অস্ত্রশস্ত্র definitions

Bangla-Tangla Dictionary
অস্ত্রশস্ত্র – weapons
Samsad Bengali-English Dictionary
অস্ত্র [ astra ] n a missile; a weapon; arms (অস্ত্রহীন); a tool or instrument for cut ting, boring etc. (ডাক্তারি অস্ত্র); (fig.) one who or that which is used as an instrument (সে তোমার অস্ত্র). অস্ত্র করা v. to operate (upon) surgically, to lance (a boil etc.), to cut open with a lancet. ~ক্ষত n. a wound caused by a weapon. ~ক্ষেপ, ~ক্ষেপণ n. the discharge of a missile; act of striking with a weapon. ~ক্ষেপণ করা v. to discharge or hurl a missile; to strike with a weapon. ~গ্রহণ n. same as অস্ত্রধারণ । ~চালনা n. use of arms. ~চিকিৎসক n. a surgeon. ~চিকিৎসা n. surgery. ~চিকিৎসা করা v. to operate (upon); to practise surgery. ~ত্যাগ n. the discharge of a missile; act of relinquishing or giving up one's arms. ~ত্যাগ করা v. to discharge or hurl a missile; to relinquish or give up one's arms, to lay down one's arms; to surrender. ~ধারণ n. act of arming oneself; act of taking up arms; act of encountering in an armed fight. ~ধারণ করা v. to arm one self; to take up arms; to encounter in a battle. ~ধারী a. armed (অস্ত্রধারী প্রহরী) ☐ n. an armed person. ~নিবারণ n. act of warding off or counteracting a missile thrown. ~নিবারণ করা v. to ward off or counteract a missile thrown. ~বর্ষণ n. throwing missiles; shower of missiles. ~বল n. military power; power of the arms. ~বিদ a. & n. one who is skilled in using weapons. ~বিদ্যা n. the art and science of using weapons; surgery. ~বৃষ্টি n. a shower of missiles. ~লেখা n. a wound caused by a weapon; mark of such a wound. ~শস্ত্র n. (collec.) weapons, arms, armoury. ~শালা same as অস্ত্রাগার । ~সংবরণ n. act of laying down arms; cease-fire; act of refraining from using weapons; act of with drawing a missile thrown. ~সংবরণ করা v. to lay down arms; to refrain from using weapons; to withdraw a missile thrown. ~হীন a. unarmed; disarmed. ~হীন করা v. to unarm; to disarm.
Samsad Bangla Abhidhan
অস্ত্র [ astra ] বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)। [সং. √ অস্ + ত্র]। অস্ত্র করা ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিৎসা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। ~ক্ষত বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত। ~গুরু বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা। ~চিকিৎসক বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon. ~চিকিৎসা বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিৎসা, surgery, শল্যচিকিৎসা। ~জীবি (-বিন্) বি. সৈনিক। ~ত্যাগ বি. 1 প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; 2 আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ। ~ধারণ বি. অস্ত্রগ্রহণ। ~ধারী (-রিন্) বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)। ~নিবারণ বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)। ~পাণি বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী। ~বিদ (-বিদ্), ~বিৎ বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন। ~বৃষ্টি বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া। ~লেখা বি. অস্ত্রের ক্ষত বা দাগ। ~শস্ত্র বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না)। ~শিক্ষা বি. অস্ত্রচালনা শিক্ষা। ~সংবরণ বি. অস্ত্রত্যাগ। ~হীন বিণ. নিরস্ত্র। অস্ত্রাগার বি. অস্ত্রশস্ত্র রাখার ভাণ্ডার, armoury. অস্ত্রাঘাত বি. অস্ত্রের আঘাত। অস্ত্রাহত বিণ. অস্ত্রের আঘাত পেয়েছে এমন, অস্ত্রের দ্বারা আহত।

Processing time: 0.4 s