আক্রান্ত definitions

Bangla-Tangla Dictionary
আক্রান্ত – afflicted
Samsad Bengali-English Dictionary
আক্রান্ত [ ākrānta ] a attacked; invaded; oppressed; stricken (শোকে আক্রান্ত); affected.
Samsad Bangla Abhidhan
আক্রম [ ākrama ] বি. 1 আক্রমণ; 2 বলপূর্বক অতিক্রম; 3 বিক্রম; 4 উদয়। [সং. আ + √ ক্রম্ + অ]। ~ বি. 1 অন্যের প্রতি বলপ্রয়োগ; 2 অধিকার বা জয় করার জন্য হানা; হামলা; 3 গ্রাস (রোগের আক্রমণ)। আক্রমণীয় বিণ. আক্রমণের যোগ্য। আক্রান্ত বিণ. 1 আক্রমণ করা হয়েছে এমন; 2 আক্রমণের বিষয়ীভূত; 3 আচ্ছন্ন (জলভারাক্রান্ত মেঘ); 4 আক্রমণের ফলে পীড়িত (রোগাক্রান্ত)।

Processing time: 0.42 s