Off by 3 letters:
ওমা definitions

Samsad Bengali-English Dictionary
ওমা [ ōmā ] int expressing: surprise; fear etc.
ওম্ definitions

Samsad Bangla Abhidhan
ওঁ, ওম্ [ ō, m̐ōm ] বি. প্রণব বা সকল মন্ত্রের আদ্যবীজ; সকল মন্ত্রের ভিত্তিভূমি; ঈশ্বরবাচক ধ্বনি বা চিহ্ন; ব্রহ্মের শব্দপ্রতীক। [সং. অ + উ +ম্]। ওঁকার, ওঙ্কার, ওংকার বি. ওঁ ধ্বনি। ওম্ [ ōm ] দ্র ওঁ
গম্যা definitions

Samsad Bangla Abhidhan
গম্য [ gamya ] বিণ. 1 গমনযোগ্য (অগম্য স্থান); 2 প্রাপ্য, লভ্য (বুদ্ধিগম্য, বুদ্ধির অগম্য) ; 3 ভোগ্য, উপভোগ করার যোগ্য; সম্ভোগ করার যোগ্য (অগম্যগমন)। [সং. √গম্ + য]। গম্যা বিণ. (স্ত্রী.) ভোগ্যা, সম্ভোগযোগ্যা (অগম্যা নারী)। গম্য-মান বিণ. জানা বা অনুমান করা যাচ্ছে এমন; ঊহ্য, অনুনীয়মান।
ধ্যান definitions

Bangla-Tangla Dictionary
ধ্যান – meditation, contemplation
Samsad Bengali-English Dictionary
ধ্যান [ dhyāna ] n meditation; absorbing religious meditation; recollection; remembrance. ধ্যান করা v. to meditate (upon); to be absorbed in religious meditation; to recollect; to remember. ~গম্ভীর a. grave and silent on account of absorption in meditation; consecrated or sanctified with holy meditation; solemnly absorbed in (spiritual) meditation ('ধ্যানগম্ভীর ঐ যে ভূধর'). ~গম্য, ~গোচর a. comprehensible or cognizable or attainable (only) through (deep) meditation. ~জ্ঞান n. meditation and cognition, thought and feeling; (loos.) sole occupation or absorption. ~তৎপর a. given to meditation; capable of being absorbed in meditation. ~ধারণা n. meditation and impression, thought and perception; idea; impression. ~নিষ্ঠ a. meditative. ~ভঙ্গ n. interruption or break of meditation (esp. a spiritual one). ~মগ্ন a. absorbed or engrossed in meditation. ~রত, ~স্থ a. engaged in meditation.
Samsad Bangla Abhidhan
ধ্যান [ dhyāna ] বি. 1 মনের স্থিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ~গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ~গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ~জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ~ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ~নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ~ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ~মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ~রত, ~স্থ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী।
ফ্যান definitions

Bangla-Tangla Dictionary
ফ্যান – rice-water
ব্যান definitions

Samsad Bengali-English Dictionary
ব্যান [ byāna ] n one of the five vital airs of a living body.
Samsad Bangla Abhidhan
ব্যান2 [ byāna2 ] বি. শরীরের পঞ্চবায়ুর অন্যতম। [সং. বি + √ অন্ + অ]।
ভ্যান definitions

Bangla-Tangla Dictionary
ভ্যান – van
Samsad Bangla Abhidhan
ভ্যান [ bhyāna ] বি. মালবহনকারী (সচ) ঢাকা গাড়ি; মালবহনকারী গাড়ি। [ইং. van]।
মদ্যপান definitions

Bangla-Tangla Dictionary
মদ্যপান – the drinking of alcohol [derivation মদ্য + পান]
মধ্যখান definitions

