Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 4 letters:
অধ্যাস definitions
Samsad Bengali-English Dictionary
অধ্যাস1 [ adhyāsa1 ] n ascription, attribution; (phil.) imaginary ascription of foreign qualities to a person or a thing, illusion.অধ্যাস2, অধ্যাসন [ adhyāsa2, adhyāsana ] n placed or seated upon or over; sitting; being seated; domination; (of deities) invisible presence.
Samsad Bangla Abhidhan
অধ্যাস1 [ adhyāsa1 ] বি. 1 সত্তা বা গুণাগুণ আরোপ; 2 এক বস্তুতে অন্য বস্তুর বা তার গুণের কল্পনা, illusion (যেমন রজ্জুতে সর্পজ্ঞান বা একচন্দ্রস্থলে দ্বিচন্দ্রের অথবা শুক্তিতে রজতের প্রতীতি) (বি. প.)। [সং. অধি+√ অস্ (=নিক্ষেপ)+অ]। অধ্যস্ত বিণ. আরোপিত।অধ্যাস2, অধ্যাসন [ adhyāsa2, adhyāsana ] বি. 1 অধিষ্ঠান; 2 উপবেশন। [সং. অধি+√ আস্ (=উপবেশন)+অন]। অধ্যাসিত, অধ্যাসীন বিণ. 1 উপবিষ্ট; 2 অধিষ্ঠিত; 3 আরূঢ়।
অধ্যাসিত definitions
Samsad Bengali-English Dictionary
অধ্যাসিত, অধ্যাসীন [ adhyāsita, adhyāsīna ] a placed or seated upon or over; mounted; in possession of; (of deities) present invisibly.
অভ্যাস [ abhyāsa ] n practice regular study or exercise; habit; accustoming, acclimatization. ~গতa. habitual. অভ্যাসাধীনa. (to be) mastered by constant practice. অভ্যাসীa. & n. one who practises or studies or learns regularly. fem. অভ্যাসিনী ।
Samsad Bangla Abhidhan
অভ্যস্ত [ abhyasta ] দ্র অভ্যাস।অভ্যাস [ abhyāsa ] বি. 1 সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; 2 ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্) বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।
অভ্যাসিত definitions
Samsad Bangla Abhidhan
অভ্যাস [ abhyāsa ] বি. 1 সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; 2 ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্) বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।
অদ্য [ adya ] n & adv today. অদ্যাকার, অদ্যতনa. of today, today's. অদ্যভক্ষ্যোধনুর্গণঃn. (fig.) over-optimistic calculation; (inc. but pop.) state of having nothing to eat to day, abject poverty. অদ্যাপিadv. even today; even now; even at present; as yet. অদ্যাবধিadv. from today; hereafter; till today; till now.
অনভ্যাস [ anabhyāsa ] n lack of practice or training; unwontedness.
Samsad Bangla Abhidhan
অনভ্যাস [ anabhyāsa ] বি. অভ্যাস বা অনুশীলনের অভাব। (দীর্ঘ অনভ্যাসের জন্য তার গান তেমন জমল না)। [সং. ন+অভ্যাস]।
অভ্যাসিনী definitions
Samsad Bengali-English Dictionary
অভ্যাস [ abhyāsa ] n practice regular study or exercise; habit; accustoming, acclimatization. ~গতa. habitual. অভ্যাসাধীনa. (to be) mastered by constant practice. অভ্যাসীa. & n. one who practises or studies or learns regularly. fem. অভ্যাসিনী ।
অভ্যাসী definitions
Samsad Bengali-English Dictionary
অভ্যাস [ abhyāsa ] n practice regular study or exercise; habit; accustoming, acclimatization. ~গতa. habitual. অভ্যাসাধীনa. (to be) mastered by constant practice. অভ্যাসীa. & n. one who practises or studies or learns regularly. fem. অভ্যাসিনী ।
Samsad Bangla Abhidhan
অভ্যাস [ abhyāsa ] বি. 1 সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; 2 ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্) বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।
অসি definitions
Samsad Bengali-English Dictionary
অসি [ asi ] n a sword. ~ক্রিড়াn. a sword-play; a sword-fight. ~চর্মn. the sword and the buckler. ~চর্মসহযোগে দ্বন্দ্বa sword-and-buckler duel. ~চর্যা, ~চালনাn. learning or practising swordcraft; wielding the sword in a fight; swordcraft, swords manship, fencing. ~চলনা করাv. to wield the sword in a fight. ~ধারাn. the edge of a sword. ~ধারীn. one armed with a sword, a swordsman. ~নৃত্যn. a sword-dance. ~পত্রn. the sugar-cane (for its leaves resemble swordblades); the scabbard of a sword. ~পুচ্ছn. a dolphin, a porpoise. ~ফলকn. the blade of a sword. ~ফলকাকারa. (bot.) ensiform. ~যুদ্ধn. a sword-fight, a sword-play. ~যোদ্ধাn. a swordsman; a sword player.
