Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
অরণ্য definitions
Bangla-Tangla Dictionary
অরণ্য – forest
Samsad Bengali-English Dictionary
অরণ্য [ araṇya ] n wood, forest, jungle. ~জ, ~জাতa. grown in the forest. ~জাত দ্রব্য forest products. ~পালn. ranger. ~বাসীa. living in a wood. ☐ n. such a person; a forester, a bushman. ~ময়, ~সংকুলa. woody. অরণ্যানীn. a vast or extensive forest. অরণ্যায়নn. afforestation. অরণ্যে রোদন করাv. to cry in the wilderness, to cry in vain.
Samsad Bangla Abhidhan
অরণ্য [ araṇya ] বি. গাছপালা ও ঝোপঝাড়ে পূর্ণ প্রায় দুর্গম বিস্তীর্ণ অঞ্চল যেখানে পশু বিচরণ করে; বন, জঙ্গল। [সং. √ ঋ + অন্য]। ~কাণ্ড বি. রামায়ণের তৃতীয় কাণ়্ড বা অধ্যায় যেখানে রামের বনবাসের বর্ণনা আছে। ~চর, ~চারী (-রিন্) বিণ. বনে বিচরণ করে এমন, বনচর; বন্য। ~জাত বিণ. বনে জন্মে এমন, বনে উৎপন্ন হয়েছে এমন। ~বাসী (-সিন্) বিণ. বনে বাস করে এমন, বনবাসী। ~ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, জামাই ষষ্ঠী। ~সংকুল বিণ. জঙ্গলাকীর্ণ (অরণ্যসংকুল দেশ)। অরণ্যানী বি. বিশাল বন, মহাবন। অরণ্যে রোদন নিস্ফল আবেদন।