ঊর্ধ্বশ্বাসে definitions

Bangla-Tangla Dictionary
ঊর্ধ্বশ্বাসে – very quickly
Samsad Bengali-English Dictionary
ঊর্ধ্ব [ ūrdhba ] n the upward direction or space; height; altitude. ☐ a. high; tall; loud (ঊর্ধ্বকন্ঠ); upper (ঊর্ধ্বাংশ); most (ঊর্ধ্বপক্ষে); raised; lofty; noble; up turned (ঊর্ধ্বনেত্র). ~কায় a. having a tall body; tall. ☐ n. the upper part of the body. ~ক্রম n. ascending order. ~ a. going or moving upwards; ascending; soaring; moving upwards gradually; in the state of being heightened or elevated gradually; increasing; rising. ~গত a. gone or moved upwards; ascended; soared; heightened, elevated; increased; risen. ~গতি n. an upward movement; ascent; a gradual movement upwards; gradual heightening or elevation; increase; rise; rising. ~গামী same as ঊর্ধ্বগ । ~চারী a. moving in the sky or air; aspiring, ambitious; highly imaginative; full of sublime imagination. ~তন a. upper; higher; superior; former. ঊর্ধ্বতন পুরুষ an ancestor. ~তল n. surface. ~ত্ব, ~তা n. height, altitude; elevation. ~দৃষ্টি, ~নেত্র a. looking with upturned eyes; having eyes upturned and fixed as in the case of a dying per son; looking upwards fixedly as in sublime meditation; looking with in difference or superciliousness. ☐ n. any of such looks. ~দেহ n. the subtle body (esp. that one obtains at death). ~পাতন n. (chem.) sublimation. ~পাদ a. having heels upturned, headlong. ~বাহু a. having an arm or both arms turned upwards or lifted up. ~ভাগ n. the upper part; surface; top. ~মুখ a. having the face upturned. ~রেতা a. & n. one who has preserved his semen in full by abstaining from sexual pleasures. □ n. an appellation of Shiva (শিব) . ~লোক n. the heaven. ~শায়ী a. lying on one's back. ~শ্বাস n. state of catching the breath; breathlessness; state of panting. ☐ a. in the state of catching the breath; breath less, out of breath; panting. ~শ্বাসে adv. catching the breath; out of breath, breathlessly; pantingly. ~সংখ্যা n. highest or maximum number. ~সীমা n. highest or furthest limit; upper limit. ~স্থ, ~স্থিত a. lying or placed above or on high; upper; higher; senior; superior; heavenly. locative of ঊর্ধ্বশ্বাস: ঊর্ধ্ব [ ūrdhba ] n the upward direction or space; height; altitude. ☐ a. high; tall; loud (ঊর্ধ্বকন্ঠ); upper (ঊর্ধ্বাংশ); most (ঊর্ধ্বপক্ষে); raised; lofty; noble; up turned (ঊর্ধ্বনেত্র). ~কায় a. having a tall body; tall. ☐ n. the upper part of the body. ~ক্রম n. ascending order. ~ a. going or moving upwards; ascending; soaring; moving upwards gradually; in the state of being heightened or elevated gradually; increasing; rising. ~গত a. gone or moved upwards; ascended; soared; heightened, elevated; increased; risen. ~গতি n. an upward movement; ascent; a gradual movement upwards; gradual heightening or elevation; increase; rise; rising. ~গামী same as ঊর্ধ্বগ । ~চারী a. moving in the sky or air; aspiring, ambitious; highly imaginative; full of sublime imagination. ~তন a. upper; higher; superior; former. ঊর্ধ্বতন পুরুষ an ancestor. ~তল n. surface. ~ত্ব, ~তা n. height, altitude; elevation. ~দৃষ্টি, ~নেত্র a. looking with upturned eyes; having eyes upturned and fixed as in the case of a dying per son; looking upwards fixedly as in sublime meditation; looking with in difference or superciliousness. ☐ n. any of such looks. ~দেহ n. the subtle body (esp. that one obtains at death). ~পাতন n. (chem.) sublimation. ~পাদ a. having heels upturned, headlong. ~বাহু a. having an arm or both arms turned upwards or lifted up. ~ভাগ n. the upper part; surface; top. ~মুখ a. having the face upturned. ~রেতা a. & n. one who has preserved his semen in full by abstaining from sexual pleasures. □ n. an appellation of Shiva (শিব) . ~লোক n. the heaven. ~শায়ী a. lying on one's back. ~শ্বাস n. state of catching the breath; breathlessness; state of panting. ☐ a. in the state of catching the breath; breath less, out of breath; panting. ~শ্বাসে adv. catching the breath; out of breath, breathlessly; pantingly. ~সংখ্যা n. highest or maximum number. ~সীমা n. highest or furthest limit; upper limit. ~স্থ, ~স্থিত a. lying or placed above or on high; upper; higher; senior; superior; heavenly.
Samsad Bangla Abhidhan
রুদ্ধ [ ruddha ] বিণ. 1 বন্ধ (রুদ্ধদ্বার, রুদ্ধ বাতাস); 2 অবরুদ্ধ, আটক (কারারুদ্ধ); 3 চাপা (রুদ্ধ কণ্ঠে); 4 প্রতিহত, বাধাপ্রাপ্ত (রুদ্ধ ক্রন্দন, রুদ্ধ বাতাস, রুদ্ধ স্রোত)। [সং. √ রুধ্ + ত]। ~কক্ষ বি. যে-ঘরের দরজা বন্ধ। ☐ বিণ. দরজা বন্ধ রেখে কৃত (রুদ্ধকক্ষ বৈঠক)। ~গতি বিণ. গতি বাধা পেয়েছে এমন। ~দ্বার বিণ. দরজা বন্ধ রয়েছে এমন (রুদ্ধদ্বার বৈঠক)। ~শ্বাস বিণ. 1 শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন 2 বিস্ময়াদির আধিক্যহেতু শ্বাস ফেলতে অক্ষম। ~শ্বাসে ক্রি-বিণ. শ্বাস রুদ্ধ হয় এমন বেগে (রুদ্ধশ্বাসে দৌড়ানো)। তু. ঊর্ধ্বশ্বাসে locative of ঊর্ধ্বশ্বাস: ঊর্ধ্ব [ ūrdhba ] বি. 1 উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্থাপন করা); 2 উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি (শতবৎসরের ঊর্ধ্বে)। ☐ বিণ. 1 উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে অবস্থিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ~, ~গামী (-মিন্) বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ~গগন বি. উঁচু আকাশ, উপরের আকাশ ('ঊর্ধ্বগগনে বাজে মাদল': কাজি)। ~গতি বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। ☐ বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ~চারী (-রিন্) বিণ. 1 শূন্যে বিচরণকারী; 2 উচ্চাকাঙ্ক্ষী। ~তন বিণ. 1 উপরে অবস্থিত, উপরিস্থ; 2 উচ্চতর অবস্থানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ~দৃষ্টি, ~নেত্র বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। ☐ বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; 2 যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ~দেহ বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; 2 সূক্ষ্ম দেহ। ~পাতন বি. চোলাই। ~বাহু বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন। ~রেতা (-তস্) বি. 1 শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; 2 শিব। ~লোক বি. স্বর্গ। ~শায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ~শ্বাস বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস। ~স্থ বিণ. উপরে আছে এমন। ঊর্ধ্বাংশ বি. উপরের অংশ। ঊর্ধ্বাকাশ বি. মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি. শরীরের উপরদিক।

Processing time: 0.4 s