজি a. obtained by exchange or barter (এওজি জমি).
Samsad Bangla Abhidhan
এওজ, এয়জ, এয়োজ [ ēōja, ēẏaja, ēẏōja ] বি. বদল, বিনিময়; পরিবর্ত (তার সঙ্গে আমি ডিউটি এয়জ করেছি)। [আ. এওয়জ]। ~তরাজ, ~দরাজ বি. পরম্পর বদল বা বিনিময়। এওজি, এউজি, এয়োজি বিণ. বিনিময়ে প্রাপ্ত (এওজি জমি)। এওজে ক্রি-বিণ. বিনিময়ে, বদলে।
এওয়াজ definitions

Samsad Bengali-English Dictionary
এওজ, এওয়াজ [ ēōja, ēōẏāja ] a exchange, barter. এওজি, এওয়াজি, এউজি a. obtained by exchange or barter (এওজি জমি).
ও definitions

Bangla-Tangla Dictionary

1. although done (when added as a suffix to a conditional verb, e.g., করলেও)
2. and
3. he, she, it, that (over there)
4. [interjection] oh
Samsad Bengali-English Dictionary
1 [ ō1 ] n the tenth vowel of the Bengali alphabet. 2 [ ō2 ] pro that or yonder person or creature or thing, a person or creature or thing in question, he, she, it. ☐ a. that immediately preceding, last (ও মাসে). ☐ adv. too, also, moreover (সে খাবেও); even (নামও শুনিনি). ☐ con. and. ☐ int. expressing; a call, recollection, amazement, pity etc.; holla, ho; ah, oh.
Samsad Bangla Abhidhan
1 [ ō1 ] বাংলা বর্ণমালার দ্বাদশ, এবং আধুনিকমতে দশম বর্ণ উচ্চমধ্য অর্ধসংবৃত 'ও' ধ্বনির দ্যোতক বর্ণ। 2 [ ō2 ] সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)। ☐ বিণ. 1 ওই (ওকথা, ওবিষয়); 2 গত (ওমাসে); 3 অপর, ওপার (ওপার বাংলা)। ☐ অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)। 3 [ ō3 ] অব্য. 1 আর, এবং (রাম ও শ্যাম, সুখ ও দুঃখ); 2 অধিকন্তু, আরও, আবার (সেও আসবে, এটিও ভালো ওটিও ভালো); 3 মাত্র, পর্যন্ত, এমনকী, মোটেও (তার নামও শুনিনি, আমি সেখানে যাইওনি)। [ফা. ঊঅ]।
ওই যা definitions

Samsad Bangla Abhidhan
যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাৎ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি।
ওজঃ definitions

Samsad Bengali-English Dictionary
ওজঃ [ ōjḥ ] n vigour, strength; lustre; (rhet.) ornateness and vigour of style.
Samsad Bangla Abhidhan
ওজঃ [ ōjḥ ] (-জস্) বি. 1 তেজ, বল; 2 সাহিত্যের গাম্ভীর্য সৃষ্টিকারী গুণবিশেষ; 3 দীপ্তি। [সং. ওজস্]।
ওজন definitions

Bangla-Tangla Dictionary
ওজন – weight (+ করা = to weigh)
Samsad Bengali-English Dictionary
ওজন [ ōjana ] n act of weighing; weight; a unit of weight, a measure; importance, impressiveness; power, strength (নিজের ওজন বুঝে কাজ করা). ওজন করা v. to weigh. ~-করা a. measured (ওজন-করা কথা). ~দর n. price according to or determined by weight (and not according to or determined by number). ~দার n. a weighman, a measurer.
Samsad Bangla Abhidhan
ওজন [ ōjana ] বি. 1 তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন); 2 গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)। [আ. ওজ্ন্]। ~দর বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাৎ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)। ~দার বিণ. 1 ভারী; 2 গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।
ওজর definitions

Samsad Bengali-English Dictionary
ওজর [ ōjara ] n a plea, an excuse; a pretext. বাজে ওজর a lame excuse. মিথ্যা ওজর a false plea.
Samsad Bangla Abhidhan
ওজর [ ōjara ] বি. 1 আপত্তি; 2 অজুহাত, ছল। [আ. উজর্]।
ওজা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ওজানো: ওজানো – to move against the flow
ওজু definitions

Samsad Bangla Abhidhan
অজু, উজু, ওজু [ aju, uju, ōju ] বি. মুসলমানদের নমাজ পড়বার আগে আচমন বা হাত-পা-মুখ ধোয়া (অজু করার জল)। [আ. বজু]। ওজু, ওজুহাত [ ōju, ōjuhāta ] যথাক্রমে অজু ও অজুহাত -এর রূপভেদ।
ওঝা definitions

Bangla-Tangla Dictionary
ওঝা – exorcist
Samsad Bengali-English Dictionary
ওঝা [ ōjhā ] n a quack professing to have (supernatural) power of curing snakebites and other morbidities; an exorcist.
Samsad Bangla Abhidhan
ওঝা [ ōjhā ] বি. 1 মন্ত্রতন্ত্রের দ্বারা যে সাপের বিষের চিকিৎসা করে; 2 মন্ত্রতন্ত্রের সাহায্যে যে ভূত নামায়; রোজা; 3 ব্রাহ্মণদের উপাধিবিশেষ। [সং. উপাধ্যায় > প্রাকৃ. উঅজঝাঅ]।
ওটা definitions

Samsad Bengali-English Dictionary
ওটা [ ōṭā ] pro (coll. & dero.) that, it, he, she.
Samsad Bangla Abhidhan
ওটা [ ōṭā ] সর্ব. (অবজ্ঞাসূচক) ব্যক্তি বা বস্তুর নির্দেশক (ওটা আবার কী. ওটা ফেলে দাও)। [বাং. ও2 + টা]।
ওঠা definitions

Bangla-Tangla Dictionary
ওঠা – to get up, to rise

2nd person intimate present imperative tense of ওঠানো:
ওঠানো – to cause to rise

Samsad Bengali-English Dictionary
ওঠা [ ōṭhā ] v to rise; to get up; to climb or ascend (গাছে ওঠা, পাহাড়ে ওঠা); to get in (গাড়িতে ওঠা). See also the older form উঠা ।
Samsad Bangla Abhidhan
উঠা, ওঠা [ uṭhā, ōṭhā ] ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ (< সং. উৎ + √ স্থা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্থানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 2nd person intimate present imperative tense of ওঠানো: উঠা, ওঠা [ uṭhā, ōṭhā ] ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ (< সং. উৎ + √ স্থা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্থানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)।
ওথা definitions

Samsad Bangla Abhidhan
ওথা [ ōthā ] ক্রি-বিণ. (প্রা. বাং/আঞ্চ.) ওখানে, কিছু দূরে। [বাং. ও2 + থা (সং. স্থান)]।
ওবা definitions

Bangla-Tangla Dictionary
ওবা – to vanish

Processing time: 1.85 s