উদয় definitions

Bangla-Tangla Dictionary
উদয় – appearance (ie, the act of appearing), ascent
Samsad Bengali-English Dictionary
উদয় [ udaẏa ] n dawn; rise (সূর্যোদয়) sunrise (উদয়াস্ত); flourishing; (first) appearance or coming into view (মেঘোদয়); a debut; coming into existence; stirring, first sensation (ক্ষুধার উদয়); dawning (আশার উদয়); awakening (জাতির উদয়) . ~কাল . n. the time of sunrise. ~গিরি, উদয়াচল n. (myth.) a mountain from the top of which the sun rises every morning; a hill in Orissa. উদয়াস্ত n. the time from sunrise to sunset; the whole day; sunrise and sunset; (fig.) rise and fall. ☐ adv. from sunrise to sunset; all day long. উদয়োন্মুখ a. on the point of rising; on the point of flourishing.
Samsad Bangla Abhidhan
উদয় [ udaẏa ] বি. 1 আবির্ভাব, প্রথম প্রকাশ (সূর্যোদয়, সৌভাগ্যের উদয়); 2 উৎপত্তি, লাভ (ফলোদয়); 3 উৎকর্ষ, উন্নতি (উদয়ের পথে); 4 সঞ্চার, উদ্রেক (দয়ার উদয়, চেতনার উদয়)। [সং. উৎ + √ ই + অ]। ~গিরি, উদয়াচল বি. পূর্ব দিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয়। উদয়াস্ত ক্রি. বিণ. দিনভোর, সকাল থেকে বিকেল পর্যন্ত, সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত। ☐ বি. সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত সময়; উদয় ও অস্ত। উদয়াচল, উদয়াস্ত [ udaẏācala, udaẏāsta ] দ্র উদয়

Processing time: 1.33 s