Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 3 letters:
যা definitions
Bangla-Tangla Dictionary
যা – which, what, that2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
যা2 [ yā2 ] pro. relat what, which, that (যা গেছে তা যাক). যা-কিছু pro. whatever; some thing; everything. যা থাকে বরাতে come what may. যা-হোক however; anything (যা হোক একটা কিছু).2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়াv. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়াv. to be of consequence, to matter. নেমে যাওয়াv. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়াv. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়াv. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসাn. come and-go; frequenting; intercourse. যেতে বসাv. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাৎ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি।যা-তা [ yā-tā ] দ্র যা2।2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
যাজক definitions
Samsad Bengali-English Dictionary
যাজক [ yājaka ] n a priest; a clergyman, a cleric. ~তন্ত্রn. hierocracy. ~তা, ~বৃত্তিn. priestship, priesthood; clericity. যাজক সম্প্রদায়n. the priestly or clerical order, the priesthood, the clergy.
যাজন [ yājana ] n act of conducting a religious service in the capacity of a priest or clergyman. যাজন করাv. to conduct a religious service (as by a priest). ~বৃত্তিn. the profession of the priest or the clergy, priestship, priesthood, clericity; a stipend or allowance given to a priest or clergyman, (cp.) a benefice. যাজনিকa. priestly, clerical; ecclesiastical.
আওয়াজ [ āōẏāja ] বি. শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan. [ফা. আওয়াজ]। আওয়াজ তোলা ক্রি. বি. কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া। আওয়াজ দেওয়া ক্রি. বি. 1 ধ্বনি বা স্লোগান উচ্চারণ করা; 2 বিদ্রুপাত্মক ধ্বনি উচ্চারণ করা; 3 সাড়া দেওয়া (এত ডাকছি, তবু আওয়াজ দাও না কেন?)।
এওজ definitions
Samsad Bengali-English Dictionary
এওজ, এওয়াজ [ ēōja, ēōẏāja ] a exchange, barter. এওজি, এওয়াজি, এউজিa. obtained by exchange or barter (এওজি জমি).
Samsad Bangla Abhidhan
এওজ, এয়জ, এয়োজ [ ēōja, ēẏaja, ēẏōja ] বি. বদল, বিনিময়; পরিবর্ত (তার সঙ্গে আমি ডিউটি এয়জ করেছি)। [আ. এওয়জ]। ~তরাজ, ~দরাজ বি. পরম্পর বদল বা বিনিময়। এওজি, এউজি, এয়োজি বিণ. বিনিময়ে প্রাপ্ত (এওজি জমি)। এওজে ক্রি-বিণ. বিনিময়ে, বদলে।
এওয়াজ definitions
Samsad Bengali-English Dictionary
এওজ, এওয়াজ [ ēōja, ēōẏāja ] a exchange, barter. এওজি, এওয়াজি, এউজিa. obtained by exchange or barter (এওজি জমি).
ও definitions
Bangla-Tangla Dictionary
ও – 1. although done (when added as a suffix to a conditional verb, e.g., করলেও) 2. and 3. he, she, it, that (over there) 4. [interjection] oh
Samsad Bengali-English Dictionary
ও1 [ ō1 ] n the tenth vowel of the Bengali alphabet.ও2 [ ō2 ] pro that or yonder person or creature or thing, a person or creature or thing in question, he, she, it. ☐ a. that immediately preceding, last (ও মাসে). ☐ adv. too, also, moreover (সে খাবেও); even (নামও শুনিনি). ☐ con. and. ☐ int. expressing; a call, recollection, amazement, pity etc.; holla, ho; ah, oh.
Samsad Bangla Abhidhan
ও1 [ ō1 ] বাংলা বর্ণমালার দ্বাদশ, এবং আধুনিকমতে দশম বর্ণ উচ্চমধ্য অর্ধসংবৃত 'ও' ধ্বনির দ্যোতক বর্ণ।ও2 [ ō2 ] সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)। ☐ বিণ. 1 ওই (ওকথা, ওবিষয়); 2 গত (ওমাসে); 3 অপর, ওপার (ওপার বাংলা)। ☐ অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)।ও3 [ ō3 ] অব্য. 1 আর, এবং (রাম ও শ্যাম, সুখ ও দুঃখ); 2 অধিকন্তু, আরও, আবার (সেও আসবে, এটিও ভালো ওটিও ভালো); 3 মাত্র, পর্যন্ত, এমনকী, মোটেও (তার নামও শুনিনি, আমি সেখানে যাইওনি)। [ফা. ঊঅ]।
ওই যা definitions
Samsad Bangla Abhidhan
যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাৎ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি।
ওজঃ definitions
Samsad Bengali-English Dictionary
ওজঃ [ ōjḥ ] n vigour, strength; lustre; (rhet.) ornateness and vigour of style.
ওজন [ ōjana ] n act of weighing; weight; a unit of weight, a measure; importance, impressiveness; power, strength (নিজের ওজন বুঝে কাজ করা). ওজন করাv. to weigh. ~-করাa. measured (ওজন-করা কথা). ~দরn. price according to or determined by weight (and not according to or determined by number). ~দারn. a weighman, a measurer.
Samsad Bangla Abhidhan
ওজন [ ōjana ] বি. 1 তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন); 2 গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)। [আ. ওজ্ন্]। ~দর বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাৎ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)। ~দার বিণ. 1 ভারী; 2 গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।
ওজর definitions
Samsad Bengali-English Dictionary
ওজর [ ōjara ] n a plea, an excuse; a pretext. বাজে ওজর a lame excuse. মিথ্যা ওজর a false plea.