Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 3 letters:
আই definitions
Bangla-Tangla Dictionary
আই – the letter I [English]
Samsad Bengali-English Dictionary
আই [ āi ] n mother; one's mother's mother or aunt.
যা – which, what, that2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
যা2 [ yā2 ] pro. relat what, which, that (যা গেছে তা যাক). যা-কিছু pro. whatever; some thing; everything. যা থাকে বরাতে come what may. যা-হোক however; anything (যা হোক একটা কিছু).2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়াv. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়াv. to be of consequence, to matter. নেমে যাওয়াv. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়াv. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়াv. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসাn. come and-go; frequenting; intercourse. যেতে বসাv. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাৎ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি।যা-তা [ yā-tā ] দ্র যা2।2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
Off by 4 letters:
আ definitions
Bangla-Tangla Dictionary
আ – [English] a
Samsad Bengali-English Dictionary
আ1 [ ā1 ] n the second vowel of the Bengali alphabet.আ2 [ ā2 ] int expressing: surprise, bewilderment, delight, relief, regret, vexation, aversion, anxiety, suspense, fright, consternation; ah, oh.আ3 [ ā3 ] pfx denoting: a little, slight (আকম্প); thorough (আক্ষিপ্ত); starting from (আজন্ম, আসমুদ্র); up to (আকন্ঠ, আমরণ); during the whole of, through out (আজীবন); including (আচণ্ডাল) contrary to (আগমন); implying negation up-, non-(আকাটা); perverted, vile (আকথা); bad, disagreeable, unsuitable, difficult, hard (আঘাট, আকাল) etc.
Samsad Bangla Abhidhan
আ1 [ ā1 ] বাংলার দ্বিতীয় স্বরবর্ণ এবং নিম্ন কেন্দ্রীয় বিবৃত আ-ধ্বনি দ্যোতক বর্ণ।আ2 [ ā2 ] অব্য. আনন্দ, বিস্ময় বিরক্তি খেদ প্রভৃতি জ্ঞাপক শব্দ (আ মর, আ কপাল)।আ3 [ ā3 ] অব্য. ঈষৎ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)।
আইচ definitions
Samsad Bangla Abhidhan
আইচ [ āica ] বি. 1 পুষ্পবৃক্ষবিশেষ; আচ গাছ ও তার ফুল; 2 বাঙালির পদবিবিশেষ। [বাং. আচি < সং. আদিত্য]।
আইঢাই definitions
Samsad Bengali-English Dictionary
আইঢাই [ āiḍhāi ] adv feeling extreme uneasiness (owing to excess of anything). ☐ a. extremely uneasy. আইঢাই করাv. to feel or become extremely uneasy.
Samsad Bangla Abhidhan
আই-ঢাই [ āi-ḍhāi ] ক্রি-বিণ. হাঁসফাঁস, ছটফট (খাওয়া বেশি হওয়ায় শরীর আইঢাই করছে); শ্বাসরোধের মতো (গরমে শরীর আইঢাই করছে)। [দেশি]।
আইন definitions
Bangla-Tangla Dictionary
আইন – law, rule
Samsad Bengali-English Dictionary
আইন [ āina ] n a law; an act; a regulation; an ordinance; a statute; a rule; a system; the whole code of laws, the law. আইন করাv. to enact a law; to pass a bill; to legislate; to make a rule. দেওয়ানি আইন civil law. ফৌজদারি আইন criminal law. সামরিক আইন martial law. আইন-উপদেষ্টাn. one who advises on legal points, a legal adviser; counsel. ~-কানুনn. pl. rules and regulations. ~গতa. legal; statutory. ~গ্রন্থn. a law-book. ~জীবী, ~-ব্যবসায়ীn. a legal practitioner; a pleader, an advocate, a barrister, an attorney, a solicitor, etc., a lawyer. ~জ্ঞa. versed in law. ☐ n. a jurist. ~তadv. according to or in keeping with the law or laws, legally or lawfully. ~-পরিষদ . n. a legislative council; a legislature. ~-প্রণয়নn. enactment; legislation. ~-প্রণেতা . n. a legislator; a lawgiver. ~মন্ত্রকn. the ministry of law. ~মন্ত্রী, ~সচিবn. a law-minister. ~মাফিকa. & adv. same as আইনানুযায়ী । ~শাস্ত্রn. jurisprudence; the whole code of laws, the law; a law-book. ~সংগত, ~সম্মতa. lawful; legitimate. ~-সভাn. a legislative assembly; a legislature. আইনানুগa. law-abiding; lawful; legitimate. আইনানুযায়ীadv. according to or in keeping with the law, legally or law fully. ☐ a. legal; lawful. আইনানুসারে same as আইনানুযায়ী (adv.)
