আকাশ definitions

Bangla-Tangla Dictionary
আকাশ – sky
Samsad Bengali-English Dictionary
আকাশ [ ākāśa ] n the sky, the firmament; the heavens. আকাশকুসুম n. a visionary project, a day-dream; a fool's paradise. ~কুসুম কল্পনা করা v. (fig.) to build castles in the air. ~গঙ্গা n. the Milky Way, the Galaxy. ~চর a. living or moving in the sky or ether, aerial, ethereal, aery; celestial. ~চিত্র n. a picture or photograph of the sky or any part of it. ~চুম্বী a. touching the sky; sky-scraping, sky kissing; very lofty. ~চুম্বী অট্টালিকা a sky scraper. ~ছোঁয়া a. touching the sky; (fig.) very lofty. ~জাত a. born or grown in the sky or ether, aerial, ethereal, aery; celestial. ~তার n. (radio.) an aerial. আকাশ থেকে পড়া n. v. (fig.) to drop from the blue; to be struck with amazement. ~দীপ same as আকাশপ্রদীপ । ~দুহিতা, ~নন্দিনী n. an echo. ~পট n. the canvas or the expanse of the sky. ~পথ n. an air route; an ethereal route. আকাশ পাতাল adv. everywhere; from heaven to the underworld; including everything. ☐ a. in a large degree, maximum, extreme (আকাশপাতাল প্রভেদ). আকাশ পাতাল ভাবা to be worried with numberless puzzling thoughts crowding pell-mell into one's mind. আকাশ পাতাল ভেবে না পাওয়া to be at a loss to think out. ~প্রদীপ n. a light suspended from the top of a pole set up every evening by the Hindus during the month of Kartik (কার্তিক) in reverence to their deceased forefathers or gods. ~প্রান্ত n. the border of the sky; the skyline; the horizon. ~বাণী n. a celestial voice; a supernatural or divine voice from the sky; an oracle; radio broadcast; radio. ~বিহার n. flying in the sky. ~বৃত্তি n. the practice of somehow making both ends meet, casual subsistence; the state of having no ostensible means of living; fending for oneself in a resourceless condition. ~ভ্রমণ same as আকাশবিহার । ~মণ্ডল n. the (whole) expanse of the heavens, the sky, the firmament, the celestial sphere; the atmosphere. ~যান n. an aircraft, an aeroplane, an airship; a balloon. ~স্থ, ~স্থিত a. of or in the sky, ethereal, aerial; heavenly, celestial; divine. আকাশে তোলা v. fig. to extol in disingenuous advertisement, to puff; to flatter with praise.
Samsad Bangla Abhidhan
আকাশ [ ākāśa ] বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ~কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ~গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ~চারী (-রিন্) বিণশূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ~চারিণী। ~চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ~ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ~জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ~দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্থিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ~পট বি. আকাশের আঙিনা। ~পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ~পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ☐ ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ~বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ~মণ্ডল বি. নভোমণ্ডল। ~যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ~স্থ বিণ. আকাশে অবস্থিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া।

Processing time: 0.4 s