এড়ানো definitions

Bangla-Tangla Dictionary
এড়ানো – to omit, to avoid
Samsad Bengali-English Dictionary
এড়ানো [ ēṛānō ] v to avoid, to shun; to get rid of; to pass over, to omit; to disobey. এড়িয়ে যাওয়া same as এড়ানো ; (of tongue) to fail to utter properly, to stutter, to stammer.
Samsad Bangla Abhidhan
এড়া2 [ ēṛā2 ] ক্রি. 1 পরিহার করা, বর্জন করা (ভাইকে এড়িয়ে কোনো কাজ করতে পারব না); 2 অতিক্রম করা; 3 অমান্য করা। [বাং. √ এড়া1]। ~নো বিণ. পরিহার করা বা অমান্য করা বা অতিক্রম করা হয়েছে এমন; জড়ানো (এড়ানো কথা)। ☐ বি. পরিহার; নিষ্কৃতি; ছাড়ান। ☐ ক্রি. পরিহার করা; পাশ কাটানো। এড়িয়ে যাওয়া ক্রি. বি. জড়িয়ে যাওয়া (কথা এড়িয়ে যাওয়া)।

Processing time: 0.42 s