Bangla-Tangla Dictionary
মধ্যখান – middle
মধ্যমান definitions

Samsad Bengali-English Dictionary
মধ্য [ madhya ] n the middle; the centre; the waist; the inside or interior; midst; interval. ☐ a. middle, central, mid; interior, inside; intervening, interim, mean; middling, mediocre; medium. মধ্য উষ্ণতা mean temperature. ~ a. (arith.) mean. ☐ n. (arith.) a mean. ~কর্ণ n. the middle ear, (loos.) the tympanum. ~কাল n. (astr.) the meantime. ~কোণ n. (astr.) the mean anomaly. ~ক্ষীণা a. fem. having a slender waist. ~ a. of the middling state, mean. fem. ~গা । ~গমন n. (astr.) culmination. ~চ্ছদা n. (physio.) the diaphragm. ~তল n. (astr.) the meridian plane. ~ত্বক n. (bot.) mesocarp. ~দিন n. (arch.) midday, noon. ~দেশ n. the middle or central part; the waist; the interior or inside; Central India. ~পদলোপী n. (gr.) a mode of framing compound words by deleting the word in the middle of other two. ~পর্দা, ~পরদা n. the middle lamella. ~পন্থা n. the middle course; the golden mean. ~পন্থী a. & n. moderate, (a person) avoiding extremes and following or pursuing the middle course or the golden mean. ~প্রাচ্য n. the Middle East; countries of the Middle East. ~বয়স্ক a. middle-aged. fem. মধ্যবয়স্কা । ~বর্তিতা n. the state of being in the middle; the state of being inside; intermediacy; intervention; mediation. ~বর্তী a. situated or stationed in the middle or inside or in the midst; intermediate; intervening; medial; mediating. fem. ~বর্তিনী । ~বর্তী নিযুক্তক a handling agent. মধ্যবর্তী হওয়া v. to lie in or go into the middle; to intervene; to mediate. ~বিত্ত a. middleclass, bourgeois. মধ্যবিত্ত-মনোবৃত্তি n. middleclass mentality; (esp. pol.) petty bourgeois mentality. মধ্যবিত্ত-সম্প্রদায় n. the middle class, the bourgeoisie. ~বিধ a. middling, mediocre. ~বিন্দু n. the centre. ~ভারত n. Central India. ~মণি n. a jewel at the centre of anything; (fig.) the most glorious or precious or prominent person or thing. ~মান n. an Indian musical measure. ~যুগ n. the Middle Ages. ~যুগীয় a. mediaeval. ~রাত্র n. midnight. ~রাত্রে adv. at midnight, at dead of night. ~রেখা n. (geog. & astr.) the meridian; (geom.) a median. মধ্যশিক্ষা পর্ষৎ The Board of Secondary Education. ~শিরা n. (bot.) the midrib. ~স্থ a. of the interior or inside; inner; lying inside or in the interior; lying in the midst; intermediate, medial; intervening; mediating; intermediary. ☐ n. a mediator; an arbitrator, an arbiter; an intermediary, a middleman, a go-between. fem. ~স্থা । মধ্যস্থ ন্যায়ালয় an arbitral tribunal. ~স্থতা n. mediation; arbitration. মধ্যস্থতা করা v. to mediate; to arbitrate. ~স্থল n. the middle; the centre; the inside, the interior; the midst. ~স্থিত a. lying inside or in the interior; lying in the midst.
Samsad Bangla Abhidhan
মধ্য [ madhya ] বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্থান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। ☐বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্থ প্রান্ত থেকে সমদূরবর্তী স্থানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ~ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ~গা। ~চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ~দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয় ও বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ~ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ~পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্থা। ~পন্থা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্থা, middle course, golden mean ~পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ~প্রদেশ বি. 1 মধ্যস্থল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ~প্রাচ্য বি. ইয়োরোপ ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ~ বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ~বয়স্কা। ~বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্থানে বা অভ্যন্তরে অবস্থিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ~বর্তিনী। ~বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্থা; 2 মধ্যবর্তী অবস্থান; 3 মধ্যস্থতা; সালিশি। ~বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্থাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্থাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ~বিন্দু বি. কেন্দ্র। ~ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ~মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ~মান সংগীতের তাল বিশেষ। ~যুগ বি. ইতিহাসে প্রাচীন ও আধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ~যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ~রাত, ~রাত্রি, ~রাত্র বি. গভীর রাত, নিশীথ। ~রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্ব ও পশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ~লয় বি. সংগীতে দ্রুত ও বিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ~স্থ বিণ. অভ্যন্তরস্থ। ☐ বি. সালিশ। বি. ~স্থতা। ~স্থল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী।
মধ্যা definitions

Samsad Bengali-English Dictionary
মধ্যা, মধ্যাঙ্গুলি [ madhyā, madhyāṅguli ] n the middle finger.
Samsad Bangla Abhidhan
মধ্য [ madhya ] বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্থান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। ☐বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্থ প্রান্ত থেকে সমদূরবর্তী স্থানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ~ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ~গা। ~চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ~দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয় ও বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ~ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ~পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্থা। ~পন্থা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্থা, middle course, golden mean ~পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ~প্রদেশ বি. 1 মধ্যস্থল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ~প্রাচ্য বি. ইয়োরোপ ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ~ বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ~বয়স্কা। ~বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্থানে বা অভ্যন্তরে অবস্থিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ~বর্তিনী। ~বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্থা; 2 মধ্যবর্তী অবস্থান; 3 মধ্যস্থতা; সালিশি। ~বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্থাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্থাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ~বিন্দু বি. কেন্দ্র। ~ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ~মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ~মান সংগীতের তাল বিশেষ। ~যুগ বি. ইতিহাসে প্রাচীন ও আধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ~যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ~রাত, ~রাত্রি, ~রাত্র বি. গভীর রাত, নিশীথ। ~রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্ব ও পশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ~লয় বি. সংগীতে দ্রুত ও বিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ~স্থ বিণ. অভ্যন্তরস্থ। ☐ বি. সালিশ। বি. ~স্থতা। ~স্থল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী।
মান definitions

Bangla-Tangla Dictionary
মান
1. honor
2. standard (level of quality)

2nd person ordinary present simple tense of মানা:
মানা – to honor, to obey, to acknowledge

Samsad Bengali-English Dictionary
মান1 [ māna1 ] n a unit or instrument of measure or weight, a measure; measuring or weighing; a unit of Indian musical measure; (math.) value; (alg.) degree; a standard. ~নির্ধারণ n. standardization. মান2 [ māna2 ] n honour, respect; cordial reception; fame; dignity; pride; (dero.) vanity. মান দেওয়া v. to treat with honour or deference. মান রাখা v. to do honour to, to respect, to heed; to do the honours (to); to save one's face. মান3 [ māna3 ] n huff caused by undesirable behaviour of a beloved person; tiff, sulks, pique. মান করা v. to be in a huff, to huff, to sulk. মান ভরে adv. in a fit of pique or resentment. মান ভাঙানো v. to win over or placate a beloved who is in a huff. মান4, মানকচু [ māna4, mānakacu ] n the arum. 2nd person ordinary present simple tense of মানা: মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid.
Samsad Bangla Abhidhan
-মান1 [ -māna1 ] (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্থানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। -মান2 [ -māna2 ] বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উৎকর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ~চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ~দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ~মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory. মান3 [ māna3 ] বি. 1 সম্মান, পূজা, সমাদর (মানীর মান); 2 মর্যাদা, গৌরব (মানে আঘাত লাগা)। [সং √ মান্ + অ]। ~ বিণ. সম্মানদায়ক। স্ত্রী. মানদা। ~ ~না বি. সম্মান বা পূজা বা সমাদর করা। ~নীয় বিণ পূজনীয় বা সমাদরণীয়, সম্মানের যোগ্য। স্ত্রী. ~নিয়া। ~নীয়েষু বি. (7মী বিভক্তি) (চিঠিপত্রাদিতে সম্বোধনবিশেষ) শ্রদ্বেয় বা সম্মানযোগ্য ব্যক্তির প্রতি। স্ত্রী. ~নীয়াসু। ~পত্র বি. গৌরবসূচক বা সম্মানসূচক অভিনন্দন পত্র। ~হানি, বি. সম্মাননাশ, মর্যাদানাশ। ~হীন বিণ. সম্মানশূন্য, মর্যাদাশূন্য, সম্মান নেই এমন। মান4 [ māna4 ] বি. 1 প্রণয়ভঙ্গ ঈর্ষা প্রভৃতি কারণে প্রিয়তমের প্রতি অব্যক্ত ও অতীব্র ক্রোধ অভিমান (মানভঞ্জন, মান করেছে); 2 গর্ব, দম্ভ হামবড়া ভাব (অতিমান পতনের কারণ)। ~কলি বি স্ত্রীপুরুষের অভিমানজনিত কলহ। ~ভঞ্জন বি অভিমান দূর করা। মানে মানে ক্রি-বিণ. সম্মান অক্ষুন্ন থাকতে-থাকতে বা হারাবার আগে (মানে মানে বিদায় হও) [সং √ মান্ + অ]। মানচিত্র [ mānacitra ] দ্র মান2 মানদ, মানদা [ mānada, mānadā ] দ্র. মান3 মানদণ্ড [ mānadaṇḍa ] বি. দ্র মান2 মাননীয় মাননীয়েষু [ mānanīẏa mānanīẏēṣu ] দ্র মান3 মানভঞ্জন [ mānabhañjana ] দ্র. মান4 মানমন্দির [ mānamandira ] দ্র. মান2 2nd person ordinary present simple tense of মানা: মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। 2nd person ordinary present simple tense of মানা: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]।
ম্যাও definitions

