Off by 1 letter:
আনল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of আনা: আনা – to bring
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of আনা: আনা2 [ ānā2 ] v to fetch, to bring.
Samsad Bangla Abhidhan
আনল [ ānala ] বি. অনলএর বিকৃত রূপ ('আনলে পুড়িয়া গেল': জ্ঞান.)। 3rd person ordinary past simple tense of আনা: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
আনো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of আনা: আনা – to bring
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present imperative tense of আনা: আনা2 [ ānā2 ] v to fetch, to bring.
Samsad Bangla Abhidhan
আন2 [ āna2 ] ক্রি আনো (অর্থাৎ আনয়ন করো)-র বর্জি. রূপ। 2nd person ordinary present imperative tense of আনা: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
আলো definitions

Bangla-Tangla Dictionary
আলো [noun] light
Samsad Bengali-English Dictionary
আলো [ ālō ] n light; a beam, a ray; effulgence; lustre, splendour; a flash of light; a lamp, a lantern. আলো করা v. to brighten; to light up; to lighten; to illuminate; to glorify. আলো দেখানো v. to show light to; (fig.) to give hope, to promise good.
Samsad Bangla Abhidhan
আলো [ ālō ] বি. 1 আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); 2 প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলো-আঁধারি বি. 1 আলোক ও অন্ধকারের মিশ্রণ; 2 খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। ~ছায়া বি. আঁকা ছবিতে যুগপৎ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়-আলোয় ক্রি-বিণ. 1 দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); 2 (আল.) সুদিন থাকতে থাকতে। আলোছায়া [ ālōchāẏā ] দ্র আলো
Off by 2 letters:
আন definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of আনা: আনা – to bring
Samsad Bengali-English Dictionary
আন [ āna ] a & adv. (obs. & poet.) another, of another kind. 2nd person ordinary present simple tense of আনা: আনা2 [ ānā2 ] v to fetch, to bring.
Samsad Bangla Abhidhan
আন1 [ āna1 ] বিণ. (কাব্যে) অন্য, ভিন্ন ('আন পথে যাই': চণ্ডী)। [সং. অন্য]। আন2 [ āna2 ] ক্রি আনো (অর্থাৎ আনয়ন করো)-র বর্জি. রূপ। 2nd person ordinary present simple tense of আনা: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
আনকো definitions

Samsad Bengali-English Dictionary
আনকা, আনকো [ ānakā, ānakō ] a queer, strange; new; unfamiliar; unknown.
Samsad Bangla Abhidhan
আনকা, আনকো, আনখা [ ānakā, ānakō, ānakhā ] বিণ. 1 নতুন, অভিনব; 2 অদ্ভুত; 3 অপরিচিত, অজ্ঞান। [তু. হি. অনোখা]।
আনলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past simple tense of আনা: আনা – to bring
Samsad Bengali-English Dictionary
2nd person intimate past simple tense of আনা: আনা2 [ ānā2 ] v to fetch, to bring.
Samsad Bangla Abhidhan
2nd person intimate past simple tense of আনা: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
আনলে definitions

Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of আনা: আনা – to bring
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of আনা: আনা2 [ ānā2 ] v to fetch, to bring.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of আনা: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
আনাল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of আনানো: আনানো – to have brought
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of আনানো: আনানো [ ānānō ] v to cause to be brought or fetched.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past simple tense of আনানো: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
আনিল definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of আনা: আনা – to bring
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of আনা: আনা2 [ ānā2 ] v to fetch, to bring.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past simple tense of আনা: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
আনীল definitions

Samsad Bengali-English Dictionary
আনীল [ ānīla ] a slightly blue, bluish.
Samsad Bangla Abhidhan
আনীল [ ānīla ] বিণ. ঈষৎ নীল, নীলাভ, light blue. [সং. আ + নীল]।
আল definitions

