Off by 1 letter:
ই definitions

Bangla-Tangla Dictionary
– emphatic marker [suffix]
Samsad Bengali-English Dictionary
[ i ] n the third vowel of the Bengali alphabet. -ই [ -i ] sfx denoting: certainty (আমি যাবই), emphasis (অবশ্যই); only (তোমাকেই দেব), at all (যদি বৃষ্টি হয়ই).
Samsad Bangla Abhidhan
[ i ] বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ এবং উর্ধ্ব সম্মুখ সংবৃত তালব্য 'ই' ধ্বনির দ্যোতক বর্ণ। -ই [ -i ] অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে 'ই' যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে -দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. এব]।
ইজি definitions

Bangla-Tangla Dictionary
ইজি – easy [English]
জ definitions

Samsad Bengali-English Dictionary
1 [ ja1 ] n the eighth consonant of the Bengali alphabet. 2 [ ja2 ] n a measure of length equal to ¼ inch. or 6.35 millimeters. 3 [ ja3 ] sfx born of, produced by or in (জলজ, পঙ্কজ, দুঃখজ).
Samsad Bangla Abhidhan
1 [ ja1 ] বাংলা বর্ণমালার অষ্টম ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ তালব্য জ-ধ্বনির দ্যোতক। 2 [ ja2 ] বি. বিণ. সিকি-ইঞ্চি; সিকি-ইঞ্চি-পরিমাণ (তিন জ পেরেক)। [সং. যব]। -জ3 [ -ja3 ] বিণ. (সমাসের পরপদে) জাত, উৎপন্ন (জলজ, পঙ্কজ, সরোজ)। [সং. √ জন্ + অ]।
Off by 2 letters:
-ই definitions

Samsad Bengali-English Dictionary
-ই [ -i ] sfx denoting: certainty (আমি যাবই), emphasis (অবশ্যই); only (তোমাকেই দেব), at all (যদি বৃষ্টি হয়ই).
Samsad Bangla Abhidhan
-ই [ -i ] অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে 'ই' যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে -দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. এব]।
-জ definitions

Samsad Bangla Abhidhan
-জ3 [ -ja3 ] বিণ. (সমাসের পরপদে) জাত, উৎপন্ন (জলজ, পঙ্কজ, সরোজ)। [সং. √ জন্ + অ]।
অজ definitions

Bangla-Tangla Dictionary
অজ [noun] ram, [adjective] utter [pejorative] (often applied to villages and rural areas to indicate a backwater)
Samsad Bengali-English Dictionary
অজ2 [ aja2 ] n the ram; the billy-goat, (astrol.) the Ram. fem. অজা the ewe; the nanny-goat. অজ3 [ aja3 ] a (dero.) downright. thorough (অজমুর্খ, অজ পাড়াগাঁ); entire (অজ পুকুরটা). অজ পাড়াগাঁ n. a backward and remote village, a grossly backward village, devoid of modern amenities.
Samsad Bangla Abhidhan
অজ1 [ aja1 ] বিণ. 1 যার জন্ম নেই বা হয় না, জন্মহীন; 2 কারও গর্ভে যার জন্ম হয় না। ☐ বি. 1 ঈশ্বর; 2 ব্রহ্মা; 3 বিষ্ণু; 4 শিব; 5 রামচন্দ্রের পিতামহ অথবা রঘুর পুত্র; 6 কামদেব, মদন; 7 দক্ষ; 8 জীবাত্মা, যাঁর জন্ম মৃত্যু বিনাশ নেই। [সং. ন+√ জন্+অ]। অজা1 বি. (স্ত্রী) ত্রিগুণময়ী প্রকৃতি, সত্ত্ব, রজঃ ও তমঃ এই ত্রিগুণের অধিকারিণী আদ্যাশক্তি। অজ2 [ aja2 ] বি. 1 ছাগল; 2 মেষ, ভেড়া; 3 (জ্যোতি.) মেষ রাশি। [সং. √অজ্+অ]। অজা 2 বি. 1 অজ বা ছাগল ('অজাশালে অজাগণে করাল প্রবেশ': ক. ক.); 2 (স্ত্রী) ছাগী; 3 ভেড়ি। অজাযুদ্ধ বি. 1 ছাগল বা ভেড়ার লড়াই; 2 যে লড়াইয়ে প্রকৃত যুদ্ধের চেয়ে আস্ফালনই বেশি; বহ্বারম্ভ। অজ3 [ aja3 ] বিণ. 1 (মন্দার্থে) নিতান্ত, খাঁটি, একেবারে (অজ পাড়াগাঁ, অজ মূর্খ); 2 গোটা, সমস্ত (অজ পুকুরটা)। [দেশি]। অজা1 [ ajā1 ] দ্র অজ1 অজা2 [ ajā2 ] দ্র অজ 2 অজাযুদ্ধ [ ajāyuddha ] দ্র অজ2
আই definitions

