Bangla-Tangla Dictionary
উপরে – on, above
locative of উপর:
উপর
– the top of something [chaste]
Samsad Bengali-English Dictionary
উপরে [ uparē ] adv. & prep on, upon, over, up, above, upwards, overhead, high up, in the sky, upstairs.
locative of উপর:
উপর [ upara ] n the top of anything; the upper portion of anything; surface; roof; overhead space. ☐ a. upper; upward; extra. ☐ prep. up, on, upon, above, over, overhead, upwards. ~আলা, ~ওয়ালা a. superior. ☐ n. a superior officer; a boss; (fig.) God. উপর-উপর a. superficial, cursory; shallow, not deep; consecutive (উপর-উপর তিন দিন). ☐ adv. superficially or cursorily. ~কার a. of or on the top or surface; upper. ~চড়া a. disposed to kick up a row, quarrel some; aggressive, intruding, obtrusive; assaulting on person. ~চড়াও adv. coming forward to quarrel or assault (esp. without provocation), aggressively, obtrusively. ~চাল n. (in chess.) a move suggested by a non-playing spectator; a counter-move; (fig.) an action to foil another. ~চালাক a. superficially (and usu. officiously) cunning, act of parading one's cunning (esp. precociously). ~তলা n. a higher or upper storey of a building; (fig.) the higher or wealthier or nobler stratum of the society, the up per class. ~তলায় adv. upstairs; to or in the upper class. ~তলার a. of or in the upper storey; (fig.) of the upper class. ~তলার লোক n. the high-ups; man of the upper class. ~পড়া a. officious, obtrusive, intruding; aggressive. ~পিঠ n. the opposite face of a thing; antipodes.
Samsad Bangla Abhidhan
locative of উপর:
উপর [ upara ] বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। ☐ বিণ. 1 ঊর্ধ্বে স্থিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। ☐ অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ~অলা, ~ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। ☐ বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ~চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ~চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ~টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ~তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্থান (উপরতলার লোক)। ~নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ~পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক।