একহাজার definitions

Bangla-Tangla Dictionary
একহাজার – 1000, one thousand
Samsad Bangla Abhidhan
এক [ ēka ] বি. 1 1 সংখ্যা; 2 এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)। ☐ বিণ. 1 1 সংখ্যক; 2 একটি (এক মাস); 3 অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); 4 পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); 5 অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); 6 মিলিত, একত্র ('বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক': রবীন্দ্র); 7 যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); 8 মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); 9 অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); 1 অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)। [সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]। এক আঁচড়ে বোঝা ক্রি. বি. একটুখানি দেখেই বুঝে ফেলা (এক আঁচড়েই লোকটির মতলব বুঝে গেছি)। এক-এক বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)। ~ বি. 1 সংখ্যার দক্ষিণের প্রথম অঙ্ক; 2 পরিমাপের মাত্রা, unit. ☐ বিণ. সঙ্গিহীন, একাকী (একক প্রচেষ্টা)। ~কলমি বি. বিণ. সংবাদপত্রে একটিমাত্র কলম (column) বা স্তম্ভ লেখেন এমন (ব্যক্তি)। এক কলসি দুধে এক ফোঁটা চোনা এমন উৎকট মন্দ জিনিস যার অল্প একটু পরিমাণই প্রচুর ভালো জিনিসকে নষ্ট করতে পারে। ~কাট্টা বিণ. এক উদ্দেশ্যে বা যুক্তিতে দলবদ্ধ (এককাট্টা হয়ে লড়াই করা)। ~কালীন বিণ. 1 একবারে করা হয় বা দেওয়া হয় এমন (এককালীন চাঁদা, এককালীন দান); 2 সমসাময়িক (এককালীন লোক)। এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো) ক্রি. বি. একই দলভুক্ত হওয়া; সমপ্রকৃতির বা সমান ভাগ্যবিশিষ্ট হওয়া। ~খানা বি. বিণ. একটি; এক খণ়্ড বা টুকরো। ~গলা বিণ. গলা পর্যন্ত ডুবে যায় এমন (এক গলা জল)। ~গাছা, ~গাছি বি. একটি. একখানা। ~গাদা বিণ. প্রচুর, অনেক, স্তূপাকার। ~গাল বিণ. গালভরা (একগাল হাসি);একগ্রাম মাত্র (একগাল খাবার)। ~গুঁয়ে বিণ. একরোখা; দুর্দমনীয়, অবাধ্য (ভারি একগুঁয়ে ছেলে)। ~ঘরে বিণ. জাতিচ্যুত, সমাজচ্যুত। ~ঘেয়ে বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous. ~চক্ষু, (বর্জি.) ~চক্ষুঃ (-ক্ষুস্) বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা। ~চত্বারিংশৎ (কথ্য) ~চল্লিশ বি. বিণ. 41 সংখ্যা বা সংখ্যক। ~চত্বারিংশত্তম বিণ. 41 সংখ্যক। ~চর বি. গণ্ডার। ☐ বিণ. একাকী বিচরণ করে এমন। ~চালা বি. একটি চালাযুক্ত ঘর। ☐ বিণ. একটি চালাযুক্ত। ~চিত্ত বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন। ~চুল বিণ. একগাছি চুল পরিমাণ। ☐ ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)। ~চেটিয়া, ~চেটে বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)। ~চোখো বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট। ~চোখোমি বি. পক্ষপাতিত্ব। ~চোট বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)। ~চ্ছত্র বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)। ~ছুট বি. 1 এক দৌড় (এক ছুট লাগাও); 2 এক প্রস্থ। এক ছুটে ক্রি-বিণ. এক দৌড়ে। ~জাই ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)। ☐ বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)। ☐ বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)। ~জোট বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)। ~টা, ~টি বিণ. বি. 1 সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)। একটা-কিছু বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটা কিছু গোলমাল আছে এখানে)। ☐ বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)। ~টানা বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)। ~টু, ~টুকু বিণ. অল্প, সামান্য কিছু। ঠাঁই বিণ. এক জায়গায় মিলিত। ~তন্ত্রী (-স্ত্রিন্) বি. একতারা। ☐ বিণ. 1 একটি তারবিশিষ্ট; 2 একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); 3 একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)। ~তম বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক। ~তরফ বি. এক দিক; এক পাশ; এক পক্ষ। ~তরফা বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte. ~তলা বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)। ~তা বি. ঐক্য; মিলন; ঐকতান। ~তান বিণ. 1 এক সুরে বাঁধা; 2 একাগ্রচিত্ত। ☐ বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান। ~তারা বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ~তাল, ~তালা বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ~তিল-তিল দ্র। ~ত্ব বি. অভিন্নতা, একতা; ঐক্য। ~ত্র অব্য. ক্রি-বিণ. বিণ একস্থানে মিলিতভাবে; সমবেত। ~ত্রিত বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত। ~ত্রিংশ বিণ. 31 সংখ্যক। ~ত্রিংশৎ (কথ্য) ~ত্রিশ বি. 