অস্ফুট definitions

Bangla-Tangla Dictionary
অস্ফুট – nearly inaudible
Samsad Bengali-English Dictionary
অস্ফুট [ asphuṭa ] a unbloomed; inarticulate (অস্ফুট বুলি) unexpressed, unrevealed; indistinct (অস্ফুট রেখা) obscure, translucent (অস্ফুট আলোক); low and indistinct (অস্ফুট কন্ঠ); undertoned (অস্ফুট স্বর). ~কণ্ঠে adv. in an undertone; whis peringly. ~বাক a. of inarticulate speech, babbling, mumbling.
Samsad Bangla Abhidhan
অস্ফুট [ asphuṭa ] বিণ. 1 ফোটেনি এমন, বিকশিত হয়নি এমন (অস্ফুট কলি); 2 অপরিস্ফুট; আধো-আধো (শিশুর অস্ফুট ভাষা); 3 অস্পষ্ট ('কোলাহলের অস্ফুট ধ্বনি': রবীন্দ্র)। [সং. ন + √ স্ফুট + অ]। ~বাক, ~বাক্ বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন। অস্ফুটে ক্রি-বিণ. অস্পষ্টভাবে ('অস্ফুটে বারংবার কহিতে লাগিল': শরৎ)।

Processing time: 0.41 s