Samsad Bangla Abhidhan
অসি [ asi ] বি. খড়্গ; তরবারি, তরোয়াল; (আল.) অস্ত্রবল। [সং. &tick অস্ + ই]। ~চর্ম বি. তরোয়াল ও ঢাল। ~চর্যা, ~চালনা বি. তরবারি চালানো। ~ধারা বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার। ~ধারা-ব্রত বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ। ~পত্র বি. 1 (অসির মতো পাতা বলে) আখ গাছ; 2 তরবারির খাপ। ~যুদ্ধ বি. তরবারির সাহায্যে লড়াই। ~লতা বি. তরবারির ফলক; তরবারি।
গ্যাস [ gyāsa ] n gas; (inf. and sl.) a bluff, a fib. গ্যাসীয় a. gaseous.
Samsad Bangla Abhidhan
গ্যাস [ gyāsa ] বি. বায়ব্য পদার্থ, কয়লা প্রভৃতি থেকে উৎপন্ন বায়ব্য দাহ্য পদার্থ। [ইং. gas]। গ্যাস দেওয়া, গ্যাস ছাড়া (অশা.) বি. ক্রি. বাজে কথা বলা; মিথ্যা গল্প বলা; মিথ্যা কথা বিশ্বাস করবার চেষ্টা করা। তু. গুল মারা। ~বেলুন বি. গ্যাস-পোরা বেলুন। গ্যাসীয় বিণ. 1 গ্যাসসংক্রান্ত; 2 গ্যাসজাত ; 3 গ্যাসধর্মী।
ট্যাকসি definitions
Samsad Bengali-English Dictionary
ট্যাকসি, ট্যাক্সি [ ṭyākasi, ṭyāksi ] n a taxi, a taxicab.
ঠাসিও definitions
Bangla-Tangla Dictionary
shadhu 2nd person ordinary future imperative tense of ঠাসা:ঠাসা – to stuff, stuffed
Samsad Bengali-English Dictionary
shadhu 2nd person ordinary future imperative tense of ঠাসা:ঠাসা [ ṭhāsā ] v to cram, to stuff; to load; to press, to press down; to knead (ময়দা ঠাসা); to beat soundly, to thrash; to reprimand. ☐ a. thoroughly crammed or stuffed or loaded. ~ঠাসিn. act of pressing repeatedly to stuff a thing; overcrowding.
Samsad Bangla Abhidhan
shadhu 2nd person ordinary future imperative tense of ঠাসা:ঠাস1 [ ṭhāsa1 ] বিণ. 1 ঘন (ঠাসবুনানি); 2 ঘেঁষাঘেঁষি (ঠাস হয়ে বসা)। [দেশি]। ঠাসা ক্রি. 1 গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); 2 চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); 3 চেপে ঢুকানো; 4 বোঝাই করা, ভরে দেওয়া; 5 মর্দন করা (ময়দা ঠাসা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঠাসা-ঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)।
ন্যাস definitions
Samsad Bengali-English Dictionary
ন্যাস [ nyāsa ] n entrusting or depositing; that which is deposited, deposit; (in law) custody, trust, giving; act of taking care of or looking after, guardianship; a system of yogic (যৌগিক) exercise in which controlling of respiration is practised, breathing-control. ~রক্ষক, ~পালn. a trustee.