এমনই definitions

Bangla-Tangla Dictionary
emphatic of এমন: এমন – like this, such, suchlike
Samsad Bengali-English Dictionary
emphatic of এমন: এমন [ ēmana ] a like this; suchlike; such; similar. ☐ pro. such a one (এমনটি আর পাবে না). ☐ adv. in such a way, to such an ex tent (এমন করে বলল, এমন বলল). ~কী adv. even. ~তরো a. like this; suchlike; such; similar. এমন সময়ে at this time; at such a time; then. emphatic of এমন: এমনি [ ēmani ] a & n same as এমন ।adv. in such a way, to such an extent; without any particular purpose (এমনি এলাম); empty-handed (কুটুমের বাড়ি এমনি যাওয়া); without cause (কেউ কাউকে এমনি মারে না, অসুখ এমনি হয় না); spontaneously (এমনি ফসল ফলে না). এমনি-এমনি adv. without cause; spontaneously.
Samsad Bangla Abhidhan
এমনি2 [ ēmani2 ] (উচ্চা. এম্নি) ক্রি-বিণ. অকারণে, বিনা কারণে, অপ্রয়োজনে (এমনি এসেছি)। এমনি এমনি ক্রি-বিণ. অপ্রয়োজনে, শুধু শুধু। [এমনই দ্র]। emphatic of এমন: এমন [ ēmana ] সর্ব. বি. বিণ. ক্রি-বিণ. এইরকম, এহেন (এমন যে হবে তা জানতাম, এমন খেলা কে দেখেছে, এমন করেই মরে)। [বাং. এ (এই) + মন]। এমনই. এমনি1 বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)। ☐ ক্রি-বিণ. এই রকমে ('এমনই করে ঘুরিব দূরে বাহিরে': রবীন্দ্র)। এমনকী অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)। ~টি বি. এইরকম আর একটি (এমনটি আর পাবে না)। ~তরো বিণ. এইরকম, এই ধরনের (এমনতরো গুণ. এমনতরো মানুষ)। এমন-তেমন বিণ. তুচ্ছ; সাধারণ; অগ্রাহ্য করার মতো (সে কিন্তু মোটেই এমন-তেমন লোক নয়)। ☐ বি. 1 ব্যতিক্রম (নিয়ম থেকে এতটুকু এমন-তেমন হবার উপায় নেই); 2 বেগতিক; বিপদ (এমন-তেমন দেখলে পালাব)।

Processing time: 0.44 s