অস্তিত্বটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of অস্তিত্ব: অস্তিত্ব – presence, existence
Samsad Bengali-English Dictionary
definitive of অস্তিত্ব: অস্তি [ asti ] v is ☐ n. existence; presence; esse. ~ত্ব n. existence; presence; esse. অস্বিত্বশীল same as ~মান । অস্তিত্বহীন a. in existent; absent; false; illusory, vapoury. ~নাস্তি n. existence and inexis tence, presence and absence; theism and atheism; (phil.) dialectics. ~বাচক a. denoting presence or existence. ~মান a. existent; present; in esse.
Samsad Bangla Abhidhan
definitive of অস্তিত্ব: অস্তি [ asti ] ক্রি. আছে। ☐ বি. বিদ্যমানতা, স্থিতি, সত্তা, থাকা। [সং. √ অস্ + লট্ তি]। ~ত্ব বি. বিদ্যমানতা, সত্তা, স্থিতি, থাকা (অস্তিত্ব বজায় রাখা, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস)। ~নাস্তি বি. থাকা বা না থাকা (ঈশ্বরের অস্তিনাস্তি নিয়ে আমি ভাবিত নই)। অস্ত্যর্থ বি. আছে এই অর্থ, বিদ্যমানতার অর্থ। অস্ত্যর্থক বিণ. অস্ত্যর্থবিশিষ্ট, আছে এই অর্থযুক্ত।

Processing time: 1.23 s