অস্থির definitions

Bangla-Tangla Dictionary
অস্থির – restless, uneasy, impatient
Samsad Bengali-English Dictionary
অস্থির [ ashira ] a restless; unsteady; unstable; agitated; excited; perturbed; impatient; fretting, fretful; uneasy; fickle; frivolous; changeful; uncertain. ~চিত্ত, ~প্রকৃতি, ~বুদ্ধি, ~মতি a. fickle-minded; frivolous; batty, barmy; impetuous. ~চিত্ততা n. fickle-mindedness; restlessness; impatience. ~তা n. restlessness; unsteadiness; instability; excitement; agitated or perturbed state; impatience; fretting, fretfulness, uneasiness; frivolity; changefulness; uncertainty. ~সংকল্প a. irresolute; undecided (in action or purpose). ~সংকল্পতা n. irresolution; in decision. genitive of অস্থি: অস্থি [ ashi ] n bone; skeleton. ~চর্মসার a. lean, skinny, skin-and-bone, gaunt. অস্থি দেওয়া v. to deposit in or commit to the Ganges (or other holy waters) the bone or bone-ash of a deceased person (as the final part of the obsequies). ~পঞ্জর n. bones and ribs; skeleton. ~বৎ a. bone-like, bony. ~বিজ্ঞান, ~বিদ্যা n. oste ology. ~বিজ্ঞানী n. an osteologist. ~বিদ্যাগত a. osteological. ~সার a. having little flesh; bony, lean, gaunt.
Samsad Bangla Abhidhan
অস্থির [ ashira ] বিণ. 1 স্থির নয় এমন, স্থির থাকে না এমন; চঞ্চল; 2 আকুল, উদ্গ্রীব; 3 অনির্ধারিত, স্থিরীকৃত হয়নি এমন; অনিশ্চিত; 4 নশ্বর। [সং. ন + স্থির]। বি. ~তা, ~ত্ব, অস্থৈর্য। ~চিত্ত বিণ. মতি বা মনের স্থিরতা নেই এমন। বি. ~চিত্ততা। ~পঞ্চানন বি. স্বভাবে অস্থির ও ছটফটে লোক। ~বুদ্ধি বিণ. বুদ্ধি বা মতের স্থির নেই এমন। ☐ বি. উক্ত অর্থে। ~সংকল্প বিণ. সংকল্প বা কর্তব্য স্থির করেনি এমন; অব্যবস্থিতচিত্ত। genitive of অস্থি: অস্থি [ ashi ] বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ~চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ~চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ~দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্থি নিক্ষেপ। ~পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ~পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ~বিজ্ঞান, ~বিদ্যা বি. (নর-) দেহের অস্থিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ~ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্থিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্থা, compound fracture of bone. সরল অস্থিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্থা, single fracture of bone. ~সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্থল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ~সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। ☐ বি. মজ্জা, bone marrow. genitive of অস্থি: অস্থিপঞ্জর, অস্থিবিজ্ঞান, অস্থিভঙ্গ, অস্থিসন্ধি, অস্থিসার [ ashipañjara, ashibijñāna, ashibhaṅga, ashisandhi, ashisāra ] দ্র অস্থি

Processing time: 0.41 s