ঈশ্বর definitions

Bangla-Tangla Dictionary
ঈশ্বর – God
Samsad Bengali-English Dictionary
ঈশ্বর [ īśbara ] n God; the Creator; a god; acre ator; a lord, a master, an owner; an overlord, a king; the head of an order etc. (যোগীশ্বর); an appellation added to the name of a deceased person; its symbol is ঁ (ঁভূদেব মুখোপাধ্যায়) . ঈশ্বর না করুন God forbid, far be it. ~কৃপা n. God's mercy; God's grace. ~চিন্তা n. divine meditation. ~ত্ব n. godhead; divinity. ~দত্ত a. God-given. ~নিষ্ঠ, ~পরায়ণ a. devoted to God, faithful to god; devout, pious. ~নিষ্ঠা, ~পরায়ণতা n. devotion to God; faith in God; piety; godliness. ~পূজা n. worship of God. ~প্রণোদিত a. inspired by God. ~প্রসাদ n. God's grace. ~প্রসাদে adv. through God's grace; by the grace of God. ~প্রাপ্তি n. spiritual union with God; death. ~প্রীতি, ~প্রেম n. love of or to wards God. ~প্রেমিক a. & n. one who loves God. ~প্রেরিত a. God-sent, divinely inspired. ~বাদ n. theism. ~বাদী a. theistic. ☐ n. a theist. ~বিরোধী a. atheistic. ☐ n. an atheist. ~বিষয়ক a. relating to God. ~ভক্ত a. devoted to God; devout; pious. ~ভক্তি n. devotion to God; devoutness; piety. ~ভাব n. godhead; divinity; godliness. ~ভীরু a. God-fearing. ~সাধনা n. austerities and meditations leading to communion with God. ~সৃষ্ট a. created by God. ~সেবা n. worship of God. ঈশ্বরী [ īśbarī ] fem of ঈশ্বর ; Goddess.
Samsad Bangla Abhidhan
ঈশ্বর [ īśbara ] বি. 1 ভগবান; 2 জগতের স্রষ্টা; 3 প্রভু, স্বামী (প্রাণেশ্বর); 4 রাজা, অধিপতি (রাজ্যেশ্বর); 5 শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (যোগীশ্বর); 6 মৃত ব্যক্তির বা পুণ্যতীর্থের নামের আগে মহিমাসূচক চিহ্ন -* (*ভূদেব মুখোপাধ্যায়, *বারাণসী)। [সং. √ ঈশ্ + বর]। স্ত্রী. ঈশ্বরী। বি. ~তা, ~ত্ব। ~দত্ত বিণ. ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন, ঈশ্বরের কৃপায় প্রাপ্ত (ঈশ্বরদত্ত কণ্ঠ)। ~দ্বেষী (-ষিন্) বিণ. ঈশ্বরের বিরোধী; ঈশ্বরের ক্ষমতা বা মহিমা বা অস্তিত্ব অস্বীকার করে এমন; নাস্তিক। ~নিষ্ঠ, ~পরায়ণ বিণ. ঈশ্বরভক্ত, ধার্মিক। বি. ~নিষ্ঠা, ~পরায়ণতা। ~প্রাপ্তি বি. ঈশ্বরকে পাওয়া; মৃত্যু। ~বিরোধী-ঈস্বরদ্বেষী -র অনুরূপ। ~ভক্ত, ~ভক্তি যথাক্রমে ঈশ্বরনিষ্ঠঈশ্বরনিষ্ঠা -র অনুরূপ। ঈশ্বরাজ্ঞা, ঈশ্বরাদেশ বি. ঈশ্বরের নির্দেশ। ঈশ্বরাধীন বিণ. ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল; দৈবাধীন। ঈশ্বরীয় বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক। ঈশ্বরী [ īśbarī ] দ্র ঈশ্বর ঈশ্বরীয় [ īśbarīẏa ] দ্র ঈশ্বর

Processing time: 0.4 s