আশ্রিত definitions

Bangla-Tangla Dictionary
আশ্রিত – sheltered (eg, someone under your care)
Samsad Bengali-English Dictionary
আশ্রিত [ āśrita ] a adopted, resorted to; sheltered, supported, protected; dependent (esp. for maintenance). fem. আশ্রিতা ।আশ্রিত ব্যক্তি a person who has been given help and protection, a protege. ~পালক, ~রক্ষক n. & a. one who maintains or protects those who ask for maintenance or shelter or aid or sup port or protection. ~বৎসল a. affection ate and kind to those who seek shelter and protection. ~বাৎসল্য n. kindness and affection to a dependant or a per son under one's protection. ~রাজ্য n. a protectorate.
Samsad Bangla Abhidhan
আশ্রয় [ āśraẏa ] বি. 1 অবলম্বন (ভগবানের চরণকে আশ্রয় করেছেন); 2 শরণ, সহায়, রক্ষক (দীনের আশ্রয়); 3 আধার (সর্বগুণের আশ্রয়); 4 গৃহ, বাসস্থান (আশ্রয়চ্যুত, নিরাশ্রয়)। [সং. আ + √ শ্রি + অ]। ~ বি. অবলম্বন; আশ্রয়গ্রহণ। ~ণীয় বিণ. আশ্রয় নেওয়ার যোগ্য। ~দাতা বি. বিণ. যিনি আশ্রয় দেন। ~প্রার্থী বি. বিণ. আশ্রয় চায় এমন। ~হীন বিণ. আশ্রয় নেই এমন, নিরাশ্রয়। বি. ~হীনতাআশ্রয়ার্থী বিণ. আশ্রয় চায় এমন; আশ্রয়প্রার্থী। স্ত্রী. আশ্রয়ার্থিনীআশ্রয়ী বিণ. আশ্রয় গ্রহণ করে বা করেছে এমন, আশ্রয়প্রাপ্ত। আশ্রিত বিণ. 1 আশ্রয় পেয়েছে এমন; 2 অনুগত; 3 অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)। স্ত্রী. আশ্রিতাআশ্রিত-বৎসল বিণ. আশ্রিতের প্রতি স্নেহশীল। শ্রয়, শ্রয়ণ [ śraẏa, śraẏaṇa ] বিণ. আশ্রয়, অবলম্বন, সহায়। [সং. √ শ্রি + অ, অন]। শ্রিত বিণ. আশ্রয়রূপে গৃহীত, অবলম্বিত। তু. আশ্রিত

Processing time: 0.39 s