Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 2 letters:
যূথ definitions
Bangla-Tangla Dictionary
যূথ – herd
Samsad Bengali-English Dictionary
যূথ [ yūtha ] n a flock, a herd, a pack, a flight, a swarm. ~চর, ~চারীa. gregarious. ~পতিn. the leading beast of a flock or herd. ~ভ্রষ্টa. strayed from the flock or herd. যূথভ্রষ্ট পশু a strayling, astray.
Samsad Bangla Abhidhan
যূথ [ yūtha ] বি. পশুপাখির দল বা পাল। [সং. √ যু (=মিশ্রণ) + থ]। ~চর, ~.চারী (-রিন্) বিণ. (পশু সম্বন্ধে) দলবদ্ধভাবে বিচরণ করে এমন। ~নাথ, ~.পতি বি. দলের সর্দার; দলবদ্ধভাবে বিচরণকারী পশুদলের সর্দার। ~ভ্রষ্ট বিণ. দলছাড়া, দল থেকে বিচ্ছিন্ন।
যূথিকা, যূথী [ yūthikā, yūthī ] n a kind of jasmine.
Off by 4 letters:
ই definitions
Bangla-Tangla Dictionary
ই – emphatic marker [suffix]
Samsad Bengali-English Dictionary
ই [ i ] n the third vowel of the Bengali alphabet.-ই [ -i ] sfx denoting: certainty (আমি যাবই), emphasis (অবশ্যই); only (তোমাকেই দেব), at all (যদি বৃষ্টি হয়ই).
Samsad Bangla Abhidhan
ই [ i ] বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ এবং উর্ধ্ব সম্মুখ সংবৃত তালব্য 'ই' ধ্বনির দ্যোতক বর্ণ।-ই [ -i ] অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে 'ই' যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে -দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. এব]।
গজ4 [ gaja4 ] n the elephant; (in chess) the bishop; a very small variety of worm (গজভুক্ত কপিত্থ). ~কচ্ছপ n. (myth.) two brothers, who contended with each other for the possession of their paternal wealth, were turned into a huge elephant and a huge tortoise, in their new shapes too they went on fighting frightfully and relentlessly; (fig.) two terrible contestants; (hum.) a man of elephantine build. গজকচ্ছপের যুদ্ধ (fig.) a relentless encounter between equals; Greek meeting Greek. ~কুম্ভn. a globular appendage on the forehead of the elephant ~গতি, ~গমনn. slow and majestic or stately gait (of a well-built person) resembling that of an elephant. ☐ a. moving majestically like an elephant. ~গামিনীa. fem. mounted on an elephant; moving majestically like an elephant. ☐ n. such a woman or girl. masc. (a. & n.). ~গামী । ~ঘন্টাn. a bell tied round an elephant's neck to warn the passers-by from a distance. ~চক্ষুn. a very small and squint eye. ☐ a. one with such an eye. ~দন্ত1n. ivory. ~দন্ত2n. an extra tooth (of a man) growing in front of another. ~ন্দরa. very big; fat; pot-bellied. ~পতিn. a leader amongst the wild elephants. ~বীথিn. an orderly line of elephants. ~ভুক্তa. eaten by an elephant; eaten by a small worm called গজ (see above). ~ভুক্তকপিত্থবৎa. & adv. like a sour wood-apple eaten up by worms (a গজ worm enters unnoticeably into a sour wood-apple and eats up the whole of its kernel); (fig.) utterly hollow though looking full. ~মোতি , (inc.) ~মতি, ~মুক্তাn. any of the costly pearls which, according to fables, are shed from an elephant's head. ~যূথn. a herd of elephants. ~রাজ same as গজপতি ।
থ definitions
Samsad Bengali-English Dictionary
থ1 [ tha1 ] n the seventeenth letter of the Bengali alphabet.থ2 [ tha2 ] a stupefied or dumbfounded and motionless, confounded or amazed or flabbergasted (থ হওয়া).
