Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
আকাশবাণী definitions
Bangla-Tangla Dictionary
আকাশবাণী – radio [derivation: আকাশ + বাণী]
Samsad Bengali-English Dictionary
আকাশ [ ākāśa ] n the sky, the firmament; the heavens. আকাশকুসুমn. a visionary project, a day-dream; a fool's paradise. ~কুসুম কল্পনা করাv. (fig.) to build castles in the air. ~গঙ্গাn. the Milky Way, the Galaxy. ~চরa. living or moving in the sky or ether, aerial, ethereal, aery; celestial. ~চিত্রn. a picture or photograph of the sky or any part of it. ~চুম্বীa. touching the sky; sky-scraping, sky kissing; very lofty. ~চুম্বী অট্টালিকা a sky scraper. ~ছোঁয়াa. touching the sky; (fig.) very lofty. ~জাতa. born or grown in the sky or ether, aerial, ethereal, aery; celestial. ~তারn. (radio.) an aerial. আকাশ থেকে পড়াn. v. (fig.) to drop from the blue; to be struck with amazement. ~দীপ same as আকাশপ্রদীপ । ~দুহিতা, ~নন্দিনীn. an echo. ~পটn. the canvas or the expanse of the sky. ~পথn. an air route; an ethereal route. আকাশ পাতালadv. everywhere; from heaven to the underworld; including everything. ☐ a. in a large degree, maximum, extreme (আকাশপাতাল প্রভেদ). আকাশ পাতাল ভাবা to be worried with numberless puzzling thoughts crowding pell-mell into one's mind. আকাশ পাতাল ভেবে না পাওয়া to be at a loss to think out. ~প্রদীপn. a light suspended from the top of a pole set up every evening by the Hindus during the month of Kartik (কার্তিক) in reverence to their deceased forefathers or gods. ~প্রান্তn. the border of the sky; the skyline; the horizon. ~বাণীn. a celestial voice; a supernatural or divine voice from the sky; an oracle; radio broadcast; radio. ~বিহারn. flying in the sky. ~বৃত্তিn. the practice of somehow making both ends meet, casual subsistence; the state of having no ostensible means of living; fending for oneself in a resourceless condition. ~ভ্রমণ same as আকাশবিহার । ~মণ্ডলn. the (whole) expanse of the heavens, the sky, the firmament, the celestial sphere; the atmosphere. ~যানn. an aircraft, an aeroplane, an airship; a balloon. ~স্থ, ~স্থিতa. of or in the sky, ethereal, aerial; heavenly, celestial; divine. আকাশে তোলাv. fig. to extol in disingenuous advertisement, to puff; to flatter with praise.
Samsad Bangla Abhidhan
আকাশ [ ākāśa ] বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ~কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ~গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ~চারী (-রিন্) বিণশূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ~চারিণী। ~চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ~ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ~জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ~দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্থিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ~পট বি. আকাশের আঙিনা। ~পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ~পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ☐ ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ~বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ~মণ্ডল বি. নভোমণ্ডল। ~যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ~স্থ বিণ. আকাশে অবস্থিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া।