31 সংখ্যা। ~ত্রিংশত্তম বিণ. 31 সংখ্যক। ~দম ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)। ~দমে ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)। ~দা অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে। ~দৃষ্টি বিণ. স্থিরনেত্র, একাগ্রদৃষ্টি। ☐ বি. একনজর। ~দৃষ্টে ক্রি-বিণ. অপলক চোখে, স্থিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)। ~দেশ বি. এক অংশ। ~দেশ-দর্শী (-র্শিন্) বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন। ~ধর্মা (-র্মন্) বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট। ~ধর্মী (-র্মিন্) বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত। ~নজরে ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে। ~নবতি বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। ~নবতি-তম বিণ. 91 সংখ্যক বা তার পূরক। ~নলা বিণ. একটি নলাবিশিষ্ট (একনলা বন্দুক)। ~নাগাড়ে ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত (একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)। ~নায়ক বি. অপ্রতিদ্বন্দী নায়ক বা একচ্ছত্র নেতা। ~নায়ক-তন্ত্র বি. একজনমাত্র শাসকের অধীন যে শাসনব্যবস্থা, autocracy. ~নিষ্ঠ বিণ. একাগ্র; মাত্র এক বিষয়ে বা বস্তুতে অবিচল নিষ্ঠা এমন (সংগীতের একনিষ্ঠ সাধক)। বি. ~নিষ্ঠতা। ~নিষ্ঠা। ~পঞ্চাশৎ বি. 51 সংখ্যা। ~পঞ্চাশত্তম বিণ. 51 সংখ্যক। ~পতিকা বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা। ~পত্নীক বিণ. যাঁর একটিমাত্র পত্নী। ~ পত্নী-ব্রত বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত। ~পদী-করণ বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা। ~পেট বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)। ~পেশে বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী। ~প্রস্থ বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্থ খাওয়াদাওয়া হল)। ~বচন বি (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number. ~বর্গা, ~বগ্গা বিণ. একরোখা, একগুঁয়ে। ~বর্ণ বিণ. একরঙা। ☐ বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)। ~বলকা বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)। [বলক দ্র]। ~বস্ত্র বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন। ~বাক্যে ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে। ~বার বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়। ~বিংশতি বি. বিণ. 21 সংখ্যা; 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ~বিংশতি-তম বিণ. 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ~বিধ বিণ. একরকম; সদৃশ; অভিন্ন। ~ভিতে ক্রি-বিণ. এক ধারে; এক পাশে ~মতাবলম্বী (ম্বিন্) বিণ. এক মতে বিশ্বাসী। ~মনা (বর্জি.) ~মনাঃ (-নস্) বিণ. একাগ্রচিত্ত। ~মনে ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে। ~মাত্র বিণ. কেবল একটি। ~মুখো বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট। ~মুঠ, ~মুঠো, ~মুষ্টি বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা। ~মেটে বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)। একমেটে করা ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা। ~মেবাদ্বিতীয়ম্ বিণ. এক এবং অনন্য; যার তুলনা নেই। ~যোগে ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)। ~রকম বিণ. একই ধরনের, একজাতীয়। ☐ ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)। ~রঙা বিণ. কেবল একটি রঙে রঞ্জিত। ~রতি, ~রত্তি বিণ. 1 এক রতি পরিমাণ; 2 সামান্য একটুখানি; খুব অল্প; 3 অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)। ~রাশ বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ। ~রূপ বিণ. একরকম এর অনুরূপ। ~রোখা বিণ. 1 একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; 2 যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)। ~লপ্ত বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্থিত (একলপ্তে তিন বিঘা জমি)। ~লেডা বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন। ~শত, ~শো বিণ. বি. 1 সংখ্যা; 1 সংখ্যক। ~শিরা বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। ~শিলা বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া। ~শৃঙ্গ বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)। ~শেষ বি. 1 চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); 2 (ব্যাক.) সমাসবিশেষ। ~ষষ্টি বি. বিণ. 61 সংখ্যা বা সংখ্যক। ~ষষ্টি-তম বিণ. 61-র পূরক। ~সপ্ততি বি. বিণ. 71 সংখ্যা বা সংখ্যক। ~সপ্ততি-তম বিণ. 71-এর পূরক। ~সহস্র, ~হাজার বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। ~হাত বিণ. এক হাত পরিমিত (একহাত কাপড়)। ☐ ক্রি-বিণ. এক দফায়, প্রচুর পরিমাণে-তিরস্কার করা অর্থে (তাকে একহাত নেব)। ~হৃদয় বিণ. অভিন্নহৃদয়, একাত্মা।

Processing time: 0.45 s