আলোচনাচক্র definitions

Bangla-Tangla Dictionary
আলোচনাচক্র – a discussion circle
Samsad Bangla Abhidhan
আলোচনা, আলোচন [ ālōcanā, ālōcana ] বি. 1 বিচারবিবেচনা; 2 অনুশীলন, চর্চা। [সং. আ + √লোচ্ + অন + আ]। আলোচক বিণ. বি. যে আলোচনা করে। আলোচনা-চক্র বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar. আলোচনীয়, আলোচ্য বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)। আলোচিত বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত।

Processing time: 0.41 s