Samsad Bangla Abhidhan
মেও, ম্যাও [ mēō, myāō ] বি. বিড়ালের ডাক। ম্যাও ধরা ক্রি. বি. ঝুঁকি নেওয়া; আর্থিক দায়িত্ব কাঁধে নেওয়া।
ম্যাচ definitions

Bangla-Tangla Dictionary
ম্যাচ – match (eg, sporting) [English]
Samsad Bengali-English Dictionary
ম্যাচ1 [ myāca1 ] n a formal contest or game, a match ফুটবল-ম্যাচ ম্যাচ2 [ myāca2 ] n a match-box, matches.
Samsad Bangla Abhidhan
ম্যাচ1 [ myāca1 ] বি. দুই দলের খেলার প্রতিদ্বন্দ্বিতা (ফাইনাল ম্যাচ, ম্যাচের দিনের ঘটনা)। [ইং. match]। ম্যাচ2 [ myāca2 ] বি. দিয়াশলাই। [ইং. matches, matchbox]।
ম্যানেজ definitions

Bangla-Tangla Dictionary
ম্যানেজ – manage [English]
ম্যাপ definitions

Bangla-Tangla Dictionary
ম্যাপ – map [English]
Samsad Bengali-English Dictionary
ম্যাপ [ myāpa ] n an atlas; a map. ম্যাপ দেখা v. to read a map. ম্যাপ রচনা করা v. to draw a map.
Samsad Bangla Abhidhan
ম্যাপ [ myāpa ] বি. 1 মানচিত্র; 2 জমিজায়গার নকশা। [ইং. map]।
ম্লান definitions

Bangla-Tangla Dictionary
ম্লান – dim, faded
Samsad Bengali-English Dictionary
ম্লান [ mlāna ] a pale; haggard, emaciated, shrivelled; dim; lacklustre, mat, matt; dull; cheerless, glum, sorrowful; darkened, gloomy; fatigued, without; (fig.) reduced, humbled, tarnished (গৌরব ম্লান হওয়া). ~তা, ~ত্ব, ম্লানিমা n. paleness; haggardness; dimness; dullness; glumness, sadness; gloominess, fatigued state. ~মুখে adv. with a sad or gloomy face. ম্লানায়মান a. getting pale or haggard or dim or dull or glum or gloomy.
Samsad Bangla Abhidhan
ম্লান [ mlāna ] বিণ. 1 মলিন (ম্লান রূপ); 2 বিশীর্ণ (চেহারা ম্লান); 3 ক্ষীণ, নিস্প্রভ (ম্লান আলোক); 4 বিষণ্ণ (ম্লানমুখ); 5 ক্লান্ত, পরিশ্রান্ত, দুর্বল (ম্লানকণ্ঠে); 6 হ্রাসপ্রাপ্ত (গৌরব ম্লান হওয়া)। [সং. √ ম্লৈ + ত]। বি. ~তা, ~ত্ব, ম্লানি ('সেই ম্লানতা ক্ষমা করো': রবীন্দ্র)। ম্লানায়-মান বিণ. ম্লান হচ্ছে এমন। ম্লানিমা (-মন্) বি. ম্লানতা, ম্লান ভাব।
যান definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

2nd person respectful present imperative tense of যাওয়া:
যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

Samsad Bengali-English Dictionary
যান [ yāna ] n a vehicle, a conveyance, a carriage (অশ্বযান); a way, a route (পিতৃযান); a way of worship (হীনযান). ~বাহন n. transport, conveyance. ~শালা n. garage. 2nd/3rd person respectful present simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost. 2nd person respectful present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যান [ yāna ] বি. 1 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, গো-যান) 2 যাত্রা বা নির্গমন (অভিযান, প্রয়াণ)। [সং. √ যা + অন]। ~জট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্থা, jam. 2nd/3rd person respectful present simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা। 2nd person respectful present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
রম্যা definitions

Samsad Bangla Abhidhan
রম্য [ ramya ] বিণ. রমণীয়, মনোরম, সুন্দর ('ঋষির ভোগ্য, এই রম্য স্থান': দ্বি. রা)। [সং. √ রম্ + য]। ~তা বি. রমণীয়তা; উপভোগ্যতা। স্ত্রী. রম্যা। ~রচনা বি. প্রধানত লঘুচালে লিখিত হাস্যরসাশ্রিত সুখপাঠ্য রচনা, belles-lettres.
Off by 4 letters:
-মান definitions

Samsad Bangla Abhidhan
-মান1 [ -māna1 ] (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্থানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। -মান2 [ -māna2 ] বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উৎকর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ~চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ~দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ~মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory.

Processing time: 0.68 s