Samsad Bangla Abhidhan
আইন [ āina ] বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ~কানুন বি. বিধিব্যবস্থা, নিয়মাবলি। ~জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ~জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ~ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ~ত, (বর্জি.) ~তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ~মাফিক, ~মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ~সম্মত, ~সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন।
আখ্যা [ ākhyā ] n an appellation, a name; a title, a designation; a denomination. ~তa. named, called; entitled, designated; denominated; spoken, mentioned, said; known, renowned, celebrated. ~নn. history; a legend; a tale (esp. historical or legendary); a narrative; a story; a fable; narration, naming; act of designating or denominating. ~বস্তুn. a theme. ~পত্রn. a title-page (of a book). ~য়কn. a narrator; a story-teller. ~য়িকাn. a tale, a story, a narrative.
আগা1 [ āgā1 ] n top (গাছের আগা) ; tip (আঙুলের আগা); end, extremity (লাঠির আগা).আগা2 [ āgā2 ] n a title of honour applied to a Musalman, esp. an Afghan.
Samsad Bangla Abhidhan
আগা [ āgā ] বি. অগ্রভাগ, উপরের অংশ, ডগা (গাছের আগা, সূচের আগা)। [সং. অগ্র]। ~গোড়া ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আদ্যন্ত।
আট [ āṭa ] a. & n eight. আটই, আটুইn. the eighth day of a month. ☐ a. (of the days of a month) eighth. ~কড়াই, ~কৌড়েn. the Hindu ceremony of distributing eight kinds of fried snacks on the eighth day of a child's birth. ~খানা করাv. to break or tear into pieces. ~খানা হওয়াv. to be beside oneself (with joy). ~চল্লিশa. & n. forty-eight. ~চালাn. a thatched room with eight roofs and no wall. ~ত্রিশa. & n. thirty-eight. ~পহর, (dial.) ~পরn. & adv. whole day and night. ~পৌরেa. worn or used all day round or ordinarily; (fig.) common place, hackneyed. ~ষট্টিa. & n. sixty-eight.
Samsad Bangla Abhidhan
আট [ āṭa ] বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ~ ই বি. মাসের 8 তারিখ। ☐ বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ~কড়াইয়া, ~কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ~কপালিয়া, ~কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ~কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ~ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ~চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ~চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ~ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ~পহর, ~পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ~পিঠা, ~পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ~পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাৎ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ~প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ~ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক।আটই [ āṭi ] দ্র আট।
আটা definitions
Bangla-Tangla Dictionary
আটা – whole wheat flour
Samsad Bengali-English Dictionary
আটা2 [ āṭā2 ] n coarse flour, meal. আটা মাখাv. to knead flour.
আদা [ ādā ] n ginger. আদাজল খেয়ে লাগাv. to engage in something doggedly. আদায় কাঁচকলায়adv. at daggers drawn. আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী an ordinary man should not meddle in big affairs.
Samsad Bangla Abhidhan
আদা [ ādā ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। আদায়-কাঁচকলায় পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত।
আদ্যা definitions
Samsad Bengali-English Dictionary
আদ্যা [ ādyā ] a. fem born or created or originated first, primordial. ☐ n. fem. Na ture; (Hindu theol.) the Supreme God dess associated with God in the work of creation, Goddes Durga (দুর্গা). ~শক্তি same as আদ্যা (n.).