Bangla-Tangla Dictionary
আই – the letter I [English]
Samsad Bengali-English Dictionary
আই [ āi ] n mother; one's mother's mother or aunt.
Samsad Bangla Abhidhan
আই1 [ āi1 ] তদ্ভাব, ক্রিয়া, সম্বন্ধ প্রভৃতির সূচক বাংলা প্রত্যয় (বড়াই, ঢাকাই, খাড়াই, খোদাই)। আই2, আয়ি [ āi2, āẏi ] বি. 1 (বর্ত. অপ্র.) মাতা, মা; 2 দিদিমা। [সং. আর্যিকা]।
আজ definitions

Bangla-Tangla Dictionary
আজ – today, nowadays
Samsad Bengali-English Dictionary
আজ [ āja ] adv today; at present, now. ☐ n. to day; this day; the present time. ~কার, (coll.) ~কের a. of today, today's; of the present time. ~কাল adv. at present, nowadays. আজ-কাল করা v. to procrastinate, to temporize. ~কে adv. today. আজকের দিন today; nowadays. আজ নয় কাল procrastination. আজ পর্যন্ত adv. till today, to this day. আজ বাদে কাল shortly in future.
Samsad Bangla Abhidhan
আজ [ āja ] অব্য. ক্রি-বিণ. এই দিনে, অদ্য (আজ সেখানে যাব)। ☐ বি. 1 এই দিন, অদ্যকার দিন (আজ শুভ দিন); 2 বর্তমান কাল। [প্রাকৃ. অজ্জ]। ~কার, ~.কের বিণ. এই দিনের, বর্তমান দিনের, অদ্যকার। ~কাল অব্য. ক্রি-বিণ. বর্তমানে, এখন, অধুনা। ~কে অব্য. ক্রি-বিণ. আজ, বর্তমান দিনে, এই দিনে (আজকে আমি যাব না)। আজ-কাল করা ক্রি. অযথা দেরি বা গড়িমসি করা। আজ নয় কাল বি. অযথা দেরি, অযথা গড়িমসি, দীর্ঘসূত্রতা। আজ বাদে কাল বি. ক্রি. বিণ. শীঘ্রই (আজ বাদে কাল পরীক্ষা, এখনও সময় নষ্ট করছ?)।
ইঃ definitions

Samsad Bengali-English Dictionary
ইঃ [ iḥ ] int expressing: anger, sorrow, grief, suffering etc.; eh.
ইউ definitions

Bangla-Tangla Dictionary
ইউ – the letter U [English]
ইজার definitions

Samsad Bengali-English Dictionary
ইজার [ ijāra ] n shorts; short trousers.
ইজের definitions

Samsad Bangla Abhidhan
ইজের [ ijēra ] বি. 1 দড়ির ফিতেওয়ালা হাফপ্যাণ্ট; 2 পায়জামা। [ফা. ইজার]।
ইট definitions

Bangla-Tangla Dictionary
ইট – brick
Samsad Bengali-English Dictionary
ইট [ iṭa ] n brick; (loos.) brickbat. ইট ছোড়া v. to throw bricks and brickbats. ইট মারা, ইটানো v. to pelt with bricks and brick bats, to throw stones at. ~খোলা n. a brick-field. ~পাটকেল n. bricks and brickbats. ~পাতন n. brick-laying. ইটের পাঁজা বা ভাটি a. brick-kiln. ইটটি মারলে পাটকেলটি খেতে হয় tit for tat, a tip for a tap.
Samsad Bangla Abhidhan
ইট [ iṭa ] বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা > সং. ইষ্টক]। ~খোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ~পাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ।
ইদ definitions

