আদায় definitions

Bangla-Tangla Dictionary
আদায় – collection (eg, of payment) (+ করা = to collect)

locative of আদা:
আদা – ginger

locative of older brother আ:
[English] a

Samsad Bengali-English Dictionary
আদায় [ ādāẏa ] n realization or collection (of bills, taxes etc.); winning or earning (সম্মান আদায়)); payment or repayment. আদায় করা v. to realize; to collect. আদায় দেওয়া v. to pay; to repay. ~পত্র n. realization; collection. আদায়পত্র করা v. to realize; to collect. locative of আদা: আদা [ ādā ] n ginger. আদাজল খেয়ে লাগা v. to engage in something doggedly. আদায় কাঁচকলায় adv. at daggers drawn. আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী an ordinary man should not meddle in big affairs. locative of older brother আ: 1 [ ā1 ] n the second vowel of the Bengali alphabet. locative of older brother আ: 2 [ ā2 ] int expressing: surprise, bewilderment, delight, relief, regret, vexation, aversion, anxiety, suspense, fright, consternation; ah, oh. locative of older brother আ: 3 [ ā3 ] pfx denoting: a little, slight (আকম্প); thorough (আক্ষিপ্ত); starting from (আজন্ম, আসমুদ্র); up to (আকন্ঠ, আমরণ); during the whole of, through out (আজীবন); including (আচণ্ডাল) contrary to (আগমন); implying negation up-, non-(আকাটা); perverted, vile (আকথা); bad, disagreeable, unsuitable, difficult, hard (আঘাট, আকাল) etc.
Samsad Bangla Abhidhan
আদায় [ ādāẏa ] বি. 1 সংগ্রহ, উশুল (কর আদায়); 2 লাভ (দাবি) আদায় করা); 3 পরিশোধ (দেনা আদায়)। [আ. আদা]। locative of আদা: আদা [ ādā ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। আদায়-কাঁচকলায় পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত। locative of older brother আ: 1 [ ā1 ] বাংলার দ্বিতীয় স্বরবর্ণ এবং নিম্ন কেন্দ্রীয় বিবৃত আ-ধ্বনি দ্যোতক বর্ণ। locative of older brother আ: 2 [ ā2 ] অব্য. আনন্দ, বিস্ময় বিরক্তি খেদ প্রভৃতি জ্ঞাপক শব্দ (আ মর, আ কপাল)। locative of older brother আ: 3 [ ā3 ] অব্য. ঈষৎ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)।

Processing time: 0.4 s