অস্ত definitions

Bangla-Tangla Dictionary
অস্ত – (+ যাওয়া = to set (sun))
Samsad Bengali-English Dictionary
অস্ত [ asta ] n (myth.) an imaginary mountain behind which the sun goes down whilst setting (also অস্তগিরি, অস্তাচল); the setting of the sun, moon etc., going below the horizon; decline; end; fall. ~গত, ~মিত a. (of the sun, moon etc.) that which has set or gone below the horizon, declined. ~গমন, ~মন n. set ting or going below the horizon, decline. ~গামী, অস্তাচলগামী a. going to set, setting. অস্তোদয় n. the rising and setting (of the sun). ☐ adv. throughout the day; from dawn to dusk.
Samsad Bangla Abhidhan
অস্ত [ asta ] বি. 1 কাল্পনিক পর্বতবিশেষ, অস্তাচল; 2 (সূর্য-চন্দ্রাদির) পশ্চিমদিকে অদৃশ্য হওয়া; 3 শেষ, অবসান। [সং. √ অস্ + ত]। ~গত বিণ. (সূর্য-চন্দ্রাদি সম্পর্কে) অস্তে গেছে বা অদৃশ্য হয়েছে এমন; হৃতগৌরব। ~গমন বি. অস্তে যাওয়া। ~গামী (-মিন্) বিণ. অস্তে যাচ্ছে এমন। ~গিরি, অস্তাচল বি. পুরাণে কল্পিত পর্বতবিশেষ। ~অস্তাচল-গামী (-মিন্) বিণ. অস্তে যাচ্ছে এমন। ~মন বি. অস্ত যাওয়া। ~মান (অশু.) বিণ. অস্তে যাচ্ছে এমন। ~মিত বিণ. অস্তে গেছে এমন। অস্তায়-মান বিণ. অস্তে যাচ্ছে এমন। অস্তাচল [ astācala ] দ্র অস্ত। অস্তায়মান [ astāẏamāna ] দ্র অস্ত।

Processing time: 0.38 s