এদিক definitions

Bangla-Tangla Dictionary
এদিক – this direction
Samsad Bengali-English Dictionary
এদিক [ ēdika ] n this side; this country or region or place; this party. এদিক-ওদিক, এদিক সেদিক n. this side and that; all quarters, all sides, all regions or places. ☐ adv. (to) this side and that; all around; here and there. এদিক-ওদিক করা, এদিক-সেদিক করা v. to vacillate, to waver; to misrepresent; to soften (an account) unduly, to mince matters; to defealcate; to balance (an account) by manipulation. এদিকে adv. in or to this side of country or region or place or party; in the meantime, meanwhile.
Samsad Bangla Abhidhan
এদিক [ ēdika ] বি. 1 এই দিক; এই দেশ অঞ্চল বা স্থান; 2 এই পক্ষ (আমি এদিকের হয়ে লড়ব)। [বাং. এ (এই) + সং. দিক্]। এদিক-ওদিক বি. ক্রি-বিণ. 1 চার দিক (এদিক-ওদিক থেকে খবর আসছে); 2 ইতস্তত (তুমি এদিক-ওদিক করছ কেন?); 3 ত্রুটি (একটু এদিক-ওদিক হলে কী আসে যায়?)। এদিকে ক্রি-বিণ. 1 এই দিকে, অঞ্চলে বা স্থানে; 2 এই পক্ষে; 3 এই সঙ্গে; 4 এই অবস্থায়; 5 পক্ষান্তরে (ঘরে হাঁড়ি চড়ে না, এদিকে বাবুর বিলাসের ধুম কত)।

Processing time: 0.39 s