য [ y ] n the twenty-sixth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
য1 [ ya1 ] বাংলা বর্ণমালার ষড়্বিংশ ব্যঞ্জনবর্ণ।
যথা definitions
Bangla-Tangla Dictionary
যথা – namely
Samsad Bengali-English Dictionary
যথা [ yathā ] adv as; as for instance, as for ex ample, namely; as much; to the utmost degree, amount or number; in accordance with; where or in which. ☐ a. proper, fitting, right. ~কর্তব্যadv. & a. in accordance with one's duty; as one's duty demands or warrants. ~কালেadv. at the proper or right or suitable or due time; in time; in good time, betimes; seasonably; in due course. ~ক্রমেadv. in regular or due order or succession; respectively. ~তথa. accurate; actual; true; real. ~তথা same as যত্রতত্র (see যত্র). ~দিষ্টa. complying with or obedient to the order. ~নিয়মেadv. in accordance with the rule or law or formalities. যথানুপূর্বa. conforming to the regular or due order or succession or sequence. ~পূর্বa. & adv. as before. ~পূর্বং তথা পরং no change in the condition or state; (derog.) as bad as ever. ~বৎa. & adv. according to the rule or law or formalities; as before; without change. ~বিধি same as ~নিয়ম । ~বিহিতa. & adv. as is prescribed or due. যথাভিপ্রেত, যথাভিমতn. & adv. according to one's desire, as one pleases. ~য়adv. where, wherein. ~যথa. & adv. according to the due order or succession or sequence. □ a. accurate; exact; correct; right; just; true; fit. ☐ adv. accurately; exactly; correctly; rightly; justly; truly; fittingly, fitly (also যথাযথভাবে). ~যোগ্য same as যথোচিত । ~রীতিa. & adv. as is usual or customary, according to usage or custom or practice. ~রুচিa. & adv. according to one's inclination or taste or choice. ~শক্তিa. & adv. to the best of one's abilities, as much as one can. ~শাস্ত্রa. & adv. conforming to the scriptures or scriptural prescriptions. ~সময়ে same as ~কালে । ~সম্ভবadv. as far as or as much as or as many as possible. ~সর্বস্বn. whatever one possesses, one's entire possessions. ~সাধ্য same as ~শক্তি । যথাসাধ্য চেষ্টা করা to try one's best or utmost. ~স্থানn. the right or proper or fixed or appointed place.
Samsad Bangla Abhidhan
যথা [ yathā ] অব্য. বিণ. 1 যেমন, যেরূপ ('যথা ভীম ভীমসেন কৌরবসমরে': মধু.) 2 যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); 3 উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্থানে); 4 দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। ~কথঞ্চিৎ ক্রি-বিণ. 1 যে-কোনো রকমে; 2 কষ্টেসৃষ্টে। ~কর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। ~কালে, ~.সময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। ~ক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। ~জ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। ~তথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। ~দিষ্ট বিণ. আদেশানুরূপ। ☐ ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। ~নিয়ম, ~.বিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। ~নির্দিষ্ট বিণ. যেমন স্থিরীকৃত বা আদিষ্ট। ~নু-পূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে। ~ন্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত। ~পূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববৎ, আগের মতো। ~যথা পূর্বং তথা পরম্ অবস্থা পূর্বের মতোই, অর্থাৎ কোনো পরিবর্তনই হয়নি। ~বৎ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত। ~বিধি, ~.বিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)। ~ভি-মত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ। ~যথ বিণ. 1 পরম্পরা অনুযায়ী 2 ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)। ~যথ-ভাবে ক্রি বিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে। ~যোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্থা)। ~য় ক্রি-বিণ. যেখানে। ~রীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো। ~রুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী। ~লাভ বি. যৎকিঞ্চিৎ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। ~শক্তি, ~.সাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী। ~শাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী। ~সম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)। ~সর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)। ~স্থান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্থান। ~স্থিতি বিণ. প্রকৃত, সত্য। ☐ ক্রি-বিণ. যথার্থভাবে।
যূথচর definitions
Samsad Bengali-English Dictionary
যূথ [ yūtha ] n a flock, a herd, a pack, a flight, a swarm. ~চর, ~চারীa. gregarious. ~পতিn. the leading beast of a flock or herd. ~ভ্রষ্টa. strayed from the flock or herd. যূথভ্রষ্ট পশু a strayling, astray.
