উচ্চারণের definitions

Bangla-Tangla Dictionary
genitive of উচ্চারণ: উচ্চারণ – pronunciation (+ করা = to pronounce, to say)
Samsad Bengali-English Dictionary
genitive of উচ্চারণ: উচ্চারণ [ uccāraṇa ] n act of speaking; elocution, articulation, utterance; mode of speaking; pronunciation. উচ্চারণ করা v. to speak out; to elocute; to articulate; to utter, to say; to pronounce. ~স্থান n. (gr.) any of the parts of the mouth that becomes most active whilst pronouncing a particular letter of the alphabet; place of articulation.
Samsad Bangla Abhidhan
genitive of উচ্চারণ: উচ্চারণ [ uccāraṇa ] বি. 1 কথন, বলা; 2 মুখ দিয়ে শব্দ করা; 3 বাচনভঙ্গি। [সং. উৎ + √ চারি + অন]। ~বিভ্রাট বি. বিকৃত বা ভুল উচ্চারণ, উচ্চারণের ভুল। ~স্থান মুখমণ্ডলের যে অংশ দ্বারা ধ্বনি উচ্চারণ করা হয়, place of articulation. উচ্চারণীয়, উচ্চার্য বিণ. বলার বা উচ্চারণ করার যোগ্য (সেকথা উচ্চার্য নয়); উচ্চারণ করতে হবে এমন। উচ্চারা ক্রি. উচ্চারণ করা ('উচ্চারিবে সবে')। উচ্চারিত বিণ. বলা বা উচ্চারণ করা হয়েছে এমন। উচ্চার্য-মাণ বিণ. উচ্চারণ করা হচ্ছে এমন।

Processing time: 0.46 s