Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
আত্মসাৎ definitions
Bangla-Tangla Dictionary
আত্মসাৎ – misappropriation, embezzlement
Samsad Bengali-English Dictionary
আত্ম [ ātma ] a own; belonging to or related to one's own self. আত্মpfx. self-, by or of one's own self, mutual etc. ~কলহn. internal discord or dissension; domes tic discord; civil strife. ~কৃতa. done or performed by one's own self. ~কেন্দ্রিকa. self-centred; one who thinks only about himself. ~গতa. kept to one's own self; aside; absorbed in one's own self, self-possessed. ~গরজিa. preoccupied with self-interest; self-interested. ~গরিমা same as আত্মগর্ব । ~গরুজে dial. corrup. of আত্মগরজি । ~গর্বn. self-conceit, vanity. ~গর্বীa. self-conceited, bloated or puffed up with pride. ~গোপনn. concealment or disguise of one's own self or identity. ~গোপন করাv. to go into hiding, to hide, to conceal one's own identity. ~গৌরবn. self-glorification; self-conceit; self-praise. ~গ্লানিn. self-reproach; remorse. ~ঘাতn. suicide. ~ঘাতীa. one who kills himself, self-killing, suicidal. fem. ~ঘাতিনী । ~চিন্তাn. meditation about atman or God; spiritual meditation; thinking about one's own interest or welfare. ~চেতনাn. self-consciousness. ~জn. a son fem. আত্মজা a daughter. ~জীবনীn. an autobiography. ~জ্ঞa. possessing self knowledge; possessing spiritual or metaphysical knowledge or wisdom. ~জ্ঞানn. spiritual or metaphysical knowledge or wisdom. ~জ্ঞানীa. in possession of spiritual or metaphysical knowledge ☐ n. a spiritualist; a meta physician. ~তত্ত্বn. spiritual or metaphysical knowledge. ~তত্ত্বজ্ঞa. in possession of spiritual or metaphysical knowledge. ~তুষ্ট, ~তৃপ্তa. self-complacent. ~তুষ্টি, ~তৃপ্তিn. self-complacency, self-content. ~তুল্যa. like one's own self, self-like. fem. ~তুল্যা । ~ত্যাগn. self-abnegation, self-denial; self-sacrifice. ~ত্যাগীa. self-denying; self-sacrificing. ~ত্রাণn. rescue or salvation of one's own self. ~দমনn. self-restraint, self-control. ~দর্শনn. self-examination, introspection; self-realization. ~দর্শিতাn. practice or capacity of self-examination or introspection or self-realization. ~দর্শীa. self-examining, introspecting; self-realizing. ~দানn. self-sacrifice. ~দোষn. one's own fault. ~দোষক্ষালনn. act of clearing oneself of a charge; act of justifying one's own conduct; clean up of one's own self. ~দ্রোহn. self-torment, self-torture; internal discord. ~দ্রোহীa. self-tormenting, self-torturing; indulging in or involved in internal strife. ☐ n. a self-tormentor, a self-torturer; one who indulges in or is involved in internal strife. fem. ~দ্রোহিণী । ~নিগ্রহn. self-torture, self-repression, self-inflicted pain; masochism. ~নিন্দাn. self-condemnation, self-accusation. ~নিবিষ্টa. self-absorbed, egocentric, self-centred, wrapped up in oneself. ~নিবেদনn. offering one's own self, self dedication; self-sacrifice. ~নিয়ন্ত্রণn. self-control; self-government, self-discipline. ~নিয়োগn. engaging one's own self; self-appointment. ~নির্ধারণn. self determination. ~নির্ভরn. self-help; self reliance. ☐ a. working for oneself, in dependent of external aid, self-reliant, self-supporting. ~নির্ভরশীলa. self-reliant. ~নিষ্ঠa. devoted to God or atman; devout; self-devoted; subjective; introspective. ~নিষ্ঠাn. devotion to God or atman; devoutness; self-devotion; subjectivity; introspection. ~নেপদn. (Sans. gr.) a mode of conjugating verbs. ~নেপদীa. of or in or according to this mode. ~পক্ষn. one's own side or party or team or supporters or people etc. ~পক্ষসমর্থনn. self-defence. ~পক্ষ সমর্থন করাv. to defend oneself. ~পরn. oneself and others; near and far ones; friend and foe. ☐ a. selfish, self-devoted. ~পরতাn. selfishness; self-love, self-devotion. ~পরায়ণa. (phil.) devoted to God or atman; devout; selfish, self-devoted. ~পরিচয়n. introduction of one's own self. আত্মপরিচয় গোপন করাv. to conceal one's own identity. আত্মপরিচয় দেওয়াv. to introduce oneself. ~পরীক্ষাn. self examination, self-scrutiny; introspection. ~পীড়নn. self-torture. ~প্রকাশn. public appearance; self-revelation; self-assertion. ~প্রচারn. self-advertisement. ~প্রতারণাn. self-deception. ~প্রত্যয়n. self-confidence; (rare) conviction. ~প্রত্যয়শীলa. self-confident, self-assured. ~প্রবঞ্চনা same as আত্মপ্রতারণা । ~প্রশংসাn. self-praise. আত্মপ্রশংসা করাv. to praise one's own self, to blow one's own trumpet. ~প্রসাদn. self-satisfaction, self-complacency. ~বঞ্চনাn. self deception. ~বৎadv. like one's own self. ☐ a. self-like. ~বলি, ~বলিদানn. self-immolation, self-sacrifice. আত্মবলি দেওয়াv. to sacrifice oneself. ~বশa. in dependent; self-directed; self-re strained; (rare) self-devoted. n. self-restraint. ~বিকাশn. manifestation or development of one's own self. ~বিক্রয়n. undesirable and servile submission to somebody or something for some gain; selling out oneself; selling one's soul. ~বিগ্রহ, ~বিচ্ছেদn. internal discord; civil strife; domestic quarrel. ~বিৎ, ~বিদ same as ~আত্মজ্ঞ । ~বিদ্যাn. knowledge about God and atman; theology; spiritual knowledge. ~বিনাশ same as আত্মবিলোপ । ~বিরোধn. self-contradiction; self-repugnance; internal discord; civil strife; domestic quarrel. ~বিরোধীa. self-contradictory; self-repugnant; given to or involved in internal discord or civil strife or domestic quarrel. ~বিলোপn. self-effacement. ~বিশ্বাসn. self-confidence. ~বিশ্বাসীa. self-confident. ~বিসর্জনn. self-sacrifice, self-abnegation, self-denial. ~বিস্মরণ, ~বিস্মৃতিn. self-forgetfulness, self-oblivion; absent-mindedness. ~বিস্মৃত . a. self-oblivious; absent-minded. ~বিস্মৃত হওয়াv. to forget oneself. ~বুদ্ধিn. one's own thinking power or intellect or knowledge; knowledge about one's own self consciousness. ~বেদী same as আত্মজ্ঞ । ~বোধn. knowledge about one's own self, self-consciousness; self-realization. ~মগ্নa. self-absorbed. ~মগ্ন সংলাপn. soliloquy. ~মর্যাদাn. self-respect, self-esteem. ~মর্যাদাজ্ঞান, ~মর্যাদাবোধn. sense of self-respect or self-esteem. ~মর্যাদাপূর্ণ, ~মর্যাদাশালীa. full of self-respect or self-esteem. ~মর্যাদাশূন্য, ~মর্যাদাহীনa. devoid of self-respect or self-esteem. আত্মম্ভরিa. overwhelmingly self-interested, selfish; self-conceited, egotistical, vain. আত্মম্ভরিতাn. extreme self-interest, selfishness; self-conceit edness, vanity. ~রক্ষাn. self-protection, self-preservation; self-defence. আত্মরক্ষা করাv. to protect or preserve oneself; to defend oneself. ~রতিn. auto-erotism, sexual excitement generated by one's own body. ~রূপn. selfhood. ☐ adv. like one's own self. ~লোপn. same as আত্মবিলোপ । ~শক্তিn. one's own power; power of the spirit. ~শাসনn. self-government; self-control, self-discipline. ~শাসিতa. self-governed; self-governing. ~শিক্ষিতa. self-taught, self-educated. ~শুদ্ধি, ~শোধনn. self-purification. ~শ্লাঘাn. self-praise, boasting, self applause. ~শ্লাঘাপরায়ণa. given to self praise or boasting, boastful. ~শ্লাঘাপূর্ণa. boastful. ~সংবরণn. checking oneself, self-restraint. আত্মসংবরণ করাv. to check or restrain oneself. ~সংযমn. continence; self-restraint, collectedness. ~সংযমীa. self-continent; self-re strained. ~সংশোধনn. self-correction. আত্মসংশোধন করাv. to rectify oneself. ~সমর্থনn. self-defence. আত্মসমর্থন করা v. to defend oneself or plead for oneself. ~সমর্পণn. surrender; capitulation, self dedication. আত্মসমর্পণ করাv. to surrender, to yield or give up oneself; to capitulate; to dedicate oneself. ~সমাহিতa. self-absorbed. ~সমীক্ষাn. self-assessment. ~সম্পর্কীয়, ~সম্বন্ধীয়a. related to or connected with one's own self. ~সম্ভ্রম, ~সম্মানn. self-respect, self-esteem. ~সর্বস্বa. extremely self-centred or self loving or selfish. ~সাৎn. appropriating to one's own use (usu. unlawfully); misappropriation; filching. ☐ a. appropriated to one's own use; misappropriated; filched. আত্মসাৎ করাv. to appropriate to one's own use; to misappropriate; to filch. ~সারa. self-centred; extremely selfish. ~সিদ্ধিn. attainment of one's own desires; salvation of one's own soul. ~সুখn. one's own happiness. সুখপরায়ণ, ~সুখীa. happy only to attain one's own desires; extremely selfish. আত্মসুখী পরবৈরাগি highly concerned about one's own interest whilst apathetic to that of others. ~স্থa. self-possessed; absorbed; self-absorbed. ~হত্যাn. self-killing, suicide. আত্মহত্যা করাv. to commit suicide. হত্যাকারী, ~হন্তাa. killing oneself, committing suicide. ☐ n. a self-murderer. fem. হত্যাকারিণী, ~হন্ত্রী । ~হননn. same as আত্মহত্যা । ~হারাa. one who has lost self-possession, beside oneself. আত্মহারা হওয়াv. to lose self-possession; to be beside oneself. ~হিতn. one's own good or welfare.
Samsad Bangla Abhidhan
আত্ম2 [ ātma2 ] (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ~কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ~কলহ বি. গৃহবিবাদ। ~কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ~কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ~গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাৎ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ~গর্ব বি. অহংকার। ~গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ~গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ~গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ~গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ~ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ~ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ~ঘাতিনী। ~চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ~জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ~জা কন্যা। ~জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ~জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ~জ্ঞান, ~তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ~তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ~তুষ্টি, ~তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ~তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ~তুল্যা। ~ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোৎসর্গ, নিজের জীবন দান। ~ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উৎসর্গ করে এমন। ~ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ~দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ~দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ~দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ~দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ~দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ~দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ~দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ~দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ~দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ~নিবেদন বি. নিজেকে উৎসর্গ করা, আত্মোৎসর্গ। ~নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ~নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। ☐ বিণ. স্বাবলম্বী। ~নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ~নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ~পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ~পর বি. নিজে ও অন্যেরা। ~পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ~পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ~প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ~প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ~প্রতারণা, ~প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ~প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্থা; নিজের অন্তরে উপলব্ধি। ~প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ~প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ~বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ~বৎ অব্য. নিজের মতো। ~বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ~বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ~বলি, ~বলি-দান আত্মদান -এর অনুরূপ। ~বশ বিণ. স্বাধীন; সংযমী। ☐ বি. আত্মসংযম, মনকে বশ করা। ~বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ~বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ~বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ~বিদ, ~বিদ্, ~বিৎ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ~বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ~বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ~বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ~বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ~বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ~বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ~বিস্মরণ, ~বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ~বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ~বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ~বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ~ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ~ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাৎকৃত। ~মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ~মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ~ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ~ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ~রক্ষা বি. নিজেকে বাঁচানো। ~রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ~রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ~লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ~শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ~শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ~শুদ্ধি, ~শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ~শ্লাঘা বি. নিজের প্রশংসা। ~সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ~সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ~সংযমী (-মিন্)। ~সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ~সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্থ, তন্ময়। ~সম্পর্কীয়, ~সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ~সম্ভ্রম, ~সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ~সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ~সাৎ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ~সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ~সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ~স্থ বিণ. 1 আত্মায় স্থিত; 2 হৃদয়স্থ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্থ। ~স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ~হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ~হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ~হন্ত্রী। ~হা বিণ. আত্মঘাতী। ~হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়।