আকুল definitions

Bangla-Tangla Dictionary
আকুল – distraught, earnest
Samsad Bengali-English Dictionary
আকুল [ ākula ] a extremely distressed or anxious or worried or uneasy; ardent, fervent, eager; nonplussed; overflowing. ~কুন্তল unarranged or dishevelled or tousled hair. ~তা n. extreme distress or anxiety or worry; ardency, fervidity, eagerness; nonplus; perplexity; restlessness; overflow. আকুলা2 [ ākulā2 ] fem of আকুল ।
Samsad Bangla Abhidhan
আকুল [ ākula ] বিণ. 1 ব্যগ্র, উৎকন্ঠিত (আকুল আহ্বান, আকুল প্রতীক্ষা); 2 অস্থির; 3 অসংবৃত, আলুলায়িত। [সং. আ + √কুল্ + অ]। বি. ~তাআকুলা ক্রি. আকুল হওয়া। আকুলিত বিণ. আকুল হয়েছে এমন। আকুলি-বিকুলি বি. অতিশয় ব্যাকুলতা (খবরটা পাওয়ার জন্য সে আকুলি-বিকুলি করছে)। ☐ ক্রি-বিণ. অতি আকুলভাবে। আকুলি-ব্যাকুলি-আকুলি-বিকুলি -র রূপভেদ। আকুলী.কৃত বিণ. আকুল করা হয়েছে এমন। আকুলি.ভূত বিণ.আকুল হয়ে উঠেছে এমন।

Processing time: 0.61 s