ইচ্ছা definitions

Bangla-Tangla Dictionary
ইচ্ছা – wish (+ করা = to wish)
Samsad Bengali-English Dictionary
ইচ্ছা [ icchā ] n will, volition; intention; wish; pleasure; desire; liking; choice, option; inclination. ইচ্ছা করা v. to intend; to wish; to desire; to like; to choose or please. ~কৃত a. intentional, wilful. ~ক্রমে adv. according to one's desire or pleasure; willingly, voluntarily. ~ধীন a. subject to one's will or desire; optional; dependent on one's pleasure. ইচ্ছানুযায়ী, ইচ্ছানুসারে adv. according to one's will or pleasure; at pleasure. ইচ্ছানুরূপ, ~মতো a. & adv. to one's liking; as one pleases. ~পত্র n. a document contaning a person's last wishes. ~পূর্বক adv. wilfully; voluntarily; willingly. ~বসন্ত n. small-pox. ~ময় n. one whose will is law; an appellation of God. fem. ~ময়ী । ~মরণ, ~মৃত্যু n. power to prevent one's death till one desires to die. ~য়ত্ত same as ইচ্ছাধীন । ~শক্তি n. will-force, will-power. ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক willy-nilly, nolens volens. যা ইচ্ছা what ever one pleases.
Samsad Bangla Abhidhan
ইচ্ছা [ icchā ] বি. 1 বাঞ্ছা, স্পৃহা (ইচ্ছা করে ধাক্কা দিয়েছে); 2 প্রবৃত্তি, রুচি (খাওয়ার ইচ্ছা নেই); 3 অভিপ্রায়, আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)। [সং. √ ইষ্ + অ + আ]। ~কৃত বিণ. নিজেরই ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ~ক্রমে ক্রি-বিণ. নিজের ইচ্ছায়। ~ধীন বিণ. (নিজের) ইচ্ছার অধীন বা বশ। &tilde নু.যায়ী (-য়িন্) বিণ. ক্রি-বিণ. নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। ~পত্র বি. মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল। ~ময়ী বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ~মৃত্যু বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা। ~শক্তি বি. প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)। ইষ্টি-পত্র-ইচ্ছাপত্র [ iṣṭi-patra-icchāpatra ] র রূপভেদ। দ্র ইচ্ছা

Processing time: 0.44 s