Samsad Bengali-English Dictionary
ইদ, ঈদ [ ida, īda ] n one of the chief Muslim festivals, Id. ইদগা, ঈদগা n. the place or building where Muslims assemble to say prayer, esp. on the occasion of Id.
Samsad Bangla Abhidhan
ইদ [ ida ] বি. ইদ-উল-ফিতর্ ও ইদ-উজ্-জোহা মুসলমানদের এই দুই প্রধান পরব বা উৎসব। [আ. ঈদ্]। ~গা বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান। [আ. ঈদ্ + ফা. গাহ্]।
ইলাজ definitions

Samsad Bangla Abhidhan
ইলাজ [ ilāja ] বি. রোগের চিকিৎসা বা উপশম। [আ. ইলাজ্]।
ইস definitions

Bangla-Tangla Dictionary
ইস [interjection] expresses dismay regarding some misfortune, sometimes sympathetic
Samsad Bengali-English Dictionary
ইস [ isa ] int expressing : amazement, pain, sorrow etc., ah.
Samsad Bangla Abhidhan
ইস, ইস্ [ isa, is ] অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)। [দেশি-ধ্বন্যা.]।
ইহ definitions

Samsad Bengali-English Dictionary
ইহ [ iha ] adv in this place or time; in this world. ☐ a. this ('ইহ বাত'); present (ইহজীবন). ~কাল, ~জন্ম, ~জীবন n. the earthly or mortal life; its duration. ~কালীন a. temporal. ~জগৎ, ~লোক, ~সংসার n. the world, the earth.
Samsad Bangla Abhidhan
ইহ [ iha ] ক্রি-বিণ. এই স্থানে বা সময়ে; এই জগতে। ☐ বিণ. এই, উপস্থিত ('ছাড় ইহ বাত': গো. দা)। [সং. ইদম্ + হ্]। ~কাল বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল। ~জগৎ, ~লোক বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ~জন্ম, ~জীবন বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।
ইৎ definitions

Samsad Bengali-English Dictionary
ইৎ [ it ] n (gr.) a letter used to indicate some inflections but not actually pronounced when any of the said inflections is added to a word; omission.
উই definitions

Bangla-Tangla Dictionary
উই – termite
Samsad Bengali-English Dictionary
উই [ ui ] n white ant, termite (also উই পোকা). ~চারা, ~ঢিপি, ~ঢিবি n. an ant-hill. উই লাগা v. to get attacked with white ants. ~ধরা, ~লাগা a. attacked with or eaten up by white ants.
Samsad Bangla Abhidhan
উই [ ui ] বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক। [দেশি]। ~ঢিপি, ~ঢিবি বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে। ~ধরা, ~লাগা বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত।
এই definitions

Bangla-Tangla Dictionary
এই [adjective] this
Samsad Bengali-English Dictionary
এই [ ēi ] a this. ☐ pro. this, it. ☐ int. expressing: a vocative sound (এই ছেলে শোন্); displeasure, fear, wonder etc. (এই গেল যা, এই মরল, এই রে). ☐ adv. just (এই এখনি), just this (এই কেবল). এই অজুহাতে on this plea or pretext or excuse or ruse. এই কতক্ষণ just a little while ago. এই কারণে, ~জন্য for this reason, on account of this. ~ক্ষণে adv. this instant, now, this very moment. এই প্রকারে in this manner, in this way, thus. এই বেলা now that there is time, while this opportunity lasts, meanwhile. এই মর্মে to this effect. এই কেবল, ~তো, ~মাত্র this much; just this; just now. ~বার adv. this time; now; on this occasion. ~রূপ a. suchlike, similar; such. ~রূপে adv. in this way or manner, in the fashion, thus. এই হেতু same as এই কারণে ।
Samsad Bangla Abhidhan
এই [ ēi ] বিণ. সামনের, সম্মুখবর্তী, নিকটস্থ, আলোচ্য (এই লোকটি, এই গাছটি, এই ঘটনা, এই বিষয়। ☐ অব্য. ওরে, ওহে (এই ছেলেটা; তুই ওখানে কী করছিস ?); বিরক্তি ভয় বা বিস্ময়প্রকাশক (এই রে, এই সেরেছে); এখনই, এইমাত্র (এই এলাম)। ☐ সর্ব. ইহা (আমি এই চাই)। [বাং. এ (সং. এতদ্) + ই (নিশ্চয়ার্থে)]। ~জন্য অব্য. এই কারণে। ~টুকু বি. বিণ. এই সামান্য ব্যাপার বা বস্তু (এইটুকু কাজ. এইটুকু দরকার, এইটুকু ভাত)।

Processing time: 0.65 s