Samsad Bangla Abhidhan
যূথ [ yūtha ] বি. পশুপাখির দল বা পাল। [সং. √ যু (=মিশ্রণ) + থ]। ~চর, ~.চারী (-রিন্) বিণ. (পশু সম্বন্ধে) দলবদ্ধভাবে বিচরণ করে এমন। ~নাথ, ~.পতি বি. দলের সর্দার; দলবদ্ধভাবে বিচরণকারী পশুদলের সর্দার। ~ভ্রষ্ট বিণ. দলছাড়া, দল থেকে বিচ্ছিন্ন।
যূপ definitions
Samsad Bengali-English Dictionary
যূপ [ yūpa ] n a wooden framework to which the neck of a sacrificial victim is fixed at the time of immolation (also যূপকাষ্ঠ). ~কাষ্ঠ same as যূপ ।
যূষ [ yūṣa ] বি. 1 ক্বাথ 2 ঝোল। [সং. √ যুষ্ + অ]। তু. জুস 2 যে সর্ব. কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (যে আসবে যে আসুক)। ☐ বিণ. যার কথা বলা হচ্ছে (যে লোক, যে বিষয়)। ☐ অব্য. 1 মিশ্রবাক্যে অপ্রধান বাক্যের সূচনায় ব্যবহৃত সংযোজক (তিনি বললেন যে বৃষ্টি হবে); 2 ঘটনা-নির্দেশে (তিনি যে আসবেন তা আমি ভাবিনি) 3 সংশয় প্রকাশে (কী যে হবে কে জানে); 4 হেতু নির্দেশে ('বেলা যে পড়ে এল জল্কে চল': রবীন্দ্র); 5 আধিক্য-প্রকাশে (মাছের যে দাম ! যে ঠাণ্ডা পড়েছে!); 6 কারণ-জিজ্ঞাসায় (খেলি না যে? সেদিন এলে না যে?); 7 বিস্ময় বা বিরক্তি-প্রকাশে (আবার বৃষ্টি এল যে)। [প্রাকৃ. জে < সং. যদ্]। যে আজ্ঞা, যে আজ্ঞে যথা আজ্ঞা অর্থাৎ আদেশ অনুসারে কাজ করা হবে। যে-কে-সেই বি. পূর্ববৎ অবস্থা, পূর্বাবস্থা (দুদিন একটু ভালো ছিল এখন আবার যে-কে-সেই)। যে-কেউ সর্ব. যে-কোনো ব্যক্তি। যে-কেহ সর্ব. যে-কেউ ('যে কেহ মোরে দিয়েছ সুখ': রবীন্দ্র)। যেবা সর্ব. যে-কেউ, যে-কোনোটি বা যে-কোনো জন। যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)। যে-সে সর্ব. 1 প্রত্যেকেই, সকলেই; 2 অনেকেই; 3 যে-কেউ (যে-সে ক্লাবের সদস্য হতে পারবে না); 4 নগণ্য কেউ (যে-সে এসে চাইলেই দিতে হবে নাকি?)।
যৌথ definitions
Bangla-Tangla Dictionary
যৌথ – [adjective] joint
Samsad Bengali-English Dictionary
যৌথ [ yautha ] a united, combined; joint. যৌথ কারবার a joint stock company. যৌথ চেষ্টা united or combined effort. যৌথ পরিবার a joint family. যৌথ স্বাক্ষর joint signature.
Samsad Bangla Abhidhan
যৌথ [ yautha ] বিণ. 1 একাধিক ব্যক্তি মিলিতভাবে করেছে এমন (যৌথ প্রচেষ্টা); 2 একাধিক ব্যক্তির মালিকানাভুক্ত (যৌথ সম্পত্তি); 3 মিলিত (যৌথ পরিবার)। [সং. যূথ + অ]। যৌথ কারবার একাধিক ব্যক্তি কর্তৃক মিলিত ভাবে কৃত ব্যবসা।
Off by 5 letters:
-ই definitions
Samsad Bengali-English Dictionary
-ই [ -i ] sfx denoting: certainty (আমি যাবই), emphasis (অবশ্যই); only (তোমাকেই দেব), at all (যদি বৃষ্টি হয়ই).
Samsad Bangla Abhidhan
-ই [ -i ] অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে 'ই' যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে -দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. এব]।
ইট [ iṭa ] n brick; (loos.) brickbat. ইট ছোড়াv. to throw bricks and brickbats. ইট মারা, ইটানোv. to pelt with bricks and brick bats, to throw stones at. ~খোলাn. a brick-field. ~পাটকেলn. bricks and brickbats. ~পাতনn. brick-laying. ইটের পাঁজা বা ভাটিa. brick-kiln. ইটটি মারলে পাটকেলটি খেতে হয় tit for tat, a tip for a tap.
Samsad Bangla Abhidhan
ইট [ iṭa ] বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা > সং. ইষ্টক]। ~খোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ~পাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ।