আটটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of আট: আট – 8, eight
Samsad Bengali-English Dictionary
definitive of আট: আট [ āṭa ] a. & n eight. আটই, আটুই n. the eighth day of a month. ☐ a. (of the days of a month) eighth. ~কড়াই, ~কৌড়ে n. the Hindu ceremony of distributing eight kinds of fried snacks on the eighth day of a child's birth. ~খানা করা v. to break or tear into pieces. ~খানা হওয়া v. to be beside oneself (with joy). ~চল্লিশ a. & n. forty-eight. ~চালা n. a thatched room with eight roofs and no wall. ~ত্রিশ a. & n. thirty-eight. ~পহর, (dial.) ~পর n. & adv. whole day and night. ~পৌরে a. worn or used all day round or ordinarily; (fig.) common place, hackneyed. ~ষট্টি a. & n. sixty-eight.
Samsad Bangla Abhidhan
definitive of আট: আট [ āṭa ] বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ~ বি. মাসের 8 তারিখ। ☐ বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ~কড়াইয়া, ~কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ~কপালিয়া, ~কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ~কপালিআট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ~ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ~চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ~চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ~ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ~পহর, ~পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ~পিঠা, ~পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ~পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাৎ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ~প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ~ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। definitive of আট: আটই [ āṭi ] দ্র আট definitive of আট: আটকড়াইয়া, আটকপালিয়া, আটকপালে [ āṭakaṛāiẏā, āṭakapāliẏā, āṭakapālē ] দ্র আট definitive of আট: আটকৌড়ে, আটখানা, আটঘাট, আটচল্লিশ, আটচালা, আটত্রিশ, আটপ্রহর, আটপিঠে, আটপৌরে [ āṭakauṛē, āṭakhānā, āṭaghāṭa, āṭacalliśa, āṭacālā, āṭatriśa, āṭaprahara, āṭapiṭhē, āṭapaurē ] দ্র আট

Processing time: 0.62 s