Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
উগ্র definitions
Bangla-Tangla Dictionary
উগ্র – fierce, strong
Samsad Bengali-English Dictionary
উগ্র [ ugra ] a violent; cruel; rough, harsh (উগ্র কথা); haughty; angry, wrathful, hot (উগ্র স্বভাব); severe, fierce (উগ্র তেজ); sharp, pungent, strong (উগ্র শব্দ, উগ্র গন্ধ, উগ্র বিষ). ~কন্ঠ, ~স্বরa. harsh-and-angry-voiced, raucous. ~কন্ঠে, ~স্বরেadv. in a harsh and angry voice, in a rough or rude voice, raucously. ~কর্মাa. one who performs terrible or cruel deeds. ~ক্ষত্রিয়n. the Aguri. ~চণ্ডা, ~চণ্ডীn. fem. an appellation of Goddess Durga (দুর্গা) when conceived as the goddess of wrath; a termagant woman, a termagant, a shrew. ~গন্ধীa. strong scented. ~তপাa. practising severe penance or asceticism. ~তাn. violence; cruelty; roughness, harshness; haughtiness; anger, wrath, heat; severity, fierceness; sharpness. ~দর্শনa. angry looking, of fierce looks, of a stern and forbidding appearance. fem. উগ্রদর্শনা । ~পন্থীa. & n. extremist; terrorist. ~প্রকৃতিa. hot-tempered; quick-tempered; irascible, choleric. ~বীর্যa. high spirited. ~মূর্তিa. angry-looking; fierce looking. ~স্বভাব same as উগ্রপ্রকৃতি ।
Samsad Bangla Abhidhan
উগ্র [ ugra ] বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ~তা। ~কণ্ঠ, ~স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ~কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ~ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তৎসন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ~চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্থাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ~পন্থী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ~পন্থা। ~প্রকৃতি, ~স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ~বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ~মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। ☐ বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ।