Off by 2 letters:
রাইট definitions

Bangla-Tangla Dictionary
রাইট – right [English]
লাইট definitions

Bangla-Tangla Dictionary
লাইট – light [English]
Samsad Bangla Abhidhan
লাইট [ lāiṭa ] বি. 1 বাতি; 2 বৈদ্যুতিক বাতি। [ইং. light]। ~হাউস বি. সমুদ্রে নাবিকদের সাহায্যের জন্য বা পথনির্দেশের জন্য বাতিঘর।
Off by 3 letters:
রাই definitions

Samsad Bengali-English Dictionary
রাই1 [ rāi1 ] n mustard.
Samsad Bangla Abhidhan
রাই1 [ rāi1 ] বি. সরিষাবিশেষ, mustard. সং. রাজিকা]। রাই2 [ rāi2 ] বি. শ্রীরাধিকা। [সং. রাধিকা > রাহী]। ~কিশোরী বি. কিশোরী রাধিকা।
লাই definitions

Samsad Bangla Abhidhan
লাই [ lāi ] বি. প্রশ্রয়, আশকারা, নাই (কুকুরকে লাই দিলে সে মাথার ওঠে)। [বাং. নাই < নেহ < স্নেহ]।
লাট definitions

Samsad Bengali-English Dictionary
বড়, বড়ো [ baṛa, baṛō ] a large, big; high, tall, lofty; long; lengthy; fat; loud; excessive; severe; magnanimous, great; respectable, noble; older; elder; eldest; senior in position; rich, aristocratic; most important, principal, chief; leading; eminent; highly contested. ☐ adv. very thoroughly (বড় মন্দ) ☐ int. denoting: slight contempt (চাকরি তো বড়) ; amazement (বড়ো যে এলে). বড়ো করা v. to make one flourish; to extol usu. unduly; to enlarge (as a photograph); to lengthen (as a story); to expand (রাজ্য বড়ো করা) to increase (নামযশ বড় করা) ; to magnify, to exaggerate (বড় করে দেখা বা বলা) ; to elevate or edify (চরিত্র বড়ো করা) ; to liberalize (মন বা হাত বড় করা) ; to make louder, to raise (গলা বড় করা) ; to dilate (চোখ বড় করা) ; to heighten (আশা বড় করা) ; to bring up (ছেলে বড়ো করা). বড় দেখানো v. to look large or big; to loom large; to magnify. বড় হওয়া v. to grow up; to come of age; to flourish; to be expanded; to be edified; to be liberalized; to be glorified (মুখ বড় হওয়া). বড় একটা না not much, not at all; hardly; rarely; seldom; once in a blue moon. বড় কথা the most important word, chief words; tall-talk. ~কর্তা n. a master or head of a family; the chief or boss of an organization; a headman. ~কুটুম্ব, ~কুটুম n. a wife's brother, a brother-in-law. বড় খেলা a highly contested match; a big or important match; a great game. বড় গলা loud voice (বড় গলায় গান) ; proud or arrogant tone (বড় গলায় ঘোষণা). বড় গল্প a long story. বড় গাছে নৌকা বাঁধা (fig.) to resort to a great patron. বড় ঘর a large or spacious room; a hall; a high or aristocratic or noble family. বড় জোর at most, at best. বড় জ্বালা a great or severe affliction. বড় ঝড় a great or violent storm. ~ত্ব n. seniority in age or position; greatness; magnanimity. বড় দরের লোক a man of high status. ~দাদা (coll.) ~দা n. the eldest brother. বড় দাম a high or exorbitant price. ~দিদি (coll.) ~দি n. fem. the eldest sister. ~দিন n. (astr.) the winter solstice; (pop.) the Christmas Day. বড় দুঃখ deep or intense sorrow. বড় দুর্দিন terribly hard times. বড় পেট a large belly; voracious appetite; (fig.) exorbitant demand or tremendous greed. বড় বড় বানরের বড় বড় পেট (fig.) the more one has, the more one demands; the wealthier a man, the greater is his demand. বড় বই an enormous book, a fat volume; (fig.) magnum opus. বড় বংশ a high or respectable or noble family. ~বাবু n. a head clerk; the seniormost male member of a family. বড় বোন n. fem. an elder sister, the eldest sister. বড় ব্যাপার a great affair. বড় ভাই n. an elder brother, a big brother, the eldest brother. বড় মোকদ্দমা a big or leading case. বড় মজা a great fun. বড় মন a magnanimous heart; a high mind; a master mind; an optimistic outlook. ~মানষি n. ostentatious display or wealthiness or riches. ~মানুষ n. a rich man; a great man. বড় মুখ elated or proud in speech (বড় মুখে বলা) ; nourishing a great hope (বড় মুখ দিয়ে আসা) ; dignified countenance; prestige; renown. বড় মুখ ছোট হওয়া to feel disgraced; to be put out of countenance. ~রানি n. the chief queen (of a king who has several wives). বড় লড়াই a hard fight; a great battle. ~লাট see লাট2 । ~লোক same as বড়মানুষ । বড়লোকি same as বড়মানষি । বড় শরিক the senior partner of an estate. বড় শিকার a big game; big game hunting. বড় শীত severe cold. বড় সাহেব n. the senior partner of a firm; the boss of an office. বড় হাজরি see হাজরি । লাট1 [ lāṭa1 ] n a parcel of land (chiefly agricultural) marked out for administrative purpose or a set of things offered together for sale, a lot. ~বন্দি a. divided into lots. লাট2 [ lāṭa2 ] a (of clothes) having the crease spoiled, ruffled, crumpled (also লাট ভাঙা); prostrate on the ground. লাট খাওয়া v. (of paper-kites) to behave awkwardly and refuse to keep flying. মেরে লাট করা v. to knock (one) sense less or reeling to the ground by beating. লাটে ওঠা v. to go to the dogs; to fizzle, to flop, to come a cropper. লাট3 [ lāṭa3 ] n a governor (বাংলার লাট); a governor-general (usu. বড়োলাট); a commander-in-chief (usu. জঙ্গিলাট); (usu. hum.) a. a lord (লাট-বেলাট). ছোটোলাট n. a lieutenant-governor; a provincial governor. লাট4 [ lāṭa4 ] n a pillar (অশোকলাট).
Samsad Bangla Abhidhan
বড়2, বড়ো [ baṛa2, baṛō ] বিণ. 1 বৃহৎ, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্থূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্থ (বড়বাবু, বড়দারোগা, রড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (রড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। ☐ বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ☐ ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। ☐ অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড < সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সৎ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ~কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিৎকার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ~ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ~বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ~লাট বি. লাট দ্র। ~সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ~হাজরি হাজরি দ্র। লাট1 [ lāṭa1 ] বিণ. 1 পাট-ভাঙা, এলোমেলো, ওলটপালট (লাট কাপড়, কাপড়জামা লাট হয়ে গেছে); 2 ধরাশায়ী (মেরে লাট করা)। [দেশি]। লাট খাওয়া ক্রি. বি. (উড্ডীয়মান বস্তুর) উলটোমুখে পড়া বা পতনোন্মুখ হওয়া (ঘুড়ি লাট খাচ্ছে)। লাট2 [ lāṭa2 ] বি. 1 বিদগ্ধ ব্যক্তি, পণ্ডিত বা রসজ্ঞ ব্যক্তি; 2 জীর্ণবস্ত্রাদি। [সং. লাট্ + অ]। লাট3 [ lāṭa3 ] বি. (বিরল) স্তম্ভ (অশোকলাট)।[হি. লাঠ্]। লাট4 [ lāṭa4 ] বি. 1 জমিদারির অংশ (লাটের খাজনা); 2 নিলামে একত্র বিক্রয়ের দ্রব্যসমষ্টি (লাটের মাল)। [ইং. lot]। ~বন্দি বিণ. (জমি সম্বন্ধে) লাটের তালিকাভুক্ত। লাট5 [ lāṭa5 ] বি. 1 গভর্ণর, রাজ্যপাল (বাংলার লাট); 2 দেশের প্রধান শাসক; 3 সর্বাধিনায়ক। [ইং. lord]। ~বেলাট বি. পদস্থ ও সম্ভ্রান্ত ব্যক্তি। ~সাহেব বি. 1 গভর্নর, রাজ্যপাল; 2 (ব্যঙ্গে) চালচলন ও বেশভূষার আত্মম্ভরিতাপূর্ণ ব্যক্তি। ছোট-লাট প্রাদেশিক শাসনকর্তা, lieutenant-governor জঙ্গি-লাট প্রধান সেনাপতি। বড়ো-লাট দেশের প্রাক্তন প্রধান শাসনকর্তা, গভর্নর-জেনারেল। লাট6 [ lāṭa6 ] বি. গুজরাতের প্রাচীন নাম। [সং.লাট + অ]।
Off by 4 letters:
অকাট definitions

Samsad Bangla Abhidhan
অকাট [ akāṭa ] দ্র আকাট
অঘাট definitions

Samsad Bengali-English Dictionary
অঘাট, আঘাট [ aghāṭa, āghāṭa ] n a sea-coast or a riverbank unfit for disembarkment; a bad place.
Samsad Bangla Abhidhan
অঘাট [ aghāṭa ] বি. নদী খাল প্রভৃতির তীরের যে অংশ নৌকা ইত্যাদি থেকে নামার পক্ষে অনুপযুক্ত; আঘাটা; অস্থান। [সং. ন (অপ্রশস্ত অর্থে)+বাং. ঘাট]।
অচলরাজ definitions

Samsad Bangla Abhidhan
অচল [ acala ] বিণ. 1 গতিহীন, স্থির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্থা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। ☐বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্থিরা (অচলা ভক্তি)। ☐ বি. পৃথিবী। ~ বি. অপ্রচলন। ~নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ~রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)।
অচলা definitions

Samsad Bengali-English Dictionary
অচলা [ acalā ] a. fem not fickle; steady, firm, constant (অচলা ভক্তি). ☐ n. fem. the earth.
Samsad Bangla Abhidhan
অচল [ acala ] বিণ. 1 গতিহীন, স্থির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্থা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। ☐বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্থিরা (অচলা ভক্তি)। ☐ বি. পৃথিবী। ~ বি. অপ্রচলন। ~নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ~রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)।
অধরা definitions

Samsad Bengali-English Dictionary
অধরা [ adharā ] a incapable of being caught hold of; intangible; elusive. অধরা মাধুরী elusive charm or beauty.
Samsad Bangla Abhidhan
অধরা [ adharā ] বিণ. বি ধরা যায় না এমন (বস্তু বা ব্যক্তি), যে ধরা দেয় না ('অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে': রবীন্দ্র)। [সরং. ন+বাং. ধরা]।
অপরা definitions

Samsad Bengali-English Dictionary
অপরা [ aparā ] a. & pro. fem of অপর ।a. fem. (phil.) other than the absolute or supreme; illusory; worldly, mundane.
Samsad Bangla Abhidhan
অপরা [ aparā ] বিণ. (স্ত্রী.) (দর্শ.) 1 পরা বা শ্রেষ্ঠ নয় এমন (অপরাবিদ্যা); 2 প্রাকৃতিক (অপরাশক্তি)। ☐ সর্ব. অন্য রমণী।
অফলা definitions

Samsad Bengali-English Dictionary
অফলা [ aphalā ] a unfructiferous, unfruitful; unproductive; barren; infructuous.
Samsad Bangla Abhidhan
অফলা [ aphalā ] বিণ. ফল ধরে না এমন; বন্ধ্যা (অফলা গাছ)। [সং. অফল + আ]।
অবরা definitions

Samsad Bengali-English Dictionary
অবরা [ abarā ] a. fem most excellent, supreme, superb. ☐ n. an appellation of Goddess Durga.
অবলা definitions

Samsad Bengali-English Dictionary
অবলা [ abalā ] a. fem deprived of strength, powerless; weak. ☐ n. a woman. ~জাতি n. women as a class.
Samsad Bangla Abhidhan
অবলা2 [ abalā2 ] বিণ. (স্ত্রী.) বলহীনা। ☐ বি. (স্ত্রী.) নারী। [সং. ন + বল + আ]। ~জাতি বি. নারীজাতি, স্ত্রীজাতি।
অমরা definitions

Samsad Bengali-English Dictionary
অমরা1 [ amarā1 ] n the placenta. অমরা2 [ amarā2 ] n the abode of gods, heaven; realm of Indra (ইন্দ্র) the king of gods.
Samsad Bangla Abhidhan
অমরা1 [ amarā1 ] বি. 1 গর্ভস্থ নাভির সঙ্গে সংযুক্ত নাড়ীর অগ্রভাগের ফুল, গর্ভকুসুম, placenta (বি. প.); 2 জরায়ু। [সং. অমর + আ]। অমরা2 [ amarā2 ] বি. 1 স্বর্গ, দেবলোক; 2 ইন্দ্রপুরী। [সং. অমর + অ + আ]।
অমলা definitions

Samsad Bengali-English Dictionary
অমলা [ amalā ] fem of অমল ।
Samsad Bangla Abhidhan
অমল [ amala ] বিণ. 1 মল বা ময়লা নেই এমন, নির্মল, অনাবিল, পরিষ্কার ('ওই অমল হাতে রজনী প্রাতে': রবীন্দ্র); 2 শুভ্র, ধবল ('অমল কমল সহজে জলের কোলে': রবীন্দ্র)। [সং. ন + মল]। স্ত্রী. অমলা। ~ধবল বিণ. সম্পূর্ণ সাদা, শুভ্র ('অমলধবল পালে লেগেছে মন্দমধুর হাওয়া': র. ঠা.)।
অর definitions

Samsad Bengali-English Dictionary
অর [ ara ] n the spoke of a wheel; (geom.) a radius.
Samsad Bangla Abhidhan
অর [ ara ] বি. চাকার পাখি অর্থাৎ যে শলাকা চাকার মাঝখানের নাভিকে পরিধির সঙ্গে যুক্ত করে, spoke. [সং. √ ঋ + অ]।
অরজা definitions

Samsad Bengali-English Dictionary
অরজস্ক, অরজা, অরজাঃ [ arajaska, arajā, arajāḥ ] a (of a girl) whose menstruation has not yet started; who has not yet attained her puberty.
Samsad Bangla Abhidhan
অরজা, অরজাঃ [ arajā, arajāḥ ] বিণ. 1 এখনও ঋতুমতী হয়নি এমন (অরজা বালিকা); 2 রজোগুণ নেই এমন, রজোগুণরহিত, 3 ধূলিশূন্য; নির্মল। [সং. ন + রজঃ + আ (স্ত্রী.)]।
অল definitions

Samsad Bengali-English Dictionary
অল [ ala ] n a sting (esp. of a scorpion).
অলকা definitions

Samsad Bengali-English Dictionary
অলকা [ alakā ] n the kingdom of Kuvera (কুবের) the god of riches. ~ধিপ n. king of Alaka, Kuvera.
Samsad Bangla Abhidhan
অলকা [ alakā ] বি. 1 ধনদেবতা কুবেরের পুরী; 2 আট বা দশ বছরের মেয়ে। [সং. অলক + আ (স্ত্রী.)]।

Processing time: 0.7 s