Bangla-Tangla Dictionary
আল
1. dyke, especially those that separate paddies and sometimes have a walking trail on top of them
2. Al-, prefix used in arabic names
Samsad Bengali-English Dictionary
আল1 [ āla1 ] n the sting of insects etc.; an antenna; sharp point of anything such as the barb of an arrow; an awl; (fig.) prick (কথার আল). আল2 [ āla2 ] n a ridge of earth set up around a piece of agricultural land; a dyke; a dam. আল বাঁধা v. to set up a ridge of earth around a piece of agricultural land; to build a dyke, to dam.
Samsad Bangla Abhidhan
আল1 [ āla1 ] বি. জমির বাঁধ, আইল, এক জমি থেকে তার পাশের জমিকে আলাদা করার জন্য নির্মিত বাঁধ। [সং. আলি]। আল2 [ āla2 ] বি. 1 কীটপতঙ্গাদির হুল; 2 কোনো বস্তুর সূক্ষ্ম প্রান্ত (লাট্টুর আল); 3 বেধনাস্ত্র, awl (জুতো সেলাইয়ের আল); 4 খোঁচা, তীক্ষ্ণ বাক্যবাণ (কথার আল)। [সং. অল]। ~কাটা বিণ. কাঠ বা লোহা সংযুক্ত করবার জন্য খাঁজ-কাটা।
আলতো definitions

Bangla-Tangla Dictionary
আলতো – gently (+ করে = gently)
Samsad Bengali-English Dictionary
আলতো [ ālatō ] a not forceful or firm, light (আলতো হাতে, আলতো মার); incoherent or insincere (আলতো কথা).
Samsad Bangla Abhidhan
আলতো [ ālatō ] বিণ. আলগা (আলতো করে বেঁধেছে)। [দ্রা. আলিঙ্গ্ তোলাহ্]।
আলোক definitions

Samsad Bengali-English Dictionary
আলোক [ ālōka ] n light; a beam, a ray; effulgence; lustre, splendour; a flash of light. ~গৃহ n. a lighthouse. ~চিত্র n. a photograph; photography. ~চিত্রকর n. a photographer. ~চিত্রবিদ্যা n. photography. ~চ্ছটা n. a flash of light. ~তড়িৎ n. photo-electricity. ~তাড়িত a. photo-electric. ~বিজ্ঞান, ~বিদ্যা n. optics. ~বিহীন a. lightless; dark; gloomy. ~ময় a. full of light; flooded with light; lightsome. ~লতা n. a parasitic creeper. ~শক্তি n. light as an energy. ~শূন্য same as আলোকবিহীন । ~সংকেত n. a beacon. ~সজ্জা n. decoration of a stage etc. with light; illumination. ~স্তম্ভ n. a light house. আলোকিত a. lighted, illuminated. আলোকোজ্জ্বল a. illuminated; bright with light; lighted.
Samsad Bangla Abhidhan
আলোক [ ālōka ] বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ~চিত্র বি. ফোটোগ্রাফ। ~চ্ছটা বি. আলোকরশ্মি। ~পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ~বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ~বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ~লতা বি. পরগাছাবিশেষ। ~শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ~সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্থা, beacon. ~সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ~সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ~স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্থাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত।
আলোল definitions

Samsad Bengali-English Dictionary
আলোল [ ālōla ] a slightly excited or agitated; moving or rolling or lolling with greed (আলোলরসনা).
Samsad Bangla Abhidhan
আলোল [ ālōla ] বিণ. 1 ঈষৎ চঞ্চল; 2 বিলোল, আলোড়িত (আলোল কুন্তল)। [সং. আ + লোল]।
নল definitions

Bangla-Tangla Dictionary
নল – tube, pipe, gun barrel
Samsad Bengali-English Dictionary
নল [ nala ] n a cylinder, a tube, a pipe, a barrel, a rod; a measure of length; a measuring rod; a kind of reed.
Samsad Bangla Abhidhan
নল [ nala ] বি. 1 চোঙ, পাইপ, ফাঁপা দণ্ড (বন্দুকের নল); 2 দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 তৃণবিশেষ, শরগাছ (নলখাগড়া); 4 সেতুবন্ধে রামের সাহায্যকারী বানরবিশেষ। [সং. √ নল্ + অ]। ~কূপ বি. পাতালস্থিত কূপের ভিতর থেকে নলের সাহায্যে বিশুদ্ধ জল উপরে তোলার ব্যবস্থা, tube well. ~খাগড়া বি. পাতাযুক্ত নলতৃণ। নল চালা ক্রি. হারানো জিনিস বা তার অপহারকের সন্ধানের জন্য মন্ত্রপূত নল চালানো। নলিকা বি. 1 চোঙ, নল; 2 ভাঁটা; 3 নাড়ি। নলিকা [ nalikā ] দ্র নল
নুলো definitions

