Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
আপদ definitions
Bangla-Tangla Dictionary
আপদ – nuisance, annoyance, trouble, trouble-maker
Samsad Bengali-English Dictionary
আপদ [ āpada ] n danger; distress; misery; calamity; any unpleasant person or thing. ~গ্রস্তa. involved in danger, endangered, imperilled; involved in difficulty or distress; troubled or distressed. ~ধর্ম, আপদ্ধর্মn. a course or measure (usu. not thoroughly honest) that may be adopted in time of danger or disaster or emergency. ~বালাইn. pl. dangers and harms. ~-বিপদn. dangers and difficulties.
Samsad Bangla Abhidhan
আপৎ [ āpat ] দ্র আপদ। ~কাল বি. বিপদের সময়, দুঃসময়। ~কালীন বিণ. বিপদের সময়ের (আপৎকালীন সতর্কতা)।আপদ, আপদ্ [ āpada, āpad ] বি. 1 বিপদ; দুর্দশা; দুঃখ; 2 অবাঞ্ছিত ও অপ্রীতিকর ব্যক্তি বা বস্তু (এ আপদ আবার কোথা থেকে এল ?)। [সং. আ + √ পদ্ + ক্কিপ্]। ~গ্রস্ত বিণ. বিপদে পড়েছে এমন, বিপন্ন। আপদর্থে অব্য. আপদের জন্য; বিপদ থেকে উদ্ধারের জন্য। ~বিপদ বি. নানারকম বিপদ বা বিপত্তি। ~ভঞ্জন বিণ. আপদবিপদ থেকে উদ্ধার করে এমন। আপদুদ্ধার বি. বিপদ থেকে উদ্ধার বা মুক্তি; বিপদ দূরীকরণ। আপদ্ধর্ম, ~ধর্ম বি. অন্যসময় অকর্তব্য কিন্তু বিপদের সময় অবলম্বন করা যায় বা উচিত এমন ধর্ম।