Bangla-Tangla Dictionary
নুলো [noun] paw, [adjective] armless
Samsad Bengali-English Dictionary
নুলো [ nulō ] a with mutilated hands, of one whose forearm has been cut off or amputated. ☐ n. the paw of a cat etc.; (sarcas.) the hand of man.
Samsad Bangla Abhidhan
নুলো [ nulō ] বিণ. যার হাত কাটা বা বিকল। ☐ বি. 1 হাত-কাটা লোক; 2 বিড়ালের থাবা। [হি. লুলা (=পঙ্গু)]।
নো definitions

Samsad Bangla Abhidhan
গুমরা [ gumarā ] ক্রি. মনে চেপে রাখা শোক, দুঃখ, অভিমান, ঈর্ষা প্রভৃতিতে কষ্ট পাওয়া; মনে মনে দুঃখকষ্ট ভোগ করা (নিজের মনে গুমরে মরছে, বেদনা গুমরে উঠছে)। [তু. ফা. গুম্সুম=মৌনী, নিস্তব্ধ]। নো ক্রি. গুমরা। ☐ বি. উক্ত অর্থে। পাছড়া2 [ pāchaṛā2 ] ক্রি. পাছড়ানো। [পাছাড় দ্র]।~নো ক্রি. বি. 1 আছাড় দিয়ে ভূপাতিত করা; 2 (ছাগাদি) বলিদানের আগে হাড়িকাঠে মাথা ঢুকিয়ে পিছন থেকে পা টেনে ধরা; 3 কুলো দিয়ে শস্যাদি ঝাড়া। ☐ বিণ. উক্ত সব অর্থে।
লো definitions

Samsad Bangla Abhidhan
লো [ lō ] অব্য. স্ত্রীলোকের পরস্পর সম্বোধনসূচক শব্দবিশেষ, ওলো (সখী লো, লো সুন্দরী)। [প্রাকৃ. হলা]।
Off by 3 letters:
অনল definitions

Samsad Bengali-English Dictionary
অনল [ anala ] n fire. ~প্রভ a. as radiant or lustrous as fire. ~বর্ষণ n. raining of fire; showering or emitting of fire. ~বর্ষী a. raining fire; showering or emitting fire. ~শিলা n. a meteor.
Samsad Bangla Abhidhan
অনল [ anala ] বি. আগুন। [সং. অন্+অল]।
আ definitions

Bangla-Tangla Dictionary
[English] a
Samsad Bengali-English Dictionary
1 [ ā1 ] n the second vowel of the Bengali alphabet. 2 [ ā2 ] int expressing: surprise, bewilderment, delight, relief, regret, vexation, aversion, anxiety, suspense, fright, consternation; ah, oh. 3 [ ā3 ] pfx denoting: a little, slight (আকম্প); thorough (আক্ষিপ্ত); starting from (আজন্ম, আসমুদ্র); up to (আকন্ঠ, আমরণ); during the whole of, through out (আজীবন); including (আচণ্ডাল) contrary to (আগমন); implying negation up-, non-(আকাটা); perverted, vile (আকথা); bad, disagreeable, unsuitable, difficult, hard (আঘাট, আকাল) etc.
Samsad Bangla Abhidhan
1 [ ā1 ] বাংলার দ্বিতীয় স্বরবর্ণ এবং নিম্ন কেন্দ্রীয় বিবৃত আ-ধ্বনি দ্যোতক বর্ণ। 2 [ ā2 ] অব্য. আনন্দ, বিস্ময় বিরক্তি খেদ প্রভৃতি জ্ঞাপক শব্দ (আ মর, আ কপাল)। 3 [ ā3 ] অব্য. ঈষৎ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)।

